কলকাতা : শহরে অভিনেত্রী ও মডেলদের হয়রানির ঘটনার পর থেকেই তারকারা মনে করছেন, ইস্টার্ন মেট্রোপলিসকে আর কেউ নিরাপদ বলতে পারবে না । তাঁদের আশঙ্কা পরিস্থিতি আরও খারাপ হতে পারে ।
সম্প্রতি বাংলা টেলিভিশনের অভিনেত্রী বৃষ্টি রায়কে ফোন করে অশ্লীল কথা বলা হয় । তাঁর ছবি সহ নাম, মোবাইল নম্বর কলকাতার ট্রেন, রেল স্টেশনগুলিতে লাগানো হয় । ঘটনার পর থেকে আতঙ্কিত তিনি ।
বৃষ্টি IANS-কে বলেন, "আজ আমার সঙ্গে এটা ঘটছে, কাল অন্য কোনও মেয়ের সঙ্গেও এটা ঘটতে পারে । আজকাল কোনও মেয়েকে বদনাম করা এতটাই সহজ হয়ে গেছে । অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমি লড়াই করে যাব ।"
কয়েকমাস আগে প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্ত সহ একাধিক তারকা শহরের রাস্তায় হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন ।
উষসীর ক্যাবকে তাড়া করে একদল যুবক গাড়ির ড্রাইভারকেও মারধর করে । ক্যাবে পাথর ছুঁড়ে মারে । ঘটনার ভিডিয়ো ডিলিট করার জন্য ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ।
এক মাস পর, জনপ্রিয় বাংলা টেলিভিশনের অভিনেত্রী স্বস্তিকা দত্তরও খারাপ অভিজ্ঞতা হয় । তিনি ফেসবুকে অভিযোগ করেন, একটি অ্যাপ ক্যাব চালক তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে দেয় । হুমকি দিয়ে গালাগালি দেয় ।
এক সপ্তাহ আগে আরও এক বাংলা টেলিভিশনের অভিনেত্রী জুহি সেনগুপ্তকে হেনস্থার শিকার হতে হয় । তাঁর অভিযোগ, তাঁর বাবা-মা সহ তাঁকে পেট্রোল পাম্পের কর্মীরা হয়রানি ও হেনস্থা করে । তাঁর বাবাকে ধাক্কাও দেওয়া হয় । বাংলা ধারাবাহিক 'ভজগোবিন্দ'-তে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করেন, "এই শহর এখন আর কারও জন্য নিরাপদ নয় ।"
শহরে তারাকারা ও অভিনেত্রীরা যে হয়রানির শিকার হচ্ছে, তা নিয়ে একমত প্রকাশ করেন অভিনেত্রী অঞ্জনা বসুও । এই ভয় তাঁকেও তাড়া করে বেড়াচ্ছে । তিনি বলেন, "কলকাতার রাস্তায় যে তারকা ও অভিনেত্রীরা হয়রানির শিকার হচ্ছেন তাতে আমি একমত । তবে আমি ব্যক্তিগতভাবে এমন কোনও পরিস্থিতির মুখোমুখি হইনি ।"
অভিনয়ে দক্ষতার জন্য খ্যাত বসু গত দেড় দশকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন । তিনি বলেন, "বর্তমান কলকাতা ঠিক সেভাবে সাধারণ মানুষ ও নাগরিকদের জন্য নিরপাদ নয় । কলকাতা শহরে সুরক্ষার বর্তমান দৃশ্য দেখে আমি আশঙ্কা করছি যে এটি সময়ের সঙ্গে আরও খারাপ হয়ে উঠবে ।"
অভিনেত্রী পার্নো মিত্র জানান, তারকাদের থেকে বেশি সাধারণ মানুষের জন্য তাঁর উদ্বেগ বেশি । তিনি বলেন, "আমরা খ্যাতনামা ব্যক্তি হওয়ায় এই সমস্ত সংবাদ ছড়িয়ে পড়ছে । এটা সত্যি যে তারকারা হয়রানির শিকার হচ্ছেন । তবে এই জিনিস যদি পরিচিত মুখের সঙ্গে ঘটছে, তাহলে সাধারণ মানুষের উপর দিয়ে কী যাচ্ছে । এমন অনেকে আছেন যারা সম্ভবত এই বিষয়গুলির মুখোমুখি হন, হয়রানির শিকার হন । কিন্তু তাঁরা তারকা নন বলে আমরা সেদিকে খেয়াল রাখছি না ।"
একসময় নারীদের জন্য অন্যতম নিরাপদ শহর হিসেবে বিবেচিত কলকাতায় পরিস্থিতি এখন আরও অবনতি হয়েছে কিনা প্রশ্ন করায় তিনি বলেন, "দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত দশ বছরের মধ্যে এখন আর এটা নিরাপদ নেই ।"