ETV Bharat / sitara

অস্কারের জন্য মনোনীত মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু' - Jallikattu India Oscar entry

এবার অস্কারের মনোনয়নের দৌড়ে সামিল হয়েছিল হিন্দি, ওড়িয়া, মারাঠি সহ একাধিক ভাষার 27টি ছবি । কিন্তু, এই দৌড়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায় মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'। আর এবার অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবি ।

sdf
sdf
author img

By

Published : Nov 25, 2020, 5:05 PM IST

Updated : Nov 26, 2020, 9:03 AM IST

দিল্লি : অস্কারের জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনীত করা হল মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'-কে । ছবিটি পরিচালনা করেছেন লিজো যোসে পেল্লিসেরি । ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে আজ একথা ঘোষণা করা হয়েছে ।

এবার অস্কারের মনোনয়নের দৌড়ে সামিল হয়েছিল হিন্দি, ওড়িয়া, মারাঠি সহ একাধিক ভাষার 27টি ছবি । সেই তালিকায় ছিল 'ছলাং', 'শকুন্তলা দেবী', ‘গুঞ্জন সাক্সেনা’, ‘ছপাক’, ‘গুলাবো সিতাবো’, ‘দা স্কাই ইজ় পিঙ্ক’-এর মতো ছবিগুলি । কিন্তু, এই দৌড়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায় মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'। এবার অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবি । 'জাল্লিকাট্টু' তামিলনাড়ুর একটি প্রথা । যেখানে উন্মত্ত ষাঁড়ের সামনে দৌড়াতে থাকে বহু মানুষ । প্রতিবছর এর আয়োজন করা হয়ে থাকে ।

এই বিষয়কে কেন্দ্র করে 'মাওইস্ট' নামে একটি বই লিখেছিলেন হরিশ । সেই বই অবলম্বনেই তৈরি করা হয় ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অ্যান্টনি ভার্গিস, চেম্বন বিনোদ যোসে, সাবুমোন আবদুসামাদ ও সান্থি বালাচন্দ্রন ।

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়ালি বলেন, "এই প্রথার মাধ্যমে যে সমস্যাগুলি তৈরি হয় এবং পশুদের সঙ্গে যে অত্যাচার করা হয় তাই তুলে ধরা হয়েছে এই ছবিতে । গোটা বিষয়টি ছবিতে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে । যে আবেগ তুলে ধরা হয়েছে ছবির মধ্যে তা সত্যিই সবার মন ছুঁয়ে যাওয়ার মতো । আমাদের সবার মন ছুঁয়ে গিয়েছে এই ছবি । আর সেই কারণেই এই ছবিকে বেছে নিয়েছি আমরা ।"

2019 সালের 6 সেপ্টেম্বর টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 'জাল্লিকাট্টু'-র প্রিমিয়ার করা হয়েছিল । সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এই ছবি । এছাড়া 50 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছিলেন পেল্লিসেরি ।

এদিকে 2019 সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল জ়োয়া আখতারের 'গাল্লি বয়'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং । যদিও পরে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় এই ছবি ।

দিল্লি : অস্কারের জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনীত করা হল মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'-কে । ছবিটি পরিচালনা করেছেন লিজো যোসে পেল্লিসেরি । ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে আজ একথা ঘোষণা করা হয়েছে ।

এবার অস্কারের মনোনয়নের দৌড়ে সামিল হয়েছিল হিন্দি, ওড়িয়া, মারাঠি সহ একাধিক ভাষার 27টি ছবি । সেই তালিকায় ছিল 'ছলাং', 'শকুন্তলা দেবী', ‘গুঞ্জন সাক্সেনা’, ‘ছপাক’, ‘গুলাবো সিতাবো’, ‘দা স্কাই ইজ় পিঙ্ক’-এর মতো ছবিগুলি । কিন্তু, এই দৌড়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায় মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'। এবার অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবি । 'জাল্লিকাট্টু' তামিলনাড়ুর একটি প্রথা । যেখানে উন্মত্ত ষাঁড়ের সামনে দৌড়াতে থাকে বহু মানুষ । প্রতিবছর এর আয়োজন করা হয়ে থাকে ।

এই বিষয়কে কেন্দ্র করে 'মাওইস্ট' নামে একটি বই লিখেছিলেন হরিশ । সেই বই অবলম্বনেই তৈরি করা হয় ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অ্যান্টনি ভার্গিস, চেম্বন বিনোদ যোসে, সাবুমোন আবদুসামাদ ও সান্থি বালাচন্দ্রন ।

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়ালি বলেন, "এই প্রথার মাধ্যমে যে সমস্যাগুলি তৈরি হয় এবং পশুদের সঙ্গে যে অত্যাচার করা হয় তাই তুলে ধরা হয়েছে এই ছবিতে । গোটা বিষয়টি ছবিতে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে । যে আবেগ তুলে ধরা হয়েছে ছবির মধ্যে তা সত্যিই সবার মন ছুঁয়ে যাওয়ার মতো । আমাদের সবার মন ছুঁয়ে গিয়েছে এই ছবি । আর সেই কারণেই এই ছবিকে বেছে নিয়েছি আমরা ।"

2019 সালের 6 সেপ্টেম্বর টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 'জাল্লিকাট্টু'-র প্রিমিয়ার করা হয়েছিল । সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এই ছবি । এছাড়া 50 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছিলেন পেল্লিসেরি ।

এদিকে 2019 সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল জ়োয়া আখতারের 'গাল্লি বয়'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং । যদিও পরে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় এই ছবি ।

Last Updated : Nov 26, 2020, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.