ETV Bharat / sitara

পার্টি মুডে লঞ্চ হল 'কণ্ঠ'র গান 'অবাক জলে' - obak jol

'কণ্ঠ'-র ট্রেলার ও গান ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে।

পোস্টার
author img

By

Published : Apr 27, 2019, 1:11 PM IST

Updated : Apr 27, 2019, 2:33 PM IST

কলকাতা : আলো ঝলমলে পার্কস্ট্রিট। শুক্রবারের রাত। উইকেন্ডে তখন পার্টি মুড অন। ডিস্কো-পাব-রেস্তরাঁয় তখন উপচে পড়ছে যুবাদের ভিড়। তেমনই একটি পাবে শুরু হয়েছে তারকাদের আনাগোনা। লং গাউনে পরিচালক নন্দিতা রায় ও কালামকারি টি-শার্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঢুকলেন। তার আগেই অবশ্য ঢুকে গিয়েছেন তাঁদের আসন্ন ছবি 'কণ্ঠ'-র মিউজ়িক কম্পোজ়ার প্রসেন। হাজির হয়েছেন ইমন চক্রবর্তী, পাওলি দাম।

'কণ্ঠ' ছবিটি মুক্তি পাচ্ছে ১০ই মে। ছবিটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দশকের মধ্যে। তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। ছবির গানও হিট। তেমনই একটি গান অবাক জলে ছবির পার্টি সং। সেই গানটি লঞ্চ করার জন্য অভিনব কায়দা ভেবে বের করেছেন পরিচালকদ্বয়। পার্ক স্ট্রিটের ব্যস্ততম পাবে মুক্তি পেল ছবির গান, পার্টির ছলে।

মিউজ়িক লঞ্চে
মিউজ়িক লঞ্চে

পার্টি জমে উঠল গানে। পাবের অর্কেস্ট্রায় তখন বাংলা গান বাজছে। পাবে বসার জায়গায় লাগোয়া ছোট্ট স্টেজে উঠে মাইক হাতে শিবপ্রসাদ বললেন, প্রসেন তাঁর প্রথম কম্পোজিশন দিয়ে, অর্থাৎ 'ওপেন টি বাইস্কোপ'-এর একটি গান "তোর জন্য" দিয়ে শুরু করবেন। হলও তাই।

তারপর প্রসেনের কম্পোজ়িশনে প্রজাপতি বিস্কুটের গান গাইলেন ইমন চক্রবর্তী। ধীরে ধীরে গান হল 'কণ্ঠ' ছবির। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো।

মিউজ়িক লঞ্চে

কলকাতা : আলো ঝলমলে পার্কস্ট্রিট। শুক্রবারের রাত। উইকেন্ডে তখন পার্টি মুড অন। ডিস্কো-পাব-রেস্তরাঁয় তখন উপচে পড়ছে যুবাদের ভিড়। তেমনই একটি পাবে শুরু হয়েছে তারকাদের আনাগোনা। লং গাউনে পরিচালক নন্দিতা রায় ও কালামকারি টি-শার্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঢুকলেন। তার আগেই অবশ্য ঢুকে গিয়েছেন তাঁদের আসন্ন ছবি 'কণ্ঠ'-র মিউজ়িক কম্পোজ়ার প্রসেন। হাজির হয়েছেন ইমন চক্রবর্তী, পাওলি দাম।

'কণ্ঠ' ছবিটি মুক্তি পাচ্ছে ১০ই মে। ছবিটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দশকের মধ্যে। তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। ছবির গানও হিট। তেমনই একটি গান অবাক জলে ছবির পার্টি সং। সেই গানটি লঞ্চ করার জন্য অভিনব কায়দা ভেবে বের করেছেন পরিচালকদ্বয়। পার্ক স্ট্রিটের ব্যস্ততম পাবে মুক্তি পেল ছবির গান, পার্টির ছলে।

মিউজ়িক লঞ্চে
মিউজ়িক লঞ্চে

পার্টি জমে উঠল গানে। পাবের অর্কেস্ট্রায় তখন বাংলা গান বাজছে। পাবে বসার জায়গায় লাগোয়া ছোট্ট স্টেজে উঠে মাইক হাতে শিবপ্রসাদ বললেন, প্রসেন তাঁর প্রথম কম্পোজিশন দিয়ে, অর্থাৎ 'ওপেন টি বাইস্কোপ'-এর একটি গান "তোর জন্য" দিয়ে শুরু করবেন। হলও তাই।

তারপর প্রসেনের কম্পোজ়িশনে প্রজাপতি বিস্কুটের গান গাইলেন ইমন চক্রবর্তী। ধীরে ধীরে গান হল 'কণ্ঠ' ছবির। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো।

মিউজ়িক লঞ্চে
Intro:আলো ঝলমলে পার্কস্ট্রিট। শুক্রবারের রাত। কলকাতার ইউথের তখন পার্টি পার্টি মনোভাব। ডিস্কো-পাব-রেস্তোরাঁয় তখন উপচে পড়ছে যুবাদের ভিড়। তেমনই একটি পাব সামপ্লেস এলসে শুরু হয়েছে তারকাদের আনাগোনা। লং গাউনে পরিচালক নন্দিতা রায় ও কালামকারি টি-শার্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঢুকলেন। তার আগেই অবশ্য ঢুকে গিয়েছেন তাঁদের আসন্ন ছবি কণ্ঠর মিউজিক কম্পোজার প্রসেন। হাজির হয়েছেন ইমন চক্রবর্তী, পাওলি দাম। আমন্ত্রণে সাড়া দিয়েছিল ETV Bharatও।


Body:কণ্ঠ ছবিটি মুক্তি পাচ্ছে ১০ই মে। ছবিটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দশকের মধ্যে। তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। ছবির গানও হিট। তেমনই একটি গান অবাক জলে ছবির পার্টি সং। সেই গানটি লঞ্চ করার জন্য অভিনব কায়দা ভেবে বের করেছেন পরিচালকদ্বয়। পার্ক স্ট্রিটের ব্যস্ততম পাবে মুক্তি পেল ছবির গান, পার্টির ছলে।


Conclusion:পার্টি জমে উঠল গানে। পাবের অর্কেস্ট্রায় তখন বাংলা গান বাজছে। পাবে বসার জায়গায় লাগোয়া ছোট্ট স্টেজে উঠে মাইক হাতে শিবপ্রসাদ বললেন, প্রসেন তাঁর প্রথম কম্পোজিশন দিয়ে, অর্থাৎ ওপেন টি বাইস্কোপের একটি গান "তোর জন্য" দিয়ে শুরু করবেন। হলও তাই।

তারপর প্রসেনের কম্পোজিশনে প্রজাপতি বিস্কুটের গান গাইলেন ইমন চক্রবর্তী। ধীরে ধীরে গান হল কণ্ঠ ছবির। পুরোটা জানতে দেখুন ভিডিও।
Last Updated : Apr 27, 2019, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.