ETV Bharat / sitara

ছেলের নাম কবীর, অষ্টমীর পুণ্যতিথিতে শেয়ার করলেন কোয়েল - কোয়েল মল্লিকের খবর

5 মে পৃথিবীতে আসে কোয়েল মল্লিক আর নিশপাল সিং রানের ছেলে । আর আজ অষ্টমীর পুণ্যতিথিতে তার নাম শেয়ার করলেন অভিনেত্রী । তাঁর ছেলের নাম কবীর ।

koel mullick son name kabir
koel mullick son name kabir
author img

By

Published : Oct 24, 2020, 7:34 PM IST

কলকাতা : আজকের দিনটা ভালো । অষ্টমীর পুণ্যতিথিতে তাই ছেলের নাম প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক ও নিশপাল সিং রানে । এতদিন পর ছেলের ছবিও শেয়ার করলেন তিনি ।

কী নাম খুদের ? তার নাম হল কবীর । কোয়েল নিজেই শেয়ার করেছেন এই খবর । শুধু তাই নয়, ছেলে আর স্বামীর সঙ্গে নিজের অষ্টমীর লুকও শেয়ার করেছেন অভিনেত্রী । পাকা গৃহিনী হয়ে উঠেছেন তিনি ।

কোয়েল লিখেছেন, "মহা অষ্টমীর পুণ্যতিথিতে আমরা ছেলের নাম প্রকাশ্যে আনলাম...কবীর" । রাজ চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত সহ অনেকেই কবীরের ছবি দেখে হাসি ধরে রাখতে পারছেন না । ছোট্ট কবীর তো নিজেই হেসে কুটোপাটি থাচ্ছে ছবিতে । তাকে দেখে কি মুখ গোমড়া করে থাকা যায় ?

কোয়েলের ছোটোবেলার ছবির সঙ্গে তাঁর ছেলের অসম্ভব মিল । তবে রানের মুখের আদলও পেয়েছে কবীর । সেই 5 মে-র পর আজ আবার দেখা গেল তাকে । মুগ্ধ নেটিজেনরা ।

দেখে নিন কোয়েলের পোস্ট...

কলকাতা : আজকের দিনটা ভালো । অষ্টমীর পুণ্যতিথিতে তাই ছেলের নাম প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক ও নিশপাল সিং রানে । এতদিন পর ছেলের ছবিও শেয়ার করলেন তিনি ।

কী নাম খুদের ? তার নাম হল কবীর । কোয়েল নিজেই শেয়ার করেছেন এই খবর । শুধু তাই নয়, ছেলে আর স্বামীর সঙ্গে নিজের অষ্টমীর লুকও শেয়ার করেছেন অভিনেত্রী । পাকা গৃহিনী হয়ে উঠেছেন তিনি ।

কোয়েল লিখেছেন, "মহা অষ্টমীর পুণ্যতিথিতে আমরা ছেলের নাম প্রকাশ্যে আনলাম...কবীর" । রাজ চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত সহ অনেকেই কবীরের ছবি দেখে হাসি ধরে রাখতে পারছেন না । ছোট্ট কবীর তো নিজেই হেসে কুটোপাটি থাচ্ছে ছবিতে । তাকে দেখে কি মুখ গোমড়া করে থাকা যায় ?

কোয়েলের ছোটোবেলার ছবির সঙ্গে তাঁর ছেলের অসম্ভব মিল । তবে রানের মুখের আদলও পেয়েছে কবীর । সেই 5 মে-র পর আজ আবার দেখা গেল তাকে । মুগ্ধ নেটিজেনরা ।

দেখে নিন কোয়েলের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.