ETV Bharat / sitara

Kajol Rani: নবমীর সাজে তাক লাগালেন কাজল-রানি - রানি মুখোপাধ্যায়

মুম্বইয়ে জমজমাট দুর্গা পুজোর আসর ৷ মহানবমীর সাজে সবাইকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী কাজল (Kajol) ৷ ছিলেন তাঁর তুতো বোন রানি মুখোপাধ্যায়ও (Rani Mukerji)৷

Kajol enjoying Durga Puja with Rani Mukerji
মুম্বইয়ে জমজমাট দুর্গা পুজো, নবমীর সাজে তাক লাগালেন কাজল-রানি
author img

By

Published : Oct 15, 2021, 12:27 PM IST

মুম্বই, 15 অক্টোবর: দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা বলি সেলেবরা ৷ মুম্বইয়ে পারিবারিক দুর্গা পুজোয় চুটিয়ে আনন্দ করলেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol)৷ সেখানে ছিলেন তাঁর তুতো বোন রানি মুখোপাধ্যায়ও (Rani Mukerji) ৷ চলল হই-হুল্লোড়, আড্ডা, ফটোসেশন ৷ পুজোর দিনে শাড়ির ফ্যাশনেই নজর কেড়েছেন কাজল-রানিরা ৷

মহানবমীতে সবুজ শাড়ি পরে পুজো মণ্ডপে দেখা গিয়েছে কাজলকে ৷ গলায় চোকার নেকলেস, খোলা চুল ৷ তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায় ও অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে ফটো সেশন করলেন 'কুছ কুছ হোতা হ্যায়' স্টার ৷

এ দিন রানি মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে ৷ মাথায় খোঁপা, কপালে লাল টিপ পরে মোহময়ী রূপে ধরা দেন তিনি ৷ পাপারাৎজিদের আবদার মেটাতে দুর্গা মূর্তির সামনে বসে করলেন ফটোসেশন ৷ বৃহস্পতিবার পুজো মণ্ডপে ছিলেন টেলিভিশন অভিনেত্রী সুমনা চক্রবর্তীও ৷ তাঁর পরনে ছিল লাল রঙের শাড়ি, সঙ্গে ছিল ম্যাচিং ব্যাঙ্গলস ৷ তিনিও হাসিমুখে পোজ দিলেন ৷

মঙ্গল ও বুধবার কাজল কাটান তাঁর মা তনুজা, বোন তনিশা মুখোপাধ্যায় ও ছেলে যুগের সঙ্গে ৷ বুধবার যুগকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে যান অভিনেত্রী ৷ হাত ধরে মা-ছেলেকে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় ৷ গোটা সময়টাই মায়ের পাশে পাশে ছিলেন যুগ ৷ কাজল ও অজয় দেবগণের কন্যা নাইসা বর্তমানে পড়াশোনা করছেন সিঙ্গাপুরে ৷

আরও পড়ুন: Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

পুজো শুরুর দিন থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পাতায় আপলোড করে চলেছেন কাজল ৷ মঙ্গলবার মহাসপ্তমীতে মুম্বইয়ে পরিবারের দুর্গাপুজোয় সাবেকি সাজেই দেখা যায় কাজলকে ৷ উজ্জ্বল গোলাপি রঙের শাড়ির সঙ্গে ভারী জাঙ্ক জুয়েলারি আর কপালে টিপ - সৌন্দর্যে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি ৷ তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায় ও পরিবারের অন্যদের সঙ্গে চলে হাসি-ঠাট্টা, খুনসুটি ৷ সর্বাণীর পরনে ছিল হলুদ শাড়ি আর সঙ্গে সোনার গয়না ৷ দেবী দুর্গাকে পাশে নিয়েই ক্যামেরায় পোজ দেন তাঁরা ৷ একের পর এক চলে ফোটো সেশন ৷

আরও পড়ুন: Amitabh Bachchan : এখনই অবসর নেওয়া উচিত অমিতাভ বচ্চনের, মত সেলিম খানের

কর্মক্ষেত্রে নেটফ্লিক্সের ফিল্ম 'ত্রিভঙ্গ'তে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে কাজলকে ৷ সেটাই ছিল তাঁর ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক ৷ তাঁর হাবি অজয় দেবগণের প্রযোজিত সেই ফিল্মের পরিচালক ছিলেন রেণুকা সাহানি ৷ কাজল ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে তনভি আজমি ও মিথিলা পালকরকে ৷ গত বছর শর্ট ফিল্ম 'দেবী'তে দেখা গিয়েছিল কাজলকে ৷ পরবর্তীতে রেবতী পরিচালিত 'দ্য লাস্ট হুররে'-তে অভিনয় করবেন তিনি ৷ একটি পোস্টে কাজল লিখেছিলেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমার পরবর্তী ছবি দুরন্ত রেবতীর সঙ্গে ৷"

