ETV Bharat / sitara

Jee Le Zaraa : ফারহানের পরিচালনায় এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া - Farhan Akhtar

এক দশকেরও বেশি সময় পরে আবারও পরিচালকের চেয়ারে ফারহান আখতার (Farhan Akhtar) ৷ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও আলিয়া ভাটকে (Alia Bhat) নিয়ে তৈরি করছেন আরও একটি রোড ট্রিপ ফিল্ম জি লে জরা (Jee Le Zaraa)৷

jee-le-zaraa-priyanka-chopra-katrina-kaif-and-alia-bhatt-in-farhan-akhtars-road-trip-drama
জি লে জরা, ফারহানের পরিচালনায় এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া
author img

By

Published : Aug 10, 2021, 3:35 PM IST

মুম্বই, 10 অগস্ট : দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) ছবিতে তিন বন্ধুর জীবন সফর তুলে ধরেছিলেন ফারহান আখতার (Farhan Akhtar) ৷ তাঁর পরিচালনায় এ বার আসছে তিন কন্যার সফরের ছবি ৷ এক ফ্রেমে ধরা দেবেন বলিউডের তিন দাপুটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও আলিয়া ভাট (Alia Bhat)৷ 'দিল চাহতা হ্যায়', 'জিন্দেগি না মিলেগি দোবারা'র (Zindagi Na Milegi Dobara) ধাঁচেই আরও একটি রোড ট্রিপ ফিল্ম 'জি লে জরা' (Jee Le Zaraa) আসছে বলে ঘোষণা করল এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ আলিয়ার প্রোডাকশন হাউস টাইগার বেবির সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ফিল্ম ৷

ফারহান আখতারও এই ফিল্মের কথা ঘোষণা করেছেন ৷ তিনি লিখেছেন, "কেউ কি রোড ট্রিপের কথা বললেন ? পরিচালক হিসেবে আমার পরবর্তী ফিল্মের কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছি ৷ দিল চাহতা হ্যায়ের 20 বছর পর এটা করতে পারার থেকে আর কী বা ভাল হতে পারে ! প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে জি লে জরা ৷ 2022 সালেই শুরু হবে শ্যুটিং ৷ রাস্তায় নেমে এই শো শুরু করার জন্য মুখিয়ে আছি ৷" শাহরুখ খানের ডন 2 মুক্তির এক দশকেরও বেশি সময় পর ফের পরিচালনায় ফিরছেন ফারহান আখতার ৷

আরও পড়ুন: এবার প্রতারণায় অভিযুক্ত শিল্পা শেট্টি ও তাঁর মা

জোয়া আখতারের (Zoya Akhtar) লেখা 'জি লে জরা' 2023 সালে মুক্তির চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা ৷ এই ফিল্মে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের তিন প্রতিভাধর অভিনেত্রী ক্যাটরিনা, আলিয়া ও প্রিয়াঙ্কা ৷ 2 বছর পর ফের বলিউডের ফিল্মে ফিরছেন দেশি গার্ল ৷ 2019 সালে ফারহান আখতারের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন দ্য স্কাই ইস পিঙ্কে ৷ বর্তমানে তাঁর ওয়েব সিরিজ সিটাডেলের শ্যুটিং-এর কাজে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা ৷ তাঁর হাতে ম্যাট্রিক্স 4 (Matrix 4), টেক্সট ফর ইউ (Text For You)-এর মতো হলিউডি ছবিও রয়েছে ৷

আরও পড়ুন: শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

অপরদিকে, আলিয়া ভাটের ঝুলিতেও রয়েছে বেশ কয়েকটি ছবি ৷ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi), ব্রহ্মাস্ত্র (Brahmastra), ডার্লিংস (Darlings) ও আরআরআর (RRR)-এ দেখা যাবে তাঁকে ৷ আর ক্যাটরিনা কাইফের পরবর্তী ফিল্ম ফোন ভূত (Phone Bhoot) ৷ এই ফিল্মে তিনি ছাড়াও রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর ৷

মুম্বই, 10 অগস্ট : দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) ছবিতে তিন বন্ধুর জীবন সফর তুলে ধরেছিলেন ফারহান আখতার (Farhan Akhtar) ৷ তাঁর পরিচালনায় এ বার আসছে তিন কন্যার সফরের ছবি ৷ এক ফ্রেমে ধরা দেবেন বলিউডের তিন দাপুটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও আলিয়া ভাট (Alia Bhat)৷ 'দিল চাহতা হ্যায়', 'জিন্দেগি না মিলেগি দোবারা'র (Zindagi Na Milegi Dobara) ধাঁচেই আরও একটি রোড ট্রিপ ফিল্ম 'জি লে জরা' (Jee Le Zaraa) আসছে বলে ঘোষণা করল এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ আলিয়ার প্রোডাকশন হাউস টাইগার বেবির সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ফিল্ম ৷

ফারহান আখতারও এই ফিল্মের কথা ঘোষণা করেছেন ৷ তিনি লিখেছেন, "কেউ কি রোড ট্রিপের কথা বললেন ? পরিচালক হিসেবে আমার পরবর্তী ফিল্মের কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছি ৷ দিল চাহতা হ্যায়ের 20 বছর পর এটা করতে পারার থেকে আর কী বা ভাল হতে পারে ! প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে জি লে জরা ৷ 2022 সালেই শুরু হবে শ্যুটিং ৷ রাস্তায় নেমে এই শো শুরু করার জন্য মুখিয়ে আছি ৷" শাহরুখ খানের ডন 2 মুক্তির এক দশকেরও বেশি সময় পর ফের পরিচালনায় ফিরছেন ফারহান আখতার ৷

আরও পড়ুন: এবার প্রতারণায় অভিযুক্ত শিল্পা শেট্টি ও তাঁর মা

জোয়া আখতারের (Zoya Akhtar) লেখা 'জি লে জরা' 2023 সালে মুক্তির চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা ৷ এই ফিল্মে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের তিন প্রতিভাধর অভিনেত্রী ক্যাটরিনা, আলিয়া ও প্রিয়াঙ্কা ৷ 2 বছর পর ফের বলিউডের ফিল্মে ফিরছেন দেশি গার্ল ৷ 2019 সালে ফারহান আখতারের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন দ্য স্কাই ইস পিঙ্কে ৷ বর্তমানে তাঁর ওয়েব সিরিজ সিটাডেলের শ্যুটিং-এর কাজে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা ৷ তাঁর হাতে ম্যাট্রিক্স 4 (Matrix 4), টেক্সট ফর ইউ (Text For You)-এর মতো হলিউডি ছবিও রয়েছে ৷

আরও পড়ুন: শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

অপরদিকে, আলিয়া ভাটের ঝুলিতেও রয়েছে বেশ কয়েকটি ছবি ৷ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi), ব্রহ্মাস্ত্র (Brahmastra), ডার্লিংস (Darlings) ও আরআরআর (RRR)-এ দেখা যাবে তাঁকে ৷ আর ক্যাটরিনা কাইফের পরবর্তী ফিল্ম ফোন ভূত (Phone Bhoot) ৷ এই ফিল্মে তিনি ছাড়াও রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.