ETV Bharat / sitara

বড়দিনের সকালে ছেলের সঙ্গে খুনসুটি কোয়েলের - কোয়েল মল্লিকের খবর

ছেলে কবীরের সঙ্গে বড়দিন পালন করলেন কোয়েল মল্লিক । এই বছর সান্তাক্লজ় সবার জন্য যেন অনেক খুশি, অনেক আনন্দ নিয়ে আসে, প্রার্থনা করলেন অভিনেত্রী ।

koel mullick merry christmas
koel mullick merry christmas
author img

By

Published : Dec 25, 2020, 3:40 PM IST

কলকাতা : বড়দিন মানেই একরাশ খুশি, একগুচ্ছ উপহার আর অনেকটা ভালোবাসা । তাই বড়দিনের সকালে সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের মুখে হাসি ফোটালেন কোয়েল মল্লিক । ছেলে কবীরকে সান্তা বেশে সাজিয়ে সে কি খুনসুটি তাঁর ।

এমনিতে ছেলের খুব বেশি ছবি দেন না কোয়েল । তবে যখন দেন তখন সাড়া পড়ে যায় সোশাল মিডিয়ায় । মিষ্টি কবীর আজ সেজেছে লাল টুপি, লাল জামায় । মায়ের কোলে উঠে কি হাসি তার । আর কোয়েলেরও আশ মিটছে না ছেলেকে দেখে । মা আর ছেলের এই বিশেষ মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায় ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "এই যে সান্তা এসেছে ভালোবাসা আর হাসি বিলিয়ে দিতে । এই পুরো দুনিয়া যেন ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক । সবাইকে মেরি ক্রিসমাস ।" রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, পার্ণো মিত্র, মিমি চক্রবর্তীর মতো তারকারা উচ্ছ্বসিত কবীরকে দেখে প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি ।

কোয়েল আরও একটি ভিডিয়োতে তাঁর ছোটোবেলায় ক্রিসমাসের স্মৃতিচারণা করেছেন । মায়ের সঙ্গে নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা, বাড়ি সাজানো, সান্তার অপেক্ষায় বসে থাকা সবকিছু যেন আজও জ্বলজ্বলে অভিনেত্রীর স্মৃতিতে ।

দেখে নিন কোয়েলের শেয়ার করা ভিডিয়ো...

কলকাতা : বড়দিন মানেই একরাশ খুশি, একগুচ্ছ উপহার আর অনেকটা ভালোবাসা । তাই বড়দিনের সকালে সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের মুখে হাসি ফোটালেন কোয়েল মল্লিক । ছেলে কবীরকে সান্তা বেশে সাজিয়ে সে কি খুনসুটি তাঁর ।

এমনিতে ছেলের খুব বেশি ছবি দেন না কোয়েল । তবে যখন দেন তখন সাড়া পড়ে যায় সোশাল মিডিয়ায় । মিষ্টি কবীর আজ সেজেছে লাল টুপি, লাল জামায় । মায়ের কোলে উঠে কি হাসি তার । আর কোয়েলেরও আশ মিটছে না ছেলেকে দেখে । মা আর ছেলের এই বিশেষ মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায় ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "এই যে সান্তা এসেছে ভালোবাসা আর হাসি বিলিয়ে দিতে । এই পুরো দুনিয়া যেন ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক । সবাইকে মেরি ক্রিসমাস ।" রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, পার্ণো মিত্র, মিমি চক্রবর্তীর মতো তারকারা উচ্ছ্বসিত কবীরকে দেখে প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি ।

কোয়েল আরও একটি ভিডিয়োতে তাঁর ছোটোবেলায় ক্রিসমাসের স্মৃতিচারণা করেছেন । মায়ের সঙ্গে নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা, বাড়ি সাজানো, সান্তার অপেক্ষায় বসে থাকা সবকিছু যেন আজও জ্বলজ্বলে অভিনেত্রীর স্মৃতিতে ।

দেখে নিন কোয়েলের শেয়ার করা ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.