ETV Bharat / sitara

2006-21, বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

author img

By

Published : Jun 27, 2021, 4:59 PM IST

নাবালিকা অবস্থায় বলিউডে কাজ শুরু থেকে থালাইভির ট্রেলার লঞ্চ ৷ কঙ্গনা রানাওয়াতের কেরিয়ারের নানা সাফল্য তুলে ধরে একটি ভিডিয়ো তৈরি করেছেন ফ্যানেরা ৷ সেই ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী ৷

kangana-ranaut-shares-a-video-of-what-growing-up-in-film-industry-looks-like
বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

হায়দরাবাদ, 27 জুন: তাঁকে নিয়ে যতই বিতর্ক থাক, তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা শোনা যায় তাঁর বিরোধীদের মুখেও ৷ ভক্তের সংখ্য়াও কিছু কম নয় ৷ সেই ভক্তেরাই এক দারুণ উপহার দিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তাঁর জীবনের নানা মুহূর্তের একটি ভিডিয়ো তৈরি করেছেন মণিকর্ণিকা স্টারের ফ্যানেরা ৷ সেই ভিডিয়োই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন অভিনেত্রী ৷

কঙ্গনার বলিউডে যবে থেকে পথ চলা শুরু, সেই সময়ে ফিরিয়ে নিয়ে যায় এই ভিডিয়ো ৷ সেখানে কঙ্গনার নানা সাক্ষাৎকার, পাবলিক অ্যাপিয়ারেন্স তুলে ধরা হয়েছে ৷ রয়েছে বলিউডের কুইনের জাতীয় পুরস্কার জয়ের নানা মুহূর্তও ৷ 2006 সাল থেকে 2021 - এই দীর্ঘ সময়ে কী ভাবে বদলেছে কঙ্গনার স্টাইল স্টেটমেন্ট, তাও রয়েছে ভিডিয়োয় ৷

kangana-ranaut-shares-a-video-of-what-growing-up-in-film-industry-looks-like
বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "ফ্যানেদের তৈরি করা এই ভিডিয়োটি আমার বোন আমাকে পাঠিয়েছেন ৷ এটি আমার মুখে হাসি এনে দিল ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ ভাবেই বড় হয়ে উঠেছি ৷ যখন কাজ শুরু করি, তখন আমি নাবালিকা ৷ প্রচুর কষ্ট করেছি, কারণ আমাকে কেরিয়ার তৈরি না-করে স্কুলে লেখাপড়া ও খেলাধুলো করতে হত ৷ আমায় গাইড করার জন্য বাবা-মা বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ছিল না ৷ তবে এর ফলে আমি অনেকটা সময় পেয়ে যাই ৷ আজ আমি ভাবছি 16 বছর বয়স থেকে কষ্ট করে এগিয়ে দশক পেরিয়ে সফল হয়েছি ৷ তবে আমি এই 34 বছর বয়স থেকেও কষ্ট করা শুরু করতে পারি নিজের স্টুডিয়ো বানানোর জন্য ও একজন সফল চিত্রনির্মাতা হওয়ার জন্য ৷ কারণ আমার কাছে সময় আছে..."

আরও পড়ুন: কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

দীর্ঘ বার্তায় কঙ্গনা আরও লিখেছেন, "গীতাতে কৃষ্ণ যেটা বলে গিয়েছেন, সেটাই আমার বিশ্বাস - যা কিছু দেখে খারাপ লাগে, বাস্তবে তার মধ্যেও ভালো কিছু আছে ৷ আর যা কিছু উপর থেকে দেখে ভালো লাগে, অবশ্যম্ভাবীভাবে তার গর্ভে কোনও খারাপের বীজ বপন করা থাকে...সেটা আছে কি না, তা দেখতে না পাওয়াটা আমাদের সমস্যা ৷ তবে সে জন্য প্রকৃতির সত্যতা বদলে যায় না ৷"

আরও পড়ুন: সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার

ইনস্টাগ্রামে 70 লক্ষ ফলোয়ার থাকা কঙ্গনা রানাওয়াতের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি বিগ বাজেটের ফিল্ম রয়েছে ৷ তাঁর অভিনীত জয়ললিতার বায়োপিক থালাইভি মুক্তি পাবে শিগগিরই ৷ এ ছাড়াও তিনি ধাক্কাড়ের শ্যুটিং সম্প্রতি শেষ করেছেন ৷ তেজসে সাহসী বায়ুসেনা পাইলটের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ পাশাপাশি ইমার্জেন্সি ফিল্মের শ্যুটিং শুরু করেছেন তিনি ৷ এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন চিত্রনির্মাতা কঙ্গনাও ৷ আপকামিং ফিল্ম টিকু ওয়েডস শেরুতে প্রযোজক হিসেবে ডিজিটাল ডেবিউ হচ্ছে তাঁর ৷

