কলকাতা : কোরোনা ভাইরাস থাবা বসিয়েছে রাজ্যেও । আর এই পরিস্থিতির মধ্যে বয়স্কদের পাশাপাশি সবথেকে বেশি চিন্তা গর্ভবতীদের নিয়ে । বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে তাঁদের । এদিকে এই সময়ই গর্ভবতী অভিনেত্রী কোয়েল মল্লিক । মে মাসের শেষের দিকেই সন্তানের জন্ম দেবেন তিনি । এই সময় কেমন আছেন তিনি ? কীভাবে খেয়াল রাখছেন নিজের ? ETV ভারতের সঙ্গে এসব শেয়ার করলেন কোয়েলের মা দীপা মল্লিক ।
দীপা মল্লিককে ফোন করার সঙ্গে সঙ্গেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি । এরপর একে একে শেয়ার করে নিজেদের কথা । বলেন, "পরিচারিকাকে ছুটি দিয়েছিলাম । সে দেশের বাড়ি গিয়েছে । তারপর আর ফিরতে পারেনি । তাই এখন সব কাজ নিজেদেরই করতে হচ্ছে ।"
কোয়েলের কথা জানতে চাওয়ায় তিনি বলেন, "কোয়েলকে নিয়েই এখন চিন্তা । আমরা অপেক্ষা করছি সেই সময়টার জন্য যখন কোয়েল আমাদের নাতি কিংবা নাতনির জন্ম দেবে । মে মাসে ওর ডেলিভারি হওয়ার কথা । খুব সাবধানে রাখা হয়েছে ওকে । এমনিতে সব ঠিক আছে কোয়েলের । আমরা সব ছেড়ে দিয়েছি ডাক্তারের উপর । তাঁর পরামর্শ মেনেই কোয়েল চলছে । আশা করি শেষ পর্যন্ত সব ঠিকই হবে ।"