ETV Bharat / sitara

সাতসকালে ঘোড়সওয়ারিতে ব্যস্ত কঙ্গনা, দিলেন পশুপ্রেমের বার্তা

সাতসকালে মাথায় টুপি ও পায়ে গাম্বুট পরে ঘোড়সওয়ারিতে বেরিয়ে পড়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ ইনস্টাগ্রামের পাতায় সেই ছবিই পোস্ট করলেন তিনি ৷

Kangana Ranaut shares photos from her horse riding session
ঘোড়সওয়ারিতে ব্যস্ত কঙ্গনা, দিলেন পশুপ্রেমের বার্তা
author img

By

Published : Jun 24, 2021, 5:50 PM IST

মুম্বই, 24 জুন : সাতসকালে ঘোড়সওয়ারিতে ব্যস্ত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ তাঁর সেই সেশনের ছবি শেয়ার করেছেন তিনি ৷ তুলে ধরেছেন তাঁর পশুপ্রেমের কথাও ৷

কয়েক বছর আগেই ঘোড়সওয়ারির প্রশিক্ষণ নিয়েছিলেন মণিকর্ণিকা স্টার কঙ্গনা রানাওয়াত ৷ সাতসকালে মাঝেমধ্যেই ঘোড়ার লাগাম হাতে নিয়ে ঘুরে বেড়ান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷ আজ তাঁর সেই ভালোবাসার কথা তুলে ধরতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেই ছবিতে মাথায় টুপি, পায়ে গাম্বুট ও হাতে গ্লাভস পরে বাদামি রঙের একটি ঘোড়ার যত্ন নিতে দেখা গিয়েছে তাঁকে ৷

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষের স্নেহ-ভালোবাসা পেতে আপনি হয়তো আপনার সবটা উজাড় করে দেন, কিন্তু একটা ভুল হলেই তাঁরা আপনার সম্পর্কে চিন্তাধারা বদলে ফেলেন ৷ অথচ একটা পশু যদি একবার তাঁকে হৃদয় দিয়ে ফেলে, তাহলে সে সবসময় সেই ব্যক্তির পাশে থাকে...আজকের সকালটা আমার মনোরম আলোকসজ্জার সঙ্গে ৷" মণিকর্ণিকা ফিল্মে ঘোড়ার পিঠে চেপে নানা স্টান্ট করতে দেখা গিয়েছে বলিউডের 'কুইন'কে ৷

আরও পড়ুন: জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের

বুধবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে নিজের আপকামিং সিনেমা নিয়ে নয়া আপডেট দিয়েছেনন অভিনেত্রী । এ বার তাঁকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় । যদিও তিনি আগেই জানিয়েছিলেন "ইমারজেন্সি" ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিক নয় । শুধুমাত্র ভারতের রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে তুলে ধরা হবে এই ফিল্মে । ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, "ইমারজেন্সির জার্নি আজ থেকে শুরু । আজ বডি স্ক্যান করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু হল ।"

আরও পড়ুন: ক্রীতদাসের নাম ইন্ডিয়া পাল্টে ফিরিয়ে আনা হোক ভারত, দাবি কঙ্গনার

বরাবরই নারীকেন্দ্রিক ফিল্মে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । পরবর্তীতে তাঁর হাতে রয়েছে ধাকাড়, থালাইভি এবং তেজসের মতো বিগ বাজেট ফিল্ম । জে জয়ললিতার বায়োপিক থালাইভির কাজ বহুদিন আগেই শেষ হয়েছে ৷ কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতির জন্য এই ফিল্ম এখনও মুক্তি পায়নি ।

আরও পড়ুন: সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত

ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন ৷ করোনা পরিস্থিতি, রাজনীতি থেকে বিনোদন - নানা বিষয়ে বরাবর সরব হয়েছেন তিনি ৷ বিতর্কিত মন্তব্য করে নিয়মভঙ্গের জন্য তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার ৷ বর্তমানে কু অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের আপডেট দেন কঙ্গনা রানাওয়াত ৷

মুম্বই, 24 জুন : সাতসকালে ঘোড়সওয়ারিতে ব্যস্ত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ তাঁর সেই সেশনের ছবি শেয়ার করেছেন তিনি ৷ তুলে ধরেছেন তাঁর পশুপ্রেমের কথাও ৷

কয়েক বছর আগেই ঘোড়সওয়ারির প্রশিক্ষণ নিয়েছিলেন মণিকর্ণিকা স্টার কঙ্গনা রানাওয়াত ৷ সাতসকালে মাঝেমধ্যেই ঘোড়ার লাগাম হাতে নিয়ে ঘুরে বেড়ান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷ আজ তাঁর সেই ভালোবাসার কথা তুলে ধরতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেই ছবিতে মাথায় টুপি, পায়ে গাম্বুট ও হাতে গ্লাভস পরে বাদামি রঙের একটি ঘোড়ার যত্ন নিতে দেখা গিয়েছে তাঁকে ৷

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষের স্নেহ-ভালোবাসা পেতে আপনি হয়তো আপনার সবটা উজাড় করে দেন, কিন্তু একটা ভুল হলেই তাঁরা আপনার সম্পর্কে চিন্তাধারা বদলে ফেলেন ৷ অথচ একটা পশু যদি একবার তাঁকে হৃদয় দিয়ে ফেলে, তাহলে সে সবসময় সেই ব্যক্তির পাশে থাকে...আজকের সকালটা আমার মনোরম আলোকসজ্জার সঙ্গে ৷" মণিকর্ণিকা ফিল্মে ঘোড়ার পিঠে চেপে নানা স্টান্ট করতে দেখা গিয়েছে বলিউডের 'কুইন'কে ৷

আরও পড়ুন: জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের

বুধবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে নিজের আপকামিং সিনেমা নিয়ে নয়া আপডেট দিয়েছেনন অভিনেত্রী । এ বার তাঁকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় । যদিও তিনি আগেই জানিয়েছিলেন "ইমারজেন্সি" ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিক নয় । শুধুমাত্র ভারতের রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে তুলে ধরা হবে এই ফিল্মে । ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, "ইমারজেন্সির জার্নি আজ থেকে শুরু । আজ বডি স্ক্যান করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু হল ।"

আরও পড়ুন: ক্রীতদাসের নাম ইন্ডিয়া পাল্টে ফিরিয়ে আনা হোক ভারত, দাবি কঙ্গনার

বরাবরই নারীকেন্দ্রিক ফিল্মে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । পরবর্তীতে তাঁর হাতে রয়েছে ধাকাড়, থালাইভি এবং তেজসের মতো বিগ বাজেট ফিল্ম । জে জয়ললিতার বায়োপিক থালাইভির কাজ বহুদিন আগেই শেষ হয়েছে ৷ কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতির জন্য এই ফিল্ম এখনও মুক্তি পায়নি ।

আরও পড়ুন: সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত

ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন ৷ করোনা পরিস্থিতি, রাজনীতি থেকে বিনোদন - নানা বিষয়ে বরাবর সরব হয়েছেন তিনি ৷ বিতর্কিত মন্তব্য করে নিয়মভঙ্গের জন্য তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার ৷ বর্তমানে কু অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের আপডেট দেন কঙ্গনা রানাওয়াত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.