হায়দরাবাদ, 27 জুন: তাঁকে নিয়ে যতই বিতর্ক থাক, তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা শোনা যায় তাঁর বিরোধীদের মুখেও ৷ ভক্তের সংখ্য়াও কিছু কম নয় ৷ সেই ভক্তেরাই এক দারুণ উপহার দিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তাঁর জীবনের নানা মুহূর্তের একটি ভিডিয়ো তৈরি করেছেন মণিকর্ণিকা স্টারের ফ্যানেরা ৷ সেই ভিডিয়োই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন অভিনেত্রী ৷

কঙ্গনার বলিউডে যবে থেকে পথ চলা শুরু, সেই সময়ে ফিরিয়ে নিয়ে যায় এই ভিডিয়ো ৷ সেখানে কঙ্গনার নানা সাক্ষাৎকার, পাবলিক অ্যাপিয়ারেন্স তুলে ধরা হয়েছে ৷ রয়েছে বলিউডের কুইনের জাতীয় পুরস্কার জয়ের নানা মুহূর্তও ৷ 2006 সাল থেকে 2021 - এই দীর্ঘ সময়ে কী ভাবে বদলেছে কঙ্গনার স্টাইল স্টেটমেন্ট, তাও রয়েছে ভিডিয়োয় ৷

kangana-ranaut-shares-a-video-of-what-growing-up-in-film-industry-looks-like
বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "ফ্যানেদের তৈরি করা এই ভিডিয়োটি আমার বোন আমাকে পাঠিয়েছেন ৷ এটি আমার মুখে হাসি এনে দিল ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ ভাবেই বড় হয়ে উঠেছি ৷ যখন কাজ শুরু করি, তখন আমি নাবালিকা ৷ প্রচুর কষ্ট করেছি, কারণ আমাকে কেরিয়ার তৈরি না-করে স্কুলে লেখাপড়া ও খেলাধুলো করতে হত ৷ আমায় গাইড করার জন্য বাবা-মা বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ছিল না ৷ তবে এর ফলে আমি অনেকটা সময় পেয়ে যাই ৷ আজ আমি ভাবছি 16 বছর বয়স থেকে কষ্ট করে এগিয়ে দশক পেরিয়ে সফল হয়েছি ৷ তবে আমি এই 34 বছর বয়স থেকেও কষ্ট করা শুরু করতে পারি নিজের স্টুডিয়ো বানানোর জন্য ও একজন সফল চিত্রনির্মাতা হওয়ার জন্য ৷ কারণ আমার কাছে সময় আছে..."

আরও পড়ুন: কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

দীর্ঘ বার্তায় কঙ্গনা আরও লিখেছেন, "গীতাতে কৃষ্ণ যেটা বলে গিয়েছেন, সেটাই আমার বিশ্বাস - যা কিছু দেখে খারাপ লাগে, বাস্তবে তার মধ্যেও ভালো কিছু আছে ৷ আর যা কিছু উপর থেকে দেখে ভালো লাগে, অবশ্যম্ভাবীভাবে তার গর্ভে কোনও খারাপের বীজ বপন করা থাকে...সেটা আছে কি না, তা দেখতে না পাওয়াটা আমাদের সমস্যা ৷ তবে সে জন্য প্রকৃতির সত্যতা বদলে যায় না ৷"

আরও পড়ুন: সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার

ইনস্টাগ্রামে 70 লক্ষ ফলোয়ার থাকা কঙ্গনা রানাওয়াতের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি বিগ বাজেটের ফিল্ম রয়েছে ৷ তাঁর অভিনীত জয়ললিতার বায়োপিক থালাইভি মুক্তি পাবে শিগগিরই ৷ এ ছাড়াও তিনি ধাক্কাড়ের শ্যুটিং সম্প্রতি শেষ করেছেন ৷ তেজসে সাহসী বায়ুসেনা পাইলটের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ পাশাপাশি ইমার্জেন্সি ফিল্মের শ্যুটিং শুরু করেছেন তিনি ৷ এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন চিত্রনির্মাতা কঙ্গনাও ৷ আপকামিং ফিল্ম টিকু ওয়েডস শেরুতে প্রযোজক হিসেবে ডিজিটাল ডেবিউ হচ্ছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.