ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় দু'লক্ষ টাকা দান মুম্বইবাসী জিতের

কাজের সূত্রে মুম্বইতে থাকলেও, নিজের রাজ্যের কথা ভোলেননি সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি । দুটি আলাদা আলাদা খাতে দু'লক্ষ টাকা দান করলেন তিনি । সোশাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা জিতের ।

author img

By

Published : Apr 2, 2020, 5:34 PM IST

jeet ganguly donates 2 lakh ruees
jeet ganguly donates 2 lakh ruees

মুম্বই : কোরোনা মোকাবিলায় দিনমজুর ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সমাজের বিত্তশালী শ্রেণীর মানুষরা । সেই তালিকায় নাম জুড়ল জিৎ গাঙ্গুলির । পশ্চিমবঙ্গে এমার্জেন্সি রিলিফ ফান্ডে 1 লক্ষ টাকা ও সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার ফেডারেশনের তহবিলে এক লক্ষ টাকা দান করলেন জিৎ ।

সোশাল মিডিয়ায় সেই বার্তা শেয়ার করেছেন জিৎ । তিনি বললেন, "আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । তাই একে অপরকে সাহায্য করা বা পাশে দাঁড়ানোটাই কাম্য ।", বলে তিনি জানান তাঁর অনুদানের কথা । এবং সবাইকে এভাবেই এগিয়ে আসতে পরামর্শ দেন ।

jeet ganguly donates 2 lakh ruees
জিৎ

এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও অনুদানই ছোটো নয়, মনে করেন জিৎ । তাই সামান্য অর্থ হলেও সেটা কারও কাজে আসতে পারে, আশাবাদী তিনি । সঙ্গে লকডাউনের সময়ে সবাইকে বাড়িতে থাকার উপদেশও দিলেন জিৎ । বাড়ির কাজের লোক, ড্রাইভারদের মধ্যেও সচেতনতা তৈরি করতে বললেন তিনি ।

শুনে নিন জিতের ভিডিয়োবার্তা...

মুম্বই : কোরোনা মোকাবিলায় দিনমজুর ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সমাজের বিত্তশালী শ্রেণীর মানুষরা । সেই তালিকায় নাম জুড়ল জিৎ গাঙ্গুলির । পশ্চিমবঙ্গে এমার্জেন্সি রিলিফ ফান্ডে 1 লক্ষ টাকা ও সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার ফেডারেশনের তহবিলে এক লক্ষ টাকা দান করলেন জিৎ ।

সোশাল মিডিয়ায় সেই বার্তা শেয়ার করেছেন জিৎ । তিনি বললেন, "আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । তাই একে অপরকে সাহায্য করা বা পাশে দাঁড়ানোটাই কাম্য ।", বলে তিনি জানান তাঁর অনুদানের কথা । এবং সবাইকে এভাবেই এগিয়ে আসতে পরামর্শ দেন ।

jeet ganguly donates 2 lakh ruees
জিৎ

এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও অনুদানই ছোটো নয়, মনে করেন জিৎ । তাই সামান্য অর্থ হলেও সেটা কারও কাজে আসতে পারে, আশাবাদী তিনি । সঙ্গে লকডাউনের সময়ে সবাইকে বাড়িতে থাকার উপদেশও দিলেন জিৎ । বাড়ির কাজের লোক, ড্রাইভারদের মধ্যেও সচেতনতা তৈরি করতে বললেন তিনি ।

শুনে নিন জিতের ভিডিয়োবার্তা...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.