ETV Bharat / sitara

নিসপালের থেকে পোশাক ধার করছেন কোয়েল ! - koel corona

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কোয়েল । সেখানে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর পরনে রয়েছে ওভার সাইজ় টি শার্ট ।

োে্
োে্
author img

By

Published : Aug 12, 2020, 11:01 PM IST

কলকাতা : একের পর এক যেন লেগেই রয়েছে । কয়েক মাস আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক । এরপরই কোরোনায় আক্রান্ত হন । নিজের শরীরের দিকে খেয়াল রাখার সময়ই পাচ্ছেন না ঠিক করে । শরীরে জমেছে মেদ । অগত্যা স্বামী নিসপাল সিং রানের থেকে পোশাক ধার করছেন তিনি । সম্প্রতি একথা সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কোয়েল । সেখানে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর পরনে রয়েছে ওভার সাইজ় টি শার্ট ।

আসলে ওই টি শার্ট নিসপালের ওয়ারড্রোব থেকে ধার করেছেন কোয়েল । সেকথা ছবির ক্যাপশনেই জানান তিনি । লেখেন, "আনন্দের সঙ্গে বরের ওয়ারড্রোব থেকে পোশাক ধার করছি...প্রায় এক বছর পর শরীরচর্চা করছি...কষ্ট...কষ্ট ছাড়া কিছু লাভ করা যায় না ।"

sdf
কোয়েলের পোস্ট

আসলে গর্ভবতী হওয়ার ফলে এতদিন শরীর চর্চা করতে পারেননি কোয়েল । তারপরও বেশ কিছুদিন সাবধানে ছিলেন । তারপরই কোরোনায় আক্রান্ত হন । যেই কারণে শরীরের দিকে নজর দিতে পারছিলেন না । তবে এবার সব বাধা কাটিয়ে শরীর চর্চায় মন দিয়েছেন অভিনেত্রী ।

কলকাতা : একের পর এক যেন লেগেই রয়েছে । কয়েক মাস আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক । এরপরই কোরোনায় আক্রান্ত হন । নিজের শরীরের দিকে খেয়াল রাখার সময়ই পাচ্ছেন না ঠিক করে । শরীরে জমেছে মেদ । অগত্যা স্বামী নিসপাল সিং রানের থেকে পোশাক ধার করছেন তিনি । সম্প্রতি একথা সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কোয়েল । সেখানে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । যদিও তাঁর পরনে রয়েছে ওভার সাইজ় টি শার্ট ।

আসলে ওই টি শার্ট নিসপালের ওয়ারড্রোব থেকে ধার করেছেন কোয়েল । সেকথা ছবির ক্যাপশনেই জানান তিনি । লেখেন, "আনন্দের সঙ্গে বরের ওয়ারড্রোব থেকে পোশাক ধার করছি...প্রায় এক বছর পর শরীরচর্চা করছি...কষ্ট...কষ্ট ছাড়া কিছু লাভ করা যায় না ।"

sdf
কোয়েলের পোস্ট

আসলে গর্ভবতী হওয়ার ফলে এতদিন শরীর চর্চা করতে পারেননি কোয়েল । তারপরও বেশ কিছুদিন সাবধানে ছিলেন । তারপরই কোরোনায় আক্রান্ত হন । যেই কারণে শরীরের দিকে নজর দিতে পারছিলেন না । তবে এবার সব বাধা কাটিয়ে শরীর চর্চায় মন দিয়েছেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.