ETV Bharat / sitara

John Abraham birthday: 49-এ জন, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আদুরে পোস্ট - Rakul Preet Singh

জন আব্রাহামের (John Abraham birthday) আজ 49তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে স্ত্রী প্রিয়া রাঞ্চালের (Priya Runchal) সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করলেন সত্যমেব জয়তে স্টার ৷

John Abraham shares pictures with wife Priya Runchal On his 49th birthday
49-এ জন, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আদুরে পোস্ট
author img

By

Published : Dec 17, 2021, 4:29 PM IST

মুম্বই, 17 ডিসেম্বর: 49-এ পড়লেন বলিউডের হার্টথ্রব জয় আব্রাহাম (John Abraham birthday)৷ জন্মদিনে স্ত্রী প্রিয়া রাঞ্চলের (Priya Runchal) সঙ্গে তাঁর কিছু একান্ত মুহূর্তের ছবি পোস্ট করলেন অভিনেতা ৷ ছবিতে দেখা গিয়েছে তাঁর আদরের দুই পোষ্যকেও ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিগুলি পোস্ট করেন জন আব্রাহাম (John Abraham at 49) ৷ ক্যাপশনে একটি কালো হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি ৷ প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে দুই পোষ্যের সঙ্গে খেলা করছেন জন ও প্রিয়া ৷ আবার কয়েকটি ছবিতে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গিয়েছে তাঁদের ৷

আরও পড়ুন: সত্যমেব জয়তে 2: নয়া পোস্টারে জন বনাম জন

ছবির প্রচারের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে নিজের আগের পোস্টগুলি মুছে ফেলেছিলেন জন ৷ তবে দিনকয়েক আগেই তাঁর আপকামিং ফিল্ম অ্যাটাকের (John Abraham in attack) টিজার নিয়ে তিনি আবার হাজির হন ইনস্টাগ্রামে ৷ সামনের বছর 28 জানুয়ারি মুক্তি পাচ্ছে অ্যাটাক ৷ ছবির টিজার প্রকাশ করে তিনি লিখেছিলেন, "ভারতের প্রথম সুপার-সোলজার তৈরি হওয়ার সাক্ষী থাকতে প্রস্তুত হোন ৷ টিজার প্রকাশিত হল ৷ 28 জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে অ্যাটাক ৷" এই অ্যাকশন থ্রিলারে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)৷

আরও পড়ুন: 'অ্যাটাক'-এর সেটে আহত জন, ভাইরাল ভিডিয়ো

অ্যাটাক ছাড়াও মোহিত সুরির এক ভিলেইন রিটার্নসে দেখা যাবে জন আব্রাহামকে ৷ ওই ছবিতে তিনি ছাড়াও আছেন অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়া ৷ সামনের বছর 8 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷ জনকে শেষ দেখা গিয়েছে সত্যমেব জয়তে 2-তে ৷

আরও পড়ুন: ফের গ্যাংস্টারের চরিত্রে জন আব্রাহাম

মুম্বই, 17 ডিসেম্বর: 49-এ পড়লেন বলিউডের হার্টথ্রব জয় আব্রাহাম (John Abraham birthday)৷ জন্মদিনে স্ত্রী প্রিয়া রাঞ্চলের (Priya Runchal) সঙ্গে তাঁর কিছু একান্ত মুহূর্তের ছবি পোস্ট করলেন অভিনেতা ৷ ছবিতে দেখা গিয়েছে তাঁর আদরের দুই পোষ্যকেও ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিগুলি পোস্ট করেন জন আব্রাহাম (John Abraham at 49) ৷ ক্যাপশনে একটি কালো হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি ৷ প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে দুই পোষ্যের সঙ্গে খেলা করছেন জন ও প্রিয়া ৷ আবার কয়েকটি ছবিতে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গিয়েছে তাঁদের ৷

আরও পড়ুন: সত্যমেব জয়তে 2: নয়া পোস্টারে জন বনাম জন

ছবির প্রচারের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে নিজের আগের পোস্টগুলি মুছে ফেলেছিলেন জন ৷ তবে দিনকয়েক আগেই তাঁর আপকামিং ফিল্ম অ্যাটাকের (John Abraham in attack) টিজার নিয়ে তিনি আবার হাজির হন ইনস্টাগ্রামে ৷ সামনের বছর 28 জানুয়ারি মুক্তি পাচ্ছে অ্যাটাক ৷ ছবির টিজার প্রকাশ করে তিনি লিখেছিলেন, "ভারতের প্রথম সুপার-সোলজার তৈরি হওয়ার সাক্ষী থাকতে প্রস্তুত হোন ৷ টিজার প্রকাশিত হল ৷ 28 জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে অ্যাটাক ৷" এই অ্যাকশন থ্রিলারে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)৷

আরও পড়ুন: 'অ্যাটাক'-এর সেটে আহত জন, ভাইরাল ভিডিয়ো

অ্যাটাক ছাড়াও মোহিত সুরির এক ভিলেইন রিটার্নসে দেখা যাবে জন আব্রাহামকে ৷ ওই ছবিতে তিনি ছাড়াও আছেন অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়া ৷ সামনের বছর 8 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷ জনকে শেষ দেখা গিয়েছে সত্যমেব জয়তে 2-তে ৷

আরও পড়ুন: ফের গ্যাংস্টারের চরিত্রে জন আব্রাহাম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.