ETV Bharat / sitara

Jai Bhim on YouTube channel of the Oscars: অস্কার কমিটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে দক্ষিণী ছবি জয় ভীম - The video of the Tamil film Jai Bhim has made it to the official YouTube channel of the Oscars

দ্য মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে দেখা যাবে দক্ষিণী ছবি জয় ভীম-এর একটি ভিডিও ক্লিপ (The video of the Tamil film Jai Bhim has made it to the official YouTube channel of the Oscars) ৷

'Jai Bhim' video makes its way to YouTube channel of the Oscars
দ্য মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে দেখা যাবে দক্ষিণি ছবি জয় ভীম-এর একটি ভিডিও ক্লিপ
author img

By

Published : Jan 18, 2022, 5:25 PM IST

চেন্নাই, 18 জানুয়ারি : অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এবার তাদের চ্যানেলে দেখানোর জন্য বেছে নিল ভারতীয় ছবি জয় ভীম-এর একটি ভিডিও ক্লিপকে (The video of the Tamil film Jai Bhim has made it to the official YouTube channel of the Oscars) ৷ দক্ষিণী পরিচালক জ্ঞানভেলের এই ছবিটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ এবার ছবির প্রথম 12 মিনিট 47 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ নিজেদের চ্য়ানেলে দেখানোর সিন্ধান্ত নিলেন ৷ এর পর্বটির নাম সিন অফ দ্য অ্যাকাডেমি ৷

এই ভিডিওটিতে ছবিটির পুরো থিম সম্পর্কে একটি ধারণা দিয়েছেন জ্ঞানভেল ৷ জ্ঞানভেল বলেন, "সিনেমার প্রথম দৃশ্য এটাই দেখায় যে, কিভাবে পুলিশ জাতপাতের ভিত্তিতে আদিবাসীদের আলাদা করছে । আপনি এটিকে আমার ছবির থিম বলতে পারেন । একটি শক্তিশালী ব্যবস্থা কত সহজে জাতপাতