ETV Bharat / sitara

Kiara Advani New look : নতুন ফটোশ্যুটের ভিডিয়োয় অনুরাগীদের মনে আগুন জ্বালালেন কিয়ারা - Kiara Advani latest pictures

নিজের নতুন ফ্য়াশন ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের মন মাতালেন অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani latest Photo shoot ) ৷

Kiara Advani New look
নতুন ফটোশ্যুটের ভিডিয়ো অনুরাগীদের মনে আগুন জ্বালালেন কিয়ারা
author img

By

Published : Feb 5, 2022, 4:18 PM IST

মুম্বই, 5 ফেব্রুয়ারি: নিজের নতুন ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের মনে ঝড় তুলে দিলেন বলিসুন্দরী কিয়ারা আদবানি (Kiara Advani latest pictures ) ৷ উন্মুক্ত পিঠ আর ঝলমলে পোশাকে ভিডিয়োতে রীতিমত মোহময়ী হয়ে উঠেছেন তিনি ৷ তবে পর্দার পিছনের এই ভিডিয়োটি তাঁর ঠিক কোন আসন্ন প্রোজেক্টের, তা অবশ্য এখনও জানা যায়নি ৷ শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন কিয়ারা ৷

কিন্তু ভিডিওটির জন্য কোনও ক্যাপশনই দেননি অভিনেত্রী ৷ কেবল ব্যবহার করেছেন কয়েকটা 'স্পার্কলিং' ইমোজি ৷ এই বলি সুন্দরীকে আগামিদিনে পর্দায় দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে ৷ ছবির নাম 'ভুল ভুলাইয়া-2'৷ ছবির পরিচালনা করছেন আনিস বাজমী, ছবিতে রয়েছেন টাব্বুও ৷ কাহিনি লিখেছেন ফারহাদ সামজি এবং আকাশ কৌশিক ৷ ছবিটি অক্ষয় কুমার এবং বিদ্যাবালনের অন্যতম মেগাহিট 'ভুল ভুলাইয়া'-রই পরবর্তী পর্ব ৷

আরও পড়ুন :'গেহরাইয়াঁ'-র প্রমোশনে তিলমাত্র খামতি রাখতে নারাজ অনন্যা

নতুন বছরের প্রথম ছবি পর্দায় আসতে এখনও বেশ অনেকটাই দেরি, তবে তা বলে ফ্যান-ফলোয়ারদের বঞ্চিত করলেন না কিয়ারা ৷ তাঁর চার সেকেন্ডের ভিডিয়োই রীতিমত কাঁপন ধরাল স্য়োশাল মিডিয়ায় নেটিজেনদের বুকে ৷

মুম্বই, 5 ফেব্রুয়ারি: নিজের নতুন ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের মনে ঝড় তুলে দিলেন বলিসুন্দরী কিয়ারা আদবানি (Kiara Advani latest pictures ) ৷ উন্মুক্ত পিঠ আর ঝলমলে পোশাকে ভিডিয়োতে রীতিমত মোহময়ী হয়ে উঠেছেন তিনি ৷ তবে পর্দার পিছনের এই ভিডিয়োটি তাঁর ঠিক কোন আসন্ন প্রোজেক্টের, তা অবশ্য এখনও জানা যায়নি ৷ শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন কিয়ারা ৷

কিন্তু ভিডিওটির জন্য কোনও ক্যাপশনই দেননি অভিনেত্রী ৷ কেবল ব্যবহার করেছেন কয়েকটা 'স্পার্কলিং' ইমোজি ৷ এই বলি সুন্দরীকে আগামিদিনে পর্দায় দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে ৷ ছবির নাম 'ভুল ভুলাইয়া-2'৷ ছবির পরিচালনা করছেন আনিস বাজমী, ছবিতে রয়েছেন টাব্বুও ৷ কাহিনি লিখেছেন ফারহাদ সামজি এবং আকাশ কৌশিক ৷ ছবিটি অক্ষয় কুমার এবং বিদ্যাবালনের অন্যতম মেগাহিট 'ভুল ভুলাইয়া'-রই পরবর্তী পর্ব ৷

আরও পড়ুন :'গেহরাইয়াঁ'-র প্রমোশনে তিলমাত্র খামতি রাখতে নারাজ অনন্যা

নতুন বছরের প্রথম ছবি পর্দায় আসতে এখনও বেশ অনেকটাই দেরি, তবে তা বলে ফ্যান-ফলোয়ারদের বঞ্চিত করলেন না কিয়ারা ৷ তাঁর চার সেকেন্ডের ভিডিয়োই রীতিমত কাঁপন ধরাল স্য়োশাল মিডিয়ায় নেটিজেনদের বুকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.