ETV Bharat / sitara

অজয়ের সঙ্গে 22 বছর, বিবাহবার্ষিকীর পোস্টে রোম্যান্সের মুডে কাজল - অজয় দেবগণ

22 বছরের বিবাহবার্ষিকীতে হাবির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বোঝালেন কাজল। অজয় দেবগণের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন তিনি।

KAJOL WISHED ajay devgan on their 22nd Anniversary
অজয়ের সঙ্গে 22 বছর, বিবাহবার্ষিকীর পোস্টে রোম্যান্সের মুডে কাজল
author img

By

Published : Feb 24, 2021, 2:39 PM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি: বিয়ের পর 22 বসন্ত কাটিয়ে ফেললেন অজয় দেবগণ ও কাজল । এই বিশেষ দিনে হাবির সঙ্গে তাঁর একটি রোম্যান্টিক মুহূর্তের পুরনো ছবি পোস্ট করলেন অভিনেত্রী । তাঁর লেখা ক্যাপশনটিও বুঝিয়ে দেয় বিয়ের এত বছর পরও তাঁদের সম্পর্কের রসায়ন কতটা আবেগের ।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কাজল একটি কমলা রঙের আউটফিট পরে ক্রুজ়ে বসে রয়েছেন । রেলিং ধরে দাঁড়িয়ে থাকা অজয় দেবগণের দিকে তাকিয়ে রয়েছেন তিনি । দুজনের একে-অপরের প্রতি দৃষ্টি মন গলিয়ে দেবে ভক্তদের। ছবিটি পোস্ট করে কাজল ক্যাপশনে লিখেছেন, ''স্যার, আপনি আকর্ষক, তাই আপনার দিকেই তাকিয়ে থাকব ।'' পোস্টটির সঙ্গে #22years, #stillgoing, #grateful, #laughingalways - এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করেছেন কাজল ।

এ দিন বিবাহবার্ষিকী পালনের কথা মনে করিয়ে দিয়ে অজয় দেবগণও একটি পোস্ট করেছিলেন ।

আরও পড়ুন: বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কাজল

1995 সালে হালচাল ফিল্মের শ্যুটিং-এর সময় দেখা হয় অজয় ও কাজলের । তার কিছুদিন পর থেকেই তাঁরা ডেটিং শুরু করেন । এরপর 1999 সালে আজকের দিনে পঞ্জাবি ও মহারাষ্ট্রিয়ান প্রথায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল । গত বছর করা একটি পোস্টে কাজল জানিয়েছিলেন, সাত পাকে ঘোরার সময় ঠাকুরমশাইকে রীতিমতো তাড়া দিচ্ছিলেন অজয় । রসিকতা করে কাজল জানান, তাড়াতাড়ি বিয়ে সারার জন্য ঠাকুরমশাইকে ঘুষও দিতে চেয়েছিলেন অজয় ।

মুম্বই, 24 ফেব্রুয়ারি: বিয়ের পর 22 বসন্ত কাটিয়ে ফেললেন অজয় দেবগণ ও কাজল । এই বিশেষ দিনে হাবির সঙ্গে তাঁর একটি রোম্যান্টিক মুহূর্তের পুরনো ছবি পোস্ট করলেন অভিনেত্রী । তাঁর লেখা ক্যাপশনটিও বুঝিয়ে দেয় বিয়ের এত বছর পরও তাঁদের সম্পর্কের রসায়ন কতটা আবেগের ।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কাজল একটি কমলা রঙের আউটফিট পরে ক্রুজ়ে বসে রয়েছেন । রেলিং ধরে দাঁড়িয়ে থাকা অজয় দেবগণের দিকে তাকিয়ে রয়েছেন তিনি । দুজনের একে-অপরের প্রতি দৃষ্টি মন গলিয়ে দেবে ভক্তদের। ছবিটি পোস্ট করে কাজল ক্যাপশনে লিখেছেন, ''স্যার, আপনি আকর্ষক, তাই আপনার দিকেই তাকিয়ে থাকব ।'' পোস্টটির সঙ্গে #22years, #stillgoing, #grateful, #laughingalways - এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করেছেন কাজল ।

এ দিন বিবাহবার্ষিকী পালনের কথা মনে করিয়ে দিয়ে অজয় দেবগণও একটি পোস্ট করেছিলেন ।

আরও পড়ুন: বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কাজল

1995 সালে হালচাল ফিল্মের শ্যুটিং-এর সময় দেখা হয় অজয় ও কাজলের । তার কিছুদিন পর থেকেই তাঁরা ডেটিং শুরু করেন । এরপর 1999 সালে আজকের দিনে পঞ্জাবি ও মহারাষ্ট্রিয়ান প্রথায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল । গত বছর করা একটি পোস্টে কাজল জানিয়েছিলেন, সাত পাকে ঘোরার সময় ঠাকুরমশাইকে রীতিমতো তাড়া দিচ্ছিলেন অজয় । রসিকতা করে কাজল জানান, তাড়াতাড়ি বিয়ে সারার জন্য ঠাকুরমশাইকে ঘুষও দিতে চেয়েছিলেন অজয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.