ETV Bharat / sitara

Khushi Kapoor On Sridevi Death Anniversary : চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মা শ্রীদেবীকে স্মরণ করে আবেগি ছবি পোস্ট করলেন খুশি কাপুর - khushi kapoor shares a throwback picture on mothers death anniversary

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে পুরোনো ছবি পোস্ট করে মা শ্রীদেবীকে স্মরণ করলেন অভিনেত্রীর ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor remembers her mother Sridevi on her Fourth Death Anniversary) ৷

Sridevi Death Anniversary
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মা শ্রীদেবীকে স্মরণ করে আবেগি ছবি পোস্ট করলেন খুশি কাপুর
author img

By

Published : Feb 24, 2022, 10:40 AM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি : কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে পুরানো একটি ছবি দিয়ে তাঁকে স্মরণ করলেন অভিনেত্রীর ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor remembers her mother Sridevi on her Fourth Death Anniversary) ৷ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরি মায়ের সঙ্গে তাঁর ছেলেবেলার একটি ছবি শেয়ার করছেন তিনি ৷ ছবিতে দেখা যায় মায়ের কোলে বসে আনন্দে ক্য়ামেরার জন্য় পোজ দিচ্ছেন ছোট্ট খুশি ৷

ছবিতে অবশ্য় কোনও ক্যাপশন নেই, তবে ছবির সঙ্গে একটি ইমোজি শেয়ার করেছেন খুশি, হৃদয়ের এই ইমোজিই বুঝিয়ে দেয় আজকের দিনে মায়ের অভাব কতখানি বোধ করছেন তিনি ৷ 2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতেই দুবাই গিয়েছিলেন তিনি ৷ 1996 সালে বনি কাপুরের সঙ্গে দাম্পত্য়জীবন শুরু করেছিলেন শ্রীদেবী ৷ তাঁদের দুই সন্তান জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর ৷

আরও পড়ুন : পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ?

শ্রীদেবীর মূল নাম অবশ্য় শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান, জন্ম 1963 সালে ৷ হিন্দি ইন্ডাস্ট্রিকে 'চাঁদনি', 'মিস্টার ইন্ডিয়া', 'নাগিনা'-র মত অজস্র হিট ছবি দিয়েছিলেন তিনি ৷ এমনকি শেষ ছবি 'মম'-এও তাঁর অভিনয় দিয়ে জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী ৷

মুম্বই, 24 ফেব্রুয়ারি : কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে পুরানো একটি ছবি দিয়ে তাঁকে স্মরণ করলেন অভিনেত্রীর ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor remembers her mother Sridevi on her Fourth Death Anniversary) ৷ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরি মায়ের সঙ্গে তাঁর ছেলেবেলার একটি ছবি শেয়ার করছেন তিনি ৷ ছবিতে দেখা যায় মায়ের কোলে বসে আনন্দে ক্য়ামেরার জন্য় পোজ দিচ্ছেন ছোট্ট খুশি ৷

ছবিতে অবশ্য় কোনও ক্যাপশন নেই, তবে ছবির সঙ্গে একটি ইমোজি শেয়ার করেছেন খুশি, হৃদয়ের এই ইমোজিই বুঝিয়ে দেয় আজকের দিনে মায়ের অভাব কতখানি বোধ করছেন তিনি ৷ 2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতেই দুবাই গিয়েছিলেন তিনি ৷ 1996 সালে বনি কাপুরের সঙ্গে দাম্পত্য়জীবন শুরু করেছিলেন শ্রীদেবী ৷ তাঁদের দুই সন্তান জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর ৷

আরও পড়ুন : পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ?

শ্রীদেবীর মূল নাম অবশ্য় শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান, জন্ম 1963 সালে ৷ হিন্দি ইন্ডাস্ট্রিকে 'চাঁদনি', 'মিস্টার ইন্ডিয়া', 'নাগিনা'-র মত অজস্র হিট ছবি দিয়েছিলেন তিনি ৷ এমনকি শেষ ছবি 'মম'-এও তাঁর অভিনয় দিয়ে জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.