কলকাতা : নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগদানকারী অনেকেই কোরোনায় আক্রান্ত হয়েছেন । ইতিমধ্যেই দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজ়ামউদ্দিনের সমাবেশে অংশগ্রহণকারীদের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে । এই সমাবেশের নিন্দায় সরব হয়েছেন অনেকেই । আর এবার দেশে কোরোনা বৃদ্ধির জন্য সরাসরি ওই সমাবেশকেই দায়ি করলেন অপর্ণা সেন ।
-
The Jamat gathering was a dangerous & criminal act & must not go unpunished! Yes, I am a secularist & a liberal, but I cannot support any act that goes against the laws of my country by anyone, whether they be Hindu, Muslim, Christian, Jew, Sikh, Aethist, Agnostic or whatever!
— Aparna Sen (@senaparna) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Jamat gathering was a dangerous & criminal act & must not go unpunished! Yes, I am a secularist & a liberal, but I cannot support any act that goes against the laws of my country by anyone, whether they be Hindu, Muslim, Christian, Jew, Sikh, Aethist, Agnostic or whatever!
— Aparna Sen (@senaparna) April 3, 2020The Jamat gathering was a dangerous & criminal act & must not go unpunished! Yes, I am a secularist & a liberal, but I cannot support any act that goes against the laws of my country by anyone, whether they be Hindu, Muslim, Christian, Jew, Sikh, Aethist, Agnostic or whatever!
— Aparna Sen (@senaparna) April 3, 2020
টুইট করে তিনি লেখেন, "জামাতের সমাবেশ শুধু ভয়ানকই নয় । এটা অপরাধের সমান । এদের শাস্তি হওয়া উচিত । হ্যাঁ আমি ধর্মনিরপেক্ষ ও উদারনীতিতে বিশ্বাসকরি । আমার দেশের আইনের বিরুদ্ধে যায় এমন কাজকে আমি সমর্থন করতে পারি না । সেটা হিন্দু, মুসলিম, ক্রিশ্চান, শিখ, নাস্তিক যে কেউ হোক না কেন ।"
এদিকে টুইটারে এই ধরনের মন্তব্য করার পরই তাঁর বিরুদ্ধে সরব হন নেটিজ়েনরা । কেউ লেখেন, গোটা বিষয়টা না জেনেই অপর্ণা সেন মন্তব্য করছেন । কেউ আবার টেনে এনেছেন CAA বিরোধিতার প্রসঙ্গও । বলেন, "যারা আইন ভাঙে আপনি বরাবর তাঁদের সমর্থন করে এসেছেন । CAA বিরোধী আনন্দোলনের সময় যাঁরা সরকারী সম্পত্তিতে ভাঙচুর চালিয়েছিল তাঁদের পাশে দেখা গিয়েছিল আপনাকে । আর আপনাকে এখন আইনের কথা বলছেন ।"
-
I am not singling out Jamat, but don't want to engage in Whataboutery. Any religious or non-religious gathering that spreads the virus is equally culpable. I also feel that blaming ALL Muslims because the actions of a few is equally wrong!
— Aparna Sen (@senaparna) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am not singling out Jamat, but don't want to engage in Whataboutery. Any religious or non-religious gathering that spreads the virus is equally culpable. I also feel that blaming ALL Muslims because the actions of a few is equally wrong!
— Aparna Sen (@senaparna) April 3, 2020I am not singling out Jamat, but don't want to engage in Whataboutery. Any religious or non-religious gathering that spreads the virus is equally culpable. I also feel that blaming ALL Muslims because the actions of a few is equally wrong!
— Aparna Sen (@senaparna) April 3, 2020
নেটিজ়েনদের পালটা জবাব দেন অপর্ণা । তিনি ফের লেখেন, "আমি ধর্মীয় ও অধর্মীয় যে কোনও জমায়েত, যা থেকে সংক্রমণ ছড়াতে পারে তার বিরোধী । শুধুমাত্র জামাতকেই দুষছি না । আবার শুধুমাত্র জামাতের জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করা একেবারেই ঠিক নয় ।"