ETV Bharat / sitara

Katrina Kaif hugs Vicky Kaushal : বিমানবন্দরে ছাড়তে গিয়ে ভিকিকে উষ্ণ আলিঙ্গন ক্যাটের, ভাইরাল ভিডিয়ো - ভিকি ক্যাটরিনার ভিডিয়ো ভাইরাল

নতুন বছরের প্রথম দিনটা স্ত্রীর সঙ্গে কাটিয়ে ইন্দোরে ফিরলেন ভিকি কৌশল (vicky katrina spotted)৷ তাঁকে ছাড়তে বিমানবন্দরে যান ক্যাটরিনা কাইফ ৷ হাবিকে উষ্ণ আলিঙ্গনে (Katrina Kaif hugs Vicky Kaushal) বিদায় জানান তিনি ৷ সেই ভিডিয়ো ভাইরাল (viral video of Katrina Kaif Vicky Kaushal) হয়েছে ৷

katrina-kaif-hugs-vicky-kaushal-as-she-drops-him-at-airport video gets viral
বিমানবন্দরে ভিকিকে উষ্ণ আলিঙ্গনে বিদায় ক্যাটের, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Jan 2, 2022, 1:45 PM IST

Updated : Jan 2, 2022, 2:25 PM IST

মুম্বই, 2 জানুয়ারি: বছরের প্রথম দিনটা একসঙ্গে কাটিয়েছেন ৷ তবে শুটিং-এ ফিরতে রাতেই মুম্বই ছাড়লেন বলিউডের অভিনেতা ভিকি কৌশল (vicky katrina spotted)৷ তাঁকে বিমানবন্দরে ছাড়তে গেলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী ক্যাটরিনা কাইফ ৷ উষ্ণ আলিঙ্গনে হাবিকে বিদায় জানালেন ৷ নবদম্পতির এই একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

রাজস্থানে রূপকথার বিয়ের পর মালদ্বীপে ঝটিকা সফরে মধুচন্দ্রিমা ৷ অল্প কয়েকদিনের মধ্যে সবকিছু সেরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ শুরু হয়ে গিয়েছে শুটিং ৷ তবে ব্যস্ত শেডিউলের ফাঁকে উৎসবের মরসুমটা একসঙ্গেই কাটালেন তারকা জুটি (vicky kaushal katrina kaif spotted)৷ নতুন বছরের প্রথম রাতেই ইন্দোর রওনা হতে হয়েছে ভিকিকে ৷ সেখানে চলছে তাঁর আপকামিং ফিল্ম লুকা ছুপি 2-এর শুটিং ৷

আরও পড়ুন: Sushant Singh Rajput New Year wish : ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা, সুশান্ত ফিরে এসেছে !

শনিবার রাতে মুম্বই বিমানবন্দরে তাঁকে ছাড়তে যান ক্যাটরিনা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় (viral video of Katrina Kaif Vicky Kaushal) দেখা গিয়েছে, ক্যাটরিনার পরনে সিল্কের কমলা নাইটস্য়ুট আর মুখে মাস্ক ৷ ভিকি পরেছিলেন বাদামি রঙের একটি সোয়েটশার্ট ও সঙ্গে ডেনিম ৷ গাড়ি থেকে নামার আগে উষ্ণ আলিঙ্গনে (Katrina Kaif hugs Vicky Kaushal at airport) ভিকিকে বিদায় জানান ক্যাটরিনা ৷ এরপর গাড়ি থেকে নেমে রওনা দেন উরির অভিনেতা ৷

আরও পড়ুন: Vicky Kaushal bike ride : সারাকে নিয়ে ভুয়ো নম্বর প্লেটের বাইকে ভিকি, থানায় অভিযোগ

ইন্দোরে লুকা ছুপি 2-এর শুটিং ছাড়াও ভিকির হাতে রয়েছে আরও কয়েকটি ছবির কাজ ৷ তিনি মেঘনা গুলজারের স্যাম বাহাদুর (Sam Bahadur) ছবির প্রস্তুতিও শুরু করেছেন ৷ ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের বায়োপিকে ভিকি ছাড়াও রয়েছেন দঙ্গল অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ ৷ বিয়ের পর্ব সেরে শুটিঙে ফিরেছেন ক্যাটরিনাও ৷ বিজয় সেতুপথির ছবি মেরি ক্রিসমাসের শুটিং চলছে তাঁর ৷ এ ছাড়াও সলমন খানের টাইগার থ্রি (Tiger 3) ও ফারহান আখতারের জি লে জরার (Jee Le Zara) কাজও রয়েছে তাঁর হাতে ৷

