ETV Bharat / sitara

Kangana Ranaut: জাভেদ আখতারের মামলায় হাজিরা না-দিলে কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - জাভেদ আখতারের মানহানি মামলা

কোভিড উপসর্গ দেখা দেওয়ায় তিনি জাভেদ আখতারের (Javed Akhtar) মানহানির মামলার (Defamation Case) শুনানিতে হাজিরা দিতে পারছেন না ৷ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) এই যুক্তি মেনে নিলেও তাঁকে সতর্ক করেছে মুম্বইয়ের আদালত ৷ পরের শুনানিতে উপস্থিত থাকতেই হবে অভিনেত্রীকে ৷ নাহলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হবে বলে জানিয়েছে আদালত (Mumbai Court) ৷

Kangana Ranaut
Kangana Ranaut
author img

By

Published : Sep 14, 2021, 5:19 PM IST

মুম্বই, 14 সেপ্টেম্বর: আদালতের কড়া বার্তার মুখে পড়তে হল বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) ৷ গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) দায়ের করা মানহানির (Defamation Case) মামলার শুনানিতে তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু তা থেকে অব্যাহতি পাওয়ার যে আর্জি মণিকর্ণিকা স্টার জানিয়েছিলেন, তা আজকের মতো মেনে নিয়েছে মুম্বইয়ের আদালত (Mumbai Court) ৷ তবে মামলার পরবর্তী শুনানির দিন তিনি সশরীরে আদালতে হাজিরা না-দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারক ৷

এই মামলার শুনানিতে কঙ্গনা রানাওয়াতের আইনজীবী আদালতের কাছে আর্জি জানান যে, শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিনেত্রীকে আজ হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক ৷ আদালতে বলিউডের কুইনের একটি মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করেন তাঁর আইনজীবী ৷ সেখানে বলা হয়েছে যে, নিজের ছবির প্রচারে ব্যস্ত কঙ্গনার শরীরে কোভিড 19-এর উপসর্গ দেখা দিয়েছে ৷

আরও পড়ুন: Kangana Ranaut: জাভেদ আখতারের মানহানি মামলায় আদালতে ধাক্কা কঙ্গনার

যদিও জাভেদ আখতারের আইনজীবী এ কথা মানতে চাননি ৷ তাঁর দাবি, চলতি বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে যতবারই কঙ্গনাকে সমন পাঠানো হয়েছে, তিনি তা এড়িয়েই গিয়েছেন ৷ দু‘পক্ষের সওয়াল জবাব শোনার পর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আরআর খান এ দিনের মতো কঙ্গনাকে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেন ৷ মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় 20 সেপ্টেম্বর ৷ সে দিনের শুনানিতেও যদি কঙ্গনা হাজিরা দিতে না-পারেন, তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানান বিচারক ৷

আরও পড়ুন: Parambrata Ritabhari :ঋতাভরীই কি পরম-সুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

গত সপ্তাহেও এই মামলায় আদালতে ধাক্কা খেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ গীতিকার জাভেদ আখতার তাঁর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, তা খারিজ করে দেওয়ার আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ তবে সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ এই আবেদন নিয়ে নির্দেশ গত 1 সেপ্টেম্বর রিজার্ভে রেখেছিলেন বিচারপতি রেবতী মোহিতে দেরে (Revati Mohite Dere) ৷ গত 9 সেপ্টেম্বর তিনি জানিয়ে দেন, কঙ্গনার পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত

সাংবাদিক অর্ণব গোস্বামীকে একটি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় কঙ্গনা রানাওয়াত জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন - এই অভিযোগে গত বছর নভেম্বর মাসে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ 2020 সালের ডিসেম্বর মাসে কঙ্গনার বিরুদ্ধে আখতারের সেই অভিযোগ খতিয়ে দেখতে জুহু পুলিশকে তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ সেই তদন্তের ভিত্তিতে ফৌজদারী ধারায় তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং চলতি বছর ফেব্রুয়ারি মাসে কঙ্গনাকে সমন পাঠানো হয় ৷

মুম্বই, 14 সেপ্টেম্বর: আদালতের কড়া বার্তার মুখে পড়তে হল বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) ৷ গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) দায়ের করা মানহানির (Defamation Case) মামলার শুনানিতে তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু তা থেকে অব্যাহতি পাওয়ার যে আর্জি মণিকর্ণিকা স্টার জানিয়েছিলেন, তা আজকের মতো মেনে নিয়েছে মুম্বইয়ের আদালত (Mumbai Court) ৷ তবে মামলার পরবর্তী শুনানির দিন তিনি সশরীরে আদালতে হাজিরা না-দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারক ৷

এই মামলার শুনানিতে কঙ্গনা রানাওয়াতের আইনজীবী আদালতের কাছে আর্জি জানান যে, শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিনেত্রীকে আজ হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক ৷ আদালতে বলিউডের কুইনের একটি মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করেন তাঁর আইনজীবী ৷ সেখানে বলা হয়েছে যে, নিজের ছবির প্রচারে ব্যস্ত কঙ্গনার শরীরে কোভিড 19-এর উপসর্গ দেখা দিয়েছে ৷

আরও পড়ুন: Kangana Ranaut: জাভেদ আখতারের মানহানি মামলায় আদালতে ধাক্কা কঙ্গনার

যদিও জাভেদ আখতারের আইনজীবী এ কথা মানতে চাননি ৷ তাঁর দাবি, চলতি বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে যতবারই কঙ্গনাকে সমন পাঠানো হয়েছে, তিনি তা এড়িয়েই গিয়েছেন ৷ দু‘পক্ষের সওয়াল জবাব শোনার পর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আরআর খান এ দিনের মতো কঙ্গনাকে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেন ৷ মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় 20 সেপ্টেম্বর ৷ সে দিনের শুনানিতেও যদি কঙ্গনা হাজিরা দিতে না-পারেন, তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানান বিচারক ৷

আরও পড়ুন: Parambrata Ritabhari :ঋতাভরীই কি পরম-সুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

গত সপ্তাহেও এই মামলায় আদালতে ধাক্কা খেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ গীতিকার জাভেদ আখতার তাঁর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, তা খারিজ করে দেওয়ার আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ তবে সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ এই আবেদন নিয়ে নির্দেশ গত 1 সেপ্টেম্বর রিজার্ভে রেখেছিলেন বিচারপতি রেবতী মোহিতে দেরে (Revati Mohite Dere) ৷ গত 9 সেপ্টেম্বর তিনি জানিয়ে দেন, কঙ্গনার পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত

সাংবাদিক অর্ণব গোস্বামীকে একটি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় কঙ্গনা রানাওয়াত জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন - এই অভিযোগে গত বছর নভেম্বর মাসে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ 2020 সালের ডিসেম্বর মাসে কঙ্গনার বিরুদ্ধে আখতারের সেই অভিযোগ খতিয়ে দেখতে জুহু পুলিশকে তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ সেই তদন্তের ভিত্তিতে ফৌজদারী ধারায় তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং চলতি বছর ফেব্রুয়ারি মাসে কঙ্গনাকে সমন পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.