কলকাতা : সম্প্রতি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অবন্তিকা। গল্পও তাঁরই ভাবনায়। পরিচিত বন্ধু মহলের একটি প্রযোজনা সংস্থা 'আইকন বাই কম'-এর হয়ে কাজ করছেন অবন্তিকা। ছবিটির নাম দিয়েছেন 'দা ডিলিটেড সিন'। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবি টিজ়ারও।
অবন্তিকা বললেন, "গল্পটা আমারই। চিত্রনাট্য এবং সংলাপও আমি লিখেছি। না শেষ হওয়া প্রেমের গল্প এটি।"
ছোটোবেলা থেকেই আবৃত্তির সঙ্গে যুক্ত অবন্তিকা। সম্প্রতি তিনি একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। বললেন, "আমার মায়ের খুব ইচ্ছে আমি কবিতা নিয়ে কিছু একটা করি। জীবনের শুরুতে কবিতাকেই সম্বল করেছিলাম। মা বলল, কবিতা নিয়ে কিছু করবি না? তাই অনেকটা মায়ের ইচ্ছেতেই..."এছাড়াও বিভিন্ন ধারাবাহিক থেকে ডাক পাচ্ছেন অবন্তিকা। বললেন, "চরিত্রটার সম্পর্কে শুনে মনে হয়েছিল, রসগোল্লার ক্ষীরোদামণির মতোই একটা চরিত্র।" কিন্তু সেই চরিত্র করলেন না অবন্তিকা। কেন?
অবন্তিকা বললেন, "পাভেলদা (রসগোল্লা ছবির পরিচালক) এখন মানা করেছে একই ধরনের চরিত্র করতে। না হলে স্টিরিয়োটাইপ হয়ে যাব। আমি পাভেলদার গাইডেন্সেই চলছি। তাছাড়া, লেখাপড়া করতে করতে ধারাবাহিকে কাজ করা খুব কঠিন।"
ক্লাস টুয়েলভের ছাত্রী অবন্তিকা। সামনেই তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই এই মুহূর্তে লেখাপড়াকেই পাখির চোখ করেছেন অভিনেত্রী। কিন্তু বসে থাকলে তো হবে না। লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যেতে হবে ক্রিয়েটিভিটিও। পুরোদমে অভিনয়ে না নামলেও ক্যামেরার পেছন থেকে কাজ করে যেতে চাইছেন অবন্তিকা। বললেন, "আগে লেখাপড়া শেষ করব। ক্লাস টুয়েলভের পরীক্ষাটা ভালো করে দিতে হবে। গ্র্যাজুয়েট হতে হবে। মেগা সিরিয়ালের কাজ করতে করতে লেখাপড়া করা খুব কঠিন। এর মাঝে বসে থাকব কেন ! আবৃত্তি, চিত্রনাট্য লেখা, কবিতা লেখা, এসব থাকবে। আইকন বাই কমের সঙ্গে যুক্ত আছি। ওঁরা আমার পরিচিত গ্রুপ। লেখাপড়াকে ক্ষতিগ্রস্ত না করে, সুযোগ-সুবিধা বুঝে, আমার ইচ্ছে মতো কাজ করতে পারব। সেই সঙ্গে লোভনীয় কোনও চরিত্র পেলে অবশ্যই করব।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">