ETV Bharat / sitara

জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টা উপভোগ করছেন কোয়েল - কোয়েল মল্লিকের খবর

ছেলে কবীরকে জড়িয়ে ছবি পোস্ট করলেন কোয়েল মল্লিক । "আমার সূর্যোদয়", লিখলেন ক্যাপশনে ।

Koel Mullick with son
Koel Mullick with son
author img

By

Published : Nov 19, 2020, 5:26 PM IST

কলকাতা : কোনও নারীর কাছে মাতৃত্বের থেকে বড় উপহার আর হয় না । মা হওয়াকে তার জীবনের সেরা অধ্যায় বলা হয় । কোয়েল মল্লিক তাহলে এখন তাঁর জীবনের সেরা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ।

5 মে কোয়েল আর নিশপালের জীবন আলো করে আসে কবীর । হ্য়াঁ, তাঁদের নবজাতকের নাম কবীর । অষ্টমীর পূণ্যতিথিতে কবীরের নাম আর ছবি দুইই শেয়ার করেন কোয়েল ।

তবে সাধারণত, নিজের ব্যক্তিগত জীবনকে বেশ আড়ালেই রাখেন অভিনেত্রী । ছেলের ছবি খুব একটা পোস্ট করেন না তিনি সোশাল মিডিয়ায় । ব্যতিক্রম আজকের দিনটা । ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ।

ক্যাপশনে কোয়েল সত্যি কথাটাই লিখেছেন । জানিয়েছেন, তাঁর জীবনের সূর্যোদয় কবীর ।

কোয়েলের এই পোস্ট প্রায় 85 হাজার লাইক ছাড়িয়েছে ইনস্টাগ্রামে । শুভশ্রী গাঙ্গুলি, ঐন্দ্রিলা সেন, আবির চ্যাটার্জির মতো অনেক সেলেব্রিটিও কবীরের সেই মিষ্টি ছবি দেখে চুপ থাকতে পারেননি ।

দেখে নিন তাঁর পোস্ট...

কলকাতা : কোনও নারীর কাছে মাতৃত্বের থেকে বড় উপহার আর হয় না । মা হওয়াকে তার জীবনের সেরা অধ্যায় বলা হয় । কোয়েল মল্লিক তাহলে এখন তাঁর জীবনের সেরা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ।

5 মে কোয়েল আর নিশপালের জীবন আলো করে আসে কবীর । হ্য়াঁ, তাঁদের নবজাতকের নাম কবীর । অষ্টমীর পূণ্যতিথিতে কবীরের নাম আর ছবি দুইই শেয়ার করেন কোয়েল ।

তবে সাধারণত, নিজের ব্যক্তিগত জীবনকে বেশ আড়ালেই রাখেন অভিনেত্রী । ছেলের ছবি খুব একটা পোস্ট করেন না তিনি সোশাল মিডিয়ায় । ব্যতিক্রম আজকের দিনটা । ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ।

ক্যাপশনে কোয়েল সত্যি কথাটাই লিখেছেন । জানিয়েছেন, তাঁর জীবনের সূর্যোদয় কবীর ।

কোয়েলের এই পোস্ট প্রায় 85 হাজার লাইক ছাড়িয়েছে ইনস্টাগ্রামে । শুভশ্রী গাঙ্গুলি, ঐন্দ্রিলা সেন, আবির চ্যাটার্জির মতো অনেক সেলেব্রিটিও কবীরের সেই মিষ্টি ছবি দেখে চুপ থাকতে পারেননি ।

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.