ETV Bharat / sitara

মাতৃদিবস উপলক্ষে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা - তৈমুর আলি খান

করিনা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যাতে তৈমুর আলি খান তার ছোট ভাইকে কোলে নিয়ে বসে আছে ৷ মাতৃদিবসের এই বিশেষ দিনে করিনা যে শুধু তাঁর দ্বিতীয় সন্তানের ছবি ভক্তদের উপহার দিয়েছেন তাই নয় , ছবির ক্যাপশনেও ছিল এই দিন উদযাপনের জন্য এক বিশেষ বার্তা ৷

মাতৃদিবস উপলক্ষে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা
মাতৃদিবস উপলক্ষে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা
author img

By

Published : May 9, 2021, 12:39 PM IST

হায়দরাবাদ, 9 মে : আজ আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে করিনা কাপুর খান তাঁর ভক্তদের দিলেন এক মিষ্টি উপহার ৷ এই প্রথম তাঁদের দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করলেন ৷

করিনা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যাতে তৈমুর আলি খান তার ছোট ভাইকে কোলে নিয়ে বসে আছে ৷ মাতৃদিবসের এই বিশেষ দিনে করিনা যে শুধু তাঁর দ্বিতীয় সন্তানের ছবি ভক্তদের উপহার দিয়েছেন তাই নয় , ছবির ক্যাপশনেও ছিল এই দিন উদযাপনের জন্য এক বিশেষ বার্তা ৷

তৈমুর এবং তাঁর ভাইয়ের ছবির ক্যাপশনে লেখা ছিল, "এখন আশার উপরই গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে, আর এই দুজন আমায় আশা যোগায়... একটা ভাল ভবিয্যতের জন্য ৷ সব মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা ৷ বিশ্বাস বজায় রাখুন ৷ (आज उम्मीद पे पूरी दुनिया कायम है, And these two give me hope... for a better tomorrow ❤️❤️ Happy Mother’s Day to all you beautiful, strong mothers out there... 💌 Keep the faith... 🧚🏻‍♀️)"

দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকেই সইফ-করিনা দু’জনেই গোপনীয়তা বজায় রেখেছিলেন ৷ এখনও পর্যন্ত তাঁরা তাঁদের ছেলের কোনও ছবি কোথাও প্রকাশ করেননি ৷ এই প্রথম করিনা তাঁদের ছোট ছেলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন ৷

আরও পড়ুন :করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ফারহান আখতার

হায়দরাবাদ, 9 মে : আজ আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে করিনা কাপুর খান তাঁর ভক্তদের দিলেন এক মিষ্টি উপহার ৷ এই প্রথম তাঁদের দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করলেন ৷

করিনা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যাতে তৈমুর আলি খান তার ছোট ভাইকে কোলে নিয়ে বসে আছে ৷ মাতৃদিবসের এই বিশেষ দিনে করিনা যে শুধু তাঁর দ্বিতীয় সন্তানের ছবি ভক্তদের উপহার দিয়েছেন তাই নয় , ছবির ক্যাপশনেও ছিল এই দিন উদযাপনের জন্য এক বিশেষ বার্তা ৷

তৈমুর এবং তাঁর ভাইয়ের ছবির ক্যাপশনে লেখা ছিল, "এখন আশার উপরই গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে, আর এই দুজন আমায় আশা যোগায়... একটা ভাল ভবিয্যতের জন্য ৷ সব মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা ৷ বিশ্বাস বজায় রাখুন ৷ (आज उम्मीद पे पूरी दुनिया कायम है, And these two give me hope... for a better tomorrow ❤️❤️ Happy Mother’s Day to all you beautiful, strong mothers out there... 💌 Keep the faith... 🧚🏻‍♀️)"

দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকেই সইফ-করিনা দু’জনেই গোপনীয়তা বজায় রেখেছিলেন ৷ এখনও পর্যন্ত তাঁরা তাঁদের ছেলের কোনও ছবি কোথাও প্রকাশ করেননি ৷ এই প্রথম করিনা তাঁদের ছোট ছেলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন ৷

আরও পড়ুন :করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ফারহান আখতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.