কলকাতা : একের পর এক যেন লেগেই রয়েছে । কয়েক মাস আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক । এরপরই কোরোনায় আক্রান্ত হন । নিজের শরীরের দিকে খেয়াল রাখার সময়ই পাচ্ছেন না ঠিক করে । শরীরে জমেছে মেদ । অগত্যা স্বামী নিসপাল সিং রানের থেকে পোশাক ধার করছেন তিনি । সম্প্রতি একথা সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী ।
আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কোয়েল । সেখানে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর পরনে রয়েছে ওভার সাইজ় টি শার্ট ।
আসলে ওই টি শার্ট নিসপালের ওয়ারড্রোব থেকে ধার করেছেন কোয়েল । সেকথা ছবির ক্যাপশনেই জানান তিনি । লেখেন, "আনন্দের সঙ্গে বরের ওয়ারড্রোব থেকে পোশাক ধার করছি...প্রায় এক বছর পর শরীরচর্চা করছি...কষ্ট...কষ্ট ছাড়া কিছু লাভ করা যায় না ।"
আসলে গর্ভবতী হওয়ার ফলে এতদিন শরীর চর্চা করতে পারেননি কোয়েল । তারপরও বেশ কিছুদিন সাবধানে ছিলেন । তারপরই কোরোনায় আক্রান্ত হন । যেই কারণে শরীরের দিকে নজর দিতে পারছিলেন না । তবে এবার সব বাধা কাটিয়ে শরীর চর্চায় মন দিয়েছেন অভিনেত্রী ।