ETV Bharat / sitara

Katrina Kaif shares photo of hands with bridal mehndi : বিয়ের মেহন্দির ক্লোজ-আপ ছবি পোস্ট, কী বার্তা দিলেন ক্যাটরিনা ? - ক্যাটরিনা কাইফের মেহেন্দি

বিয়ের মেহন্দিতে সাজানো দুটি হাতের ক্লোজ-আপ ছবি পোস্ট করলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif shares photo of hands with bridal mehndi)৷ তবে সেই ছবি দেখে ভক্তরা নিশ্চিত যে, ভিকি কৌশল (Vicky Kaushal Katrina Kaif wedding) ও ক্যাটরিনা (Katrina Kaif instagram post) মধুচন্দ্রিমা সেরে এসেছেন মালদ্বীপে ৷

Katrina Kaif shares beautiful photograph of her hands decorated with bridal mehndi
বিয়ের মেহেন্দির ক্লোজ-আপ ছবি পোস্ট, কী বার্তা দিলেন ক্যাটরিনা ?
author img

By

Published : Dec 19, 2021, 11:55 AM IST

মুম্বই, 19 ডিসেম্বর : লোকচক্ষুর আড়ালে থেকেই বিয়েটা সেরে ফেলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal Katrina Kaif wedding) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif shares photo of hands with bridal mehndi)৷ বিয়ের পর দেখা দিয়েছেন ভক্তদের ৷ শেয়ার করেছেন বিলাসবহুল রাজকীয় বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ছবি ৷ এ বার নিজের মেহন্দি-পরা দুটি হাত ভক্তদের সামনে তুলে ধরলেন টাইগার জিন্দা হ্যায়ের অভিনেত্রী ৷ সেই ছবি দেখে নিজেদের মতো করে নানা ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন নেট নাগরিকরা ৷ তবে ক্যাটসুন্দরীর ব্রাইডাল মেহন্দির তারিফ করতে কেউ ভোলেননি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর মেহন্দি-পরা দুটি হাতের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif instagram post)৷ মেহন্দির অপূর্ব সুন্দর ডিজাইন মন জয় করে নিয়েছে তাঁর ভক্তদের ৷ ছবিটির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে নীল সমুদ্র ৷ এর থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন নেট নাগরিকরা ৷

তাঁদের দাবি, ভিক্যাটের হানিমুনে যাওয়ার খবরটা তাহলে সত্যি ৷ এই ছবিই বলে দিচ্ছে যে এটি তোলা হয়েছে মালদ্বীপে ৷ এক ভক্ত লিখেছেন, "তাহলে এটা মালদ্বীপ...৷" একজন ভক্ত আবার ক্যাটের হাতের মেহন্দিতে খুঁজে বেড়িয়েছেন ভিকির (Vicky Kaushal marriage) নাম ৷ অভিনেত্রীর মেহন্দির ছবি দেখে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তাঁর বন্ধু নেহা ধুপিয়া, অভিনেত্রী প্রীতি জিন্টা ও জোয়া আখতার-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: Vicky Katrina Lands in Mumbai : মুম্বইয়ে ফিরলেন ভিক্যাট, নজর কাড়লেন নবদম্পতি

খবর রটেছিল যে, রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেনসেস ফোর্টে 9 ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন বলিউডের এই তারকা জুটি ৷ বিবাহস্থল থেকেই একটি চপারে জয়পুর বিমানবন্দরের দিকে উড়ে যেতে দেখা গিয়েছিল তাঁদের ৷ তার দিনকয়েক পর তাঁরা ফেরেন মুম্বইতে ৷ ক্যাটরিনা ও ভিকি তাঁদের আন্ধেরির বাড়িতেই ফিরেছেন ৷ তবে জুহুতে শিগগিরই তাঁরা নিজেদের অ্যাপার্টমেন্টে যেতে চলেছেন বলে খবর ৷ প্রতিবেশী হতে চলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ৷

আরও পড়ুন: Vickat Haldi Pics : প্রেমের রং হলুদ ! ভিক্যাটের গায়ে হলুদের ছবিতে মজল নেটদুনিয়া

মুম্বই, 19 ডিসেম্বর : লোকচক্ষুর আড়ালে থেকেই বিয়েটা সেরে ফেলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal Katrina Kaif wedding) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif shares photo of hands with bridal mehndi)৷ বিয়ের পর দেখা দিয়েছেন ভক্তদের ৷ শেয়ার করেছেন বিলাসবহুল রাজকীয় বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ছবি ৷ এ বার নিজের মেহন্দি-পরা দুটি হাত ভক্তদের সামনে তুলে ধরলেন টাইগার জিন্দা হ্যায়ের অভিনেত্রী ৷ সেই ছবি দেখে নিজেদের মতো করে নানা ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন নেট নাগরিকরা ৷ তবে ক্যাটসুন্দরীর ব্রাইডাল মেহন্দির তারিফ করতে কেউ ভোলেননি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর মেহন্দি-পরা দুটি হাতের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif instagram post)৷ মেহন্দির অপূর্ব সুন্দর ডিজাইন মন জয় করে নিয়েছে তাঁর ভক্তদের ৷ ছবিটির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে নীল সমুদ্র ৷ এর থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন নেট নাগরিকরা ৷

তাঁদের দাবি, ভিক্যাটের হানিমুনে যাওয়ার খবরটা তাহলে সত্যি ৷ এই ছবিই বলে দিচ্ছে যে এটি তোলা হয়েছে মালদ্বীপে ৷ এক ভক্ত লিখেছেন, "তাহলে এটা মালদ্বীপ...৷" একজন ভক্ত আবার ক্যাটের হাতের মেহন্দিতে খুঁজে বেড়িয়েছেন ভিকির (Vicky Kaushal marriage) নাম ৷ অভিনেত্রীর মেহন্দির ছবি দেখে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তাঁর বন্ধু নেহা ধুপিয়া, অভিনেত্রী প্রীতি জিন্টা ও জোয়া আখতার-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: Vicky Katrina Lands in Mumbai : মুম্বইয়ে ফিরলেন ভিক্যাট, নজর কাড়লেন নবদম্পতি

খবর রটেছিল যে, রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেনসেস ফোর্টে 9 ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন বলিউডের এই তারকা জুটি ৷ বিবাহস্থল থেকেই একটি চপারে জয়পুর বিমানবন্দরের দিকে উড়ে যেতে দেখা গিয়েছিল তাঁদের ৷ তার দিনকয়েক পর তাঁরা ফেরেন মুম্বইতে ৷ ক্যাটরিনা ও ভিকি তাঁদের আন্ধেরির বাড়িতেই ফিরেছেন ৷ তবে জুহুতে শিগগিরই তাঁরা নিজেদের অ্যাপার্টমেন্টে যেতে চলেছেন বলে খবর ৷ প্রতিবেশী হতে চলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ৷

আরও পড়ুন: Vickat Haldi Pics : প্রেমের রং হলুদ ! ভিক্যাটের গায়ে হলুদের ছবিতে মজল নেটদুনিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.