মুম্বই, 24 ফেব্রুয়ারি: বিয়ের পর 22 বসন্ত কাটিয়ে ফেললেন অজয় দেবগণ ও কাজল । এই বিশেষ দিনে হাবির সঙ্গে তাঁর একটি রোম্যান্টিক মুহূর্তের পুরনো ছবি পোস্ট করলেন অভিনেত্রী । তাঁর লেখা ক্যাপশনটিও বুঝিয়ে দেয় বিয়ের এত বছর পরও তাঁদের সম্পর্কের রসায়ন কতটা আবেগের ।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কাজল একটি কমলা রঙের আউটফিট পরে ক্রুজ়ে বসে রয়েছেন । রেলিং ধরে দাঁড়িয়ে থাকা অজয় দেবগণের দিকে তাকিয়ে রয়েছেন তিনি । দুজনের একে-অপরের প্রতি দৃষ্টি মন গলিয়ে দেবে ভক্তদের। ছবিটি পোস্ট করে কাজল ক্যাপশনে লিখেছেন, ''স্যার, আপনি আকর্ষক, তাই আপনার দিকেই তাকিয়ে থাকব ।'' পোস্টটির সঙ্গে #22years, #stillgoing, #grateful, #laughingalways - এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করেছেন কাজল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এ দিন বিবাহবার্ষিকী পালনের কথা মনে করিয়ে দিয়ে অজয় দেবগণও একটি পোস্ট করেছিলেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কাজল
1995 সালে হালচাল ফিল্মের শ্যুটিং-এর সময় দেখা হয় অজয় ও কাজলের । তার কিছুদিন পর থেকেই তাঁরা ডেটিং শুরু করেন । এরপর 1999 সালে আজকের দিনে পঞ্জাবি ও মহারাষ্ট্রিয়ান প্রথায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল । গত বছর করা একটি পোস্টে কাজল জানিয়েছিলেন, সাত পাকে ঘোরার সময় ঠাকুরমশাইকে রীতিমতো তাড়া দিচ্ছিলেন অজয় । রসিকতা করে কাজল জানান, তাড়াতাড়ি বিয়ে সারার জন্য ঠাকুরমশাইকে ঘুষও দিতে চেয়েছিলেন অজয় ।