ETV Bharat / sitara

kaushik churni marriage anniversary: চূর্ণীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট, বিবাহবার্ষিকীতে কৃতজ্ঞতা কৌশিকের

চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নব বরবধূ বেশে (wedding photo of kaushik ganguly and churni ganguly) ছবি পোস্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik churni marriage anniversary)৷ বিবাহবার্ষিকীতে কৃতজ্ঞতা জানালেন সবাইকে ৷

kaushik ganguly shares his wedding photo with churni ganguly on their marriage anniversary
চূর্ণীর সঙ্গে বিয়ের সাজের ছবি পোস্ট, বিবাহবার্ষিকীতে কৃতজ্ঞতা কৌশিকের
author img

By

Published : Jan 16, 2022, 3:35 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: শুধু স্ত্রী নন, চূর্ণী গঙ্গোপাধ্যায় যে তাঁর জীবনের চালিকাশক্তি, তা আগেও বহুবার জানিয়েছেন প্রখ্যাত চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik churni marriage anniversary) ৷ দিনকয়েক আগে, স্ত্রীর জন্মদিনেও চূর্ণীর উদ্দেশে তিনি লিখেছিলেন, "আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি ।" এবার জীবনের এই সবচেয়ে কাছের মানুষটিকে সামাজিক ভাবে নিজের করে পাওয়ার দিনকে উদযাপন করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ বিবাহবার্ষিকীতে সবাইকে জানালেন কৃতজ্ঞতা ৷

এই বিশেষ দিনে তাঁদের বিয়ের একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন কৌশিক (wedding photo of kaushik ganguly and churni ganguly)৷ সেই ছবিতে তাঁকে ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে চেনার উপায় নেই ৷ নব বরবধূর বেশে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে তাঁদের ৷ রোগা ছিপছিপে লম্বা চেহারার কৌশিক গঙ্গোপাধ্য়ায় বরবেশে দাঁড়িয়ে চূর্ণীর পাশে ৷ আর মাথায় ফুলের মুকুট, গলায় রজনীগন্ধার মালা পরে লাল টুকটুকে বধূর রূপে এক গাল হাসছেন চূর্ণী ৷ এই ছবি মন জয় করে নিয়েছে ভক্তদের ৷

  • পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেদের মতো করেই আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। আপনাদের এতো ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। @utterlyChurni @youganguly pic.twitter.com/jnS3Uf5bWs

    — Kaushik Ganguly (@KGunedited) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

ক্যাপশনে চিত্রনির্মাতা (kaushik ganguly shares his wedding photo) লিখেছেন, "পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেদের মতো করেই আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি । কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার পথ চলা শুরু করি । আজ আমাদের বিবাহবার্ষিকী । আপনাদের এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা ।"

আরও পড়ুন: কোরোনার ভ্যাকসিন পরীক্ষায় হিউম্যান ট্রায়াল হবেন চূর্ণী, গর্বিত ছেলে উজান

গত নভেম্বর মাসে অভিনেত্রী স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পোস্ট করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছিলেন, "আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি । কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এত ক্ষমতা ছিল ! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে । আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা । আরো অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলবো । অনেক অনেক আদর । শুভ জন্মদিন ৷"

কলকাতা, 16 জানুয়ারি: শুধু স্ত্রী নন, চূর্ণী গঙ্গোপাধ্যায় যে তাঁর জীবনের চালিকাশক্তি, তা আগেও বহুবার জানিয়েছেন প্রখ্যাত চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik churni marriage anniversary) ৷ দিনকয়েক আগে, স্ত্রীর জন্মদিনেও চূর্ণীর উদ্দেশে তিনি লিখেছিলেন, "আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি ।" এবার জীবনের এই সবচেয়ে কাছের মানুষটিকে সামাজিক ভাবে নিজের করে পাওয়ার দিনকে উদযাপন করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ বিবাহবার্ষিকীতে সবাইকে জানালেন কৃতজ্ঞতা ৷

এই বিশেষ দিনে তাঁদের বিয়ের একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন কৌশিক (wedding photo of kaushik ganguly and churni ganguly)৷ সেই ছবিতে তাঁকে ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে চেনার উপায় নেই ৷ নব বরবধূর বেশে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে তাঁদের ৷ রোগা ছিপছিপে লম্বা চেহারার কৌশিক গঙ্গোপাধ্য়ায় বরবেশে দাঁড়িয়ে চূর্ণীর পাশে ৷ আর মাথায় ফুলের মুকুট, গলায় রজনীগন্ধার মালা পরে লাল টুকটুকে বধূর রূপে এক গাল হাসছেন চূর্ণী ৷ এই ছবি মন জয় করে নিয়েছে ভক্তদের ৷

  • পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেদের মতো করেই আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। আপনাদের এতো ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। @utterlyChurni @youganguly pic.twitter.com/jnS3Uf5bWs

    — Kaushik Ganguly (@KGunedited) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

ক্যাপশনে চিত্রনির্মাতা (kaushik ganguly shares his wedding photo) লিখেছেন, "পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেদের মতো করেই আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি । কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার পথ চলা শুরু করি । আজ আমাদের বিবাহবার্ষিকী । আপনাদের এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা ।"

আরও পড়ুন: কোরোনার ভ্যাকসিন পরীক্ষায় হিউম্যান ট্রায়াল হবেন চূর্ণী, গর্বিত ছেলে উজান

গত নভেম্বর মাসে অভিনেত্রী স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পোস্ট করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছিলেন, "আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি । কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এত ক্ষমতা ছিল ! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে । আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা । আরো অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলবো । অনেক অনেক আদর । শুভ জন্মদিন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.