কলকাতা : মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক । আজ ভোর 5টার সময় পুত্রসন্তানের জন্ম দেন তিনি । এই নিয়ে ETV ভারত সিতারা কথা বলেছিল কোয়েলের মা দীপা মল্লিকের সঙ্গে ।
দীপা আমাদের বলেন, "নাতির দিদা হলাম । খুব আনন্দ হচ্ছে । ভোর 5টায় কোয়েলের ডেলিভারি হয়েছে । মা ও বাচ্চা দু'জনেই হাসপাতালে রয়েছে । সুস্থ আছে ।" সন্তান প্রসবের কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন কোয়েল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে কোয়েলের ডেলিভারি নিয়ে খুবই চিন্তায় ছিলেন দীপা মল্লিক । তিনি বলেন, "আজ আমরা ভীষণ খুশি হয়েছি । খুব আনন্দ হচ্ছে । তবে খুব চিন্তায় ছিলাম । যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভাবছিলাম যে সব কিছু ঠিকভাবে হবে কি না । তারপরে যা হয়, একজন মায়ের কাছে তার মেয়ের প্রেগন্যান্সি খুব চিন্তার বিষয় হয়ে থাকে । সারাক্ষণ টেনশন হতে থাকে । প্রার্থনা করছিলাম যেন সব কিছু ঠিকঠাক ভাবে হয়ে যায় । কোয়েল যদিও খুবই যোগা করত, শরীর চর্চা করত, সবদিক ভালোমতো খেয়ালও রাখত । খুব ভালোভাবে বাচ্চার জন্ম দিতে পেরেছে কোয়েল ।"