বিমানবন্দরে ভিক্যাট

আরও পড়ুন: RRR release date delayed : তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, স্থগিত 450 কোটি টাকা ব্যয়ে তৈরি RRR-এর মুক্তি

মুম্বই, 2 জানুয়ারি: বছরের প্রথম দিনটা একসঙ্গে কাটিয়েছেন ৷ তবে শুটিং-এ ফিরতে রাতেই মুম্বই ছাড়লেন বলিউডের অভিনেতা ভিকি কৌশল (vicky katrina spotted)৷ তাঁকে বিমানবন্দরে ছাড়তে গেলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী ক্যাটরিনা কাইফ ৷ উষ্ণ আলিঙ্গনে হাবিকে বিদায় জানালেন ৷ নবদম্পতির এই একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

রাজস্থানে রূপকথার বিয়ের পর মালদ্বীপে ঝটিকা সফরে মধুচন্দ্রিমা ৷ অল্প কয়েকদিনের মধ্যে সবকিছু সেরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ শুরু হয়ে গিয়েছে শুটিং ৷ তবে ব্যস্ত শেডিউলের ফাঁকে উৎসবের মরসুমটা একসঙ্গেই কাটালেন তারকা জুটি (vicky kaushal katrina kaif spotted)৷ নতুন বছরের প্রথম রাতেই ইন্দোর রওনা হতে হয়েছে ভিকিকে ৷ সেখানে চলছে তাঁর আপকামিং ফিল্ম লুকা ছুপি 2-এর শুটিং ৷

আরও পড়ুন: Sushant Singh Rajput New Year wish : ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা, সুশান্ত ফিরে এসেছে !

শনিবার রাতে মুম্বই বিমানবন্দরে তাঁকে ছাড়তে যান ক্যাটরিনা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় (viral video of Katrina Kaif Vicky Kaushal) দেখা গিয়েছে, ক্যাটরিনার পরনে সিল্কের কমলা নাইটস্য়ুট আর মুখে মাস্ক ৷ ভিকি পরেছিলেন বাদামি রঙের একটি সোয়েটশার্ট ও সঙ্গে ডেনিম ৷ গাড়ি থেকে নামার আগে উষ্ণ আলিঙ্গনে (Katrina Kaif hugs Vicky Kaushal at airport) ভিকিকে বিদায় জানান ক্যাটরিনা ৷ এরপর গাড়ি থেকে নেমে রওনা দেন উরির অভিনেতা ৷

আরও পড়ুন: Vicky Kaushal bike ride : সারাকে নিয়ে ভুয়ো নম্বর প্লেটের বাইকে ভিকি, থানায় অভিযোগ

ইন্দোরে লুকা ছুপি 2-এর শুটিং ছাড়াও ভিকির হাতে রয়েছে আরও কয়েকটি ছবির কাজ ৷ তিনি মেঘনা গুলজারের স্যাম বাহাদুর (Sam Bahadur) ছবির প্রস্তুতিও শুরু করেছেন ৷ ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের বায়োপিকে ভিকি ছাড়াও রয়েছেন দঙ্গল অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ ৷ বিয়ের পর্ব সেরে শুটিঙে ফিরেছেন ক্যাটরিনাও ৷ বিজয় সেতুপথির ছবি মেরি ক্রিসমাসের শুটিং চলছে তাঁর ৷ এ ছাড়াও সলমন খানের টাইগার থ্রি (Tiger 3) ও ফারহান আখতারের জি লে জরার (Jee Le Zara) কাজও রয়েছে তাঁর হাতে ৷

বিমানবন্দরে ভিক্যাট

আরও পড়ুন: RRR release date delayed : তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, স্থগিত 450 কোটি টাকা ব্যয়ে তৈরি RRR-এর মুক্তি

Last Updated : Jan 2, 2022, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.