কলকাতা, 11 অগস্ট : বিধানসভা নির্বাচনের প্রচার, ঘাটালের বন্যা - এ সব নিয়েই এতদিন ছুটে বেরিয়েছেন সাংসদ দেব (Dev)৷ এ বার দেব নিজের পুরনো ফর্মে ৷ করোনা আবহে দীর্ঘদিন লাইট, সাউন্ড, ক্যামেরা থেকে দূরে থাকার পর আবার সেটে ফিরলেন অভিনেতা দেব ৷ শুরু হল তাঁর পরবর্তী ছবি কিশমিশের (Kishmish) শ্যুটিং ৷ এই ফিল্মে ফের তাঁর সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) ৷ এ ছাড়াও রয়েছেন আরও অনেকে ৷ অতিথি শিল্পী হিসেবেও দেখা মিলবে একঝাঁক তারকার ৷
বুধবার থেকে হাজরার একটি বাড়িতে শুরু হয়েছে কিশমিশের শ্যুটিং ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এ কথা জানান স্বয়ং দেব ৷ কিশমিশের কভার ফোটো পোস্ট করে তিনি লেখেন, "অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে কিশমিশ-এর যাত্রা শুরু । দেখা হবে শীতে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে ।"
আরও পড়ুন: Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দেবের বাবার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। মা হয়েছেন অঞ্জনা বসু (Anjana Basu)। কিশমিশে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও ঋতুপর্ণা সেনগুপ্তকেও (Rituparna Sengupta)৷ প্রথম দিনের শ্যুটিং-এ তাঁরা দুজনেই উপস্থিত ছিলেন ৷ তাঁদের ধন্যবাদ জানিয়ে দুটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব ৷ জানা গিয়েছে, অতিথি শিল্পীর তালিকায় রয়েছেন অঙ্কুশ আর শ্রাবন্তীও ৷
আরও পড়ুন: ত্রিশলাকে জন্মদিনের শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ডেবিউ ছবি প্রযোজনা করছে দেবেরই সংস্থা ৷ মঙ্গলবার ছবির অ্যানিমেটেড টিজার প্রকাশ করেছেন অভিনেতা ৷ সেখানেই দেখা গিয়েছে, দেব সেখানে কখনও ফেলুদা, কখনও টিনটিন, আবার কখনও কৃশানু ৷ তবে ছেলেটি একটি মেয়ের প্রেমে পাগল ৷ টিনটিনের কাছে ভালোবাসা হল কিশমিশের মতো ৷ আর সেই সুন্দরী আবার বলছেন, "শুলেই কি বিয়ে হয়ে যায় !" সেই বিয়ে আদৌ হয় কি না, তা বোঝা যাবে ফিল্মের ক্লাইম্যাক্সে ৷ যার জন্য অপেক্ষা করতে হবে শীত পর্যন্ত ৷ তবে ছবি মুক্তির দিনক্ষণ এখনও জানানো হয়নি ৷
আরও পড়ুন: ফারহানের পরিচালনায় এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া
ইতিমধ্যেই চ্যাম্প, ককপিট, কবীর, পাসওয়ার্ড-এর মতো ফিল্মে দেখা গিয়েছে দেব-রুক্মিণী জুটির রসায়ন । এরপর করোনা আবহে দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের ৷ গত বছর ফেব্রুয়ারি মাসেই এই ছবির ঘোষণা হয়েছিল । তবে অতিমারির জেরে তার শ্যুটিং এতদিন আটকেই ছিল ৷ অবশেষে যাত্রা শুরু হল কিশমিশের ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">