ETV Bharat / sitara

বেঙ্গালুরু মাদক পাচার চক্রে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রাগিনী - Kannad actress drug

মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী । আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর সকাল সাড়ে ছ'টা নাগাদ সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB)-এর একটি দল রাগিনীর বাড়িতে তল্লাশি চালায় । এরপর দীর্ঘক্ষণ তাঁকে জেরা করার পর গ্রেপ্তার করা হয় ।

kannad actress arrested
kannad actress arrested
author img

By

Published : Sep 4, 2020, 10:10 PM IST

বেঙ্গালুরু : মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB)-এর একটি দল রাগিনীর বাড়িতে তল্লাশি চালায় আজ । বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করে তাঁরা । এরপর জেরার জন্য অভিনেত্রীকে CCB দপ্তরে নিয়ে যান তদন্তকারী অফিসাররা । আর সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে ।

3 সেপ্টেম্বর রাগিনীকে তলব করা হলেও CCB-র অফিসে নিজে হাজির না হয়ে নিজের আইনজীবীকে পাঠান অভিনেত্রী । এর পরই CCB-র অফিসাররা আদালতের দ্বারস্থ হয়ে রাগিনীর বাড়িতে তল্লাশির আবেদন জানান । আর আজই তাঁরা গিয়ে পৌঁছন তাঁর বাড়ি ।

kannad actress arrested
.

বেঙ্গালুরু জয়েন্ট কমিশনার অফ পুলিশ সন্দীপ পাটিল IANS-কে জানিয়েছেন, "আমরা রাগিনীকে গ্রেপ্তার করেছি । বেআইনি মাদক চক্রে তাঁর ভূমিকা এবং ড্রাগ ডিলারদের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে তদন্ত চালাব আমরা ।"

কয়েকদিন আগেই রাগিনীর এক বন্ধু রবিকে গ্রেপ্তার করে CCB । তদন্তকারী অফিসারদের দাবি যে, জেরায় রবি অনেক তথ্য দিয়েছেন তাঁদের । আর তখনই রাগিনীর নাম উঠে এসেছে জেরায় ।

রাগিনীর জন্ম বেঙ্গালুরুতে । 2009-এ 'বীর মাদাকারি' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি । তাঁর হিট ছবিগুলোর মধ্যে রয়েছে 'কেম্পে গৌড়া', 'রাগিনী আইপিএস', 'শিবা', 'বাঙ্গারি' ।

বেঙ্গালুরু : মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB)-এর একটি দল রাগিনীর বাড়িতে তল্লাশি চালায় আজ । বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করে তাঁরা । এরপর জেরার জন্য অভিনেত্রীকে CCB দপ্তরে নিয়ে যান তদন্তকারী অফিসাররা । আর সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে ।

3 সেপ্টেম্বর রাগিনীকে তলব করা হলেও CCB-র অফিসে নিজে হাজির না হয়ে নিজের আইনজীবীকে পাঠান অভিনেত্রী । এর পরই CCB-র অফিসাররা আদালতের দ্বারস্থ হয়ে রাগিনীর বাড়িতে তল্লাশির আবেদন জানান । আর আজই তাঁরা গিয়ে পৌঁছন তাঁর বাড়ি ।

kannad actress arrested
.

বেঙ্গালুরু জয়েন্ট কমিশনার অফ পুলিশ সন্দীপ পাটিল IANS-কে জানিয়েছেন, "আমরা রাগিনীকে গ্রেপ্তার করেছি । বেআইনি মাদক চক্রে তাঁর ভূমিকা এবং ড্রাগ ডিলারদের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে তদন্ত চালাব আমরা ।"

কয়েকদিন আগেই রাগিনীর এক বন্ধু রবিকে গ্রেপ্তার করে CCB । তদন্তকারী অফিসারদের দাবি যে, জেরায় রবি অনেক তথ্য দিয়েছেন তাঁদের । আর তখনই রাগিনীর নাম উঠে এসেছে জেরায় ।

রাগিনীর জন্ম বেঙ্গালুরুতে । 2009-এ 'বীর মাদাকারি' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি । তাঁর হিট ছবিগুলোর মধ্যে রয়েছে 'কেম্পে গৌড়া', 'রাগিনী আইপিএস', 'শিবা', 'বাঙ্গারি' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.