আরও পড়ুন: Puja Parikrama : রঙিন ছাতা দিয়ে সাজানো নজরকাড়া মণ্ডপ পুরুলিয়া শহরে

মুম্বই, 15 অক্টোবর: দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা বলি সেলেবরা ৷ মুম্বইয়ে পারিবারিক দুর্গা পুজোয় চুটিয়ে আনন্দ করলেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol)৷ সেখানে ছিলেন তাঁর তুতো বোন রানি মুখোপাধ্যায়ও (Rani Mukerji) ৷ চলল হই-হুল্লোড়, আড্ডা, ফটোসেশন ৷ পুজোর দিনে শাড়ির ফ্যাশনেই নজর কেড়েছেন কাজল-রানিরা ৷

মহানবমীতে সবুজ শাড়ি পরে পুজো মণ্ডপে দেখা গিয়েছে কাজলকে ৷ গলায় চোকার নেকলেস, খোলা চুল ৷ তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায় ও অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে ফটো সেশন করলেন 'কুছ কুছ হোতা হ্যায়' স্টার ৷

এ দিন রানি মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে ৷ মাথায় খোঁপা, কপালে লাল টিপ পরে মোহময়ী রূপে ধরা দেন তিনি ৷ পাপারাৎজিদের আবদার মেটাতে দুর্গা মূর্তির সামনে বসে করলেন ফটোসেশন ৷ বৃহস্পতিবার পুজো মণ্ডপে ছিলেন টেলিভিশন অভিনেত্রী সুমনা চক্রবর্তীও ৷ তাঁর পরনে ছিল লাল রঙের শাড়ি, সঙ্গে ছিল ম্যাচিং ব্যাঙ্গলস ৷ তিনিও হাসিমুখে পোজ দিলেন ৷

মঙ্গল ও বুধবার কাজল কাটান তাঁর মা তনুজা, বোন তনিশা মুখোপাধ্যায় ও ছেলে যুগের সঙ্গে ৷ বুধবার যুগকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে যান অভিনেত্রী ৷ হাত ধরে মা-ছেলেকে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় ৷ গোটা সময়টাই মায়ের পাশে পাশে ছিলেন যুগ ৷ কাজল ও অজয় দেবগণের কন্যা নাইসা বর্তমানে পড়াশোনা করছেন সিঙ্গাপুরে ৷

আরও পড়ুন: Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

পুজো শুরুর দিন থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পাতায় আপলোড করে চলেছেন কাজল ৷ মঙ্গলবার মহাসপ্তমীতে মুম্বইয়ে পরিবারের দুর্গাপুজোয় সাবেকি সাজেই দেখা যায় কাজলকে ৷ উজ্জ্বল গোলাপি রঙের শাড়ির সঙ্গে ভারী জাঙ্ক জুয়েলারি আর কপালে টিপ - সৌন্দর্যে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি ৷ তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায় ও পরিবারের অন্যদের সঙ্গে চলে হাসি-ঠাট্টা, খুনসুটি ৷ সর্বাণীর পরনে ছিল হলুদ শাড়ি আর সঙ্গে সোনার গয়না ৷ দেবী দুর্গাকে পাশে নিয়েই ক্যামেরায় পোজ দেন তাঁরা ৷ একের পর এক চলে ফোটো সেশন ৷

আরও পড়ুন: Amitabh Bachchan : এখনই অবসর নেওয়া উচিত অমিতাভ বচ্চনের, মত সেলিম খানের

কর্মক্ষেত্রে নেটফ্লিক্সের ফিল্ম 'ত্রিভঙ্গ'তে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে কাজলকে ৷ সেটাই ছিল তাঁর ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক ৷ তাঁর হাবি অজয় দেবগণের প্রযোজিত সেই ফিল্মের পরিচালক ছিলেন রেণুকা সাহানি ৷ কাজল ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে তনভি আজমি ও মিথিলা পালকরকে ৷ গত বছর শর্ট ফিল্ম 'দেবী'তে দেখা গিয়েছিল কাজলকে ৷ পরবর্তীতে রেবতী পরিচালিত 'দ্য লাস্ট হুররে'-তে অভিনয় করবেন তিনি ৷ একটি পোস্টে কাজল লিখেছিলেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমার পরবর্তী ছবি দুরন্ত রেবতীর সঙ্গে ৷"

আরও পড়ুন: Puja Parikrama : রঙিন ছাতা দিয়ে সাজানো নজরকাড়া মণ্ডপ পুরুলিয়া শহরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.