ETV Bharat / sitara

বেবি বাম্পের ছবি দিলেন কোয়েল, ব্যাপারটা কী ? - কোয়েল মল্লিকের বেবি বাম্প

বেবি বাম্পের ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক । তিন-চার মাসের প্রেগনেন্সি হবে । ফের তাহলে মা হতে চলেছেন অভিনেত্রী ?

koel mullick baby bump
koel mullick baby bump
author img

By

Published : Dec 14, 2020, 8:16 AM IST

কলকাতা : মাতৃত্বের স্বাদ অপূর্ব । বিশেষ করে নিজের শরীরের মধ্যে যখন অল্প অল্প করে একটা প্রাণ বেড়ে ওঠে, সেই অনুভূতি অনন্য । তাই প্রেগনেন্সির সময়টা মনে করে দেখলেন কোয়েল মল্লিক । জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আরও একবার ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ।

বেবি বাম্প সমেত নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন কোয়েল মল্লিক । দেখেই অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি ফের মা হচ্ছেন অভিনেত্রী ? তবে তাঁর লেখা ক্যাপশনটা পড়লেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ।

কোয়েল লিখেছেন, "এই বছরের শুরুর দিকে… নিউ নর্মাল শুরু হওয়ার আগে...যখন আমি সন্তানের আশায় উদগ্র বাসনা নিয়ে অপেক্ষা করছিলাম ।" দেখে নিন তাঁর পোস্ট...

ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল । নাম কবীর । সোশাল মিডিয়ায় খুব বেশি ব্যক্তিগত ছবি শেয়ার করেন না কোয়েল । তবে তাঁর শেয়ার করা কবীরের দু'তিনটে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল । কবীরের মিষ্টি হাসিতে যেন মায়ের ছাপ স্পষ্ট ।

কলকাতা : মাতৃত্বের স্বাদ অপূর্ব । বিশেষ করে নিজের শরীরের মধ্যে যখন অল্প অল্প করে একটা প্রাণ বেড়ে ওঠে, সেই অনুভূতি অনন্য । তাই প্রেগনেন্সির সময়টা মনে করে দেখলেন কোয়েল মল্লিক । জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আরও একবার ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ।

বেবি বাম্প সমেত নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন কোয়েল মল্লিক । দেখেই অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি ফের মা হচ্ছেন অভিনেত্রী ? তবে তাঁর লেখা ক্যাপশনটা পড়লেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ।

কোয়েল লিখেছেন, "এই বছরের শুরুর দিকে… নিউ নর্মাল শুরু হওয়ার আগে...যখন আমি সন্তানের আশায় উদগ্র বাসনা নিয়ে অপেক্ষা করছিলাম ।" দেখে নিন তাঁর পোস্ট...

ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল । নাম কবীর । সোশাল মিডিয়ায় খুব বেশি ব্যক্তিগত ছবি শেয়ার করেন না কোয়েল । তবে তাঁর শেয়ার করা কবীরের দু'তিনটে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল । কবীরের মিষ্টি হাসিতে যেন মায়ের ছাপ স্পষ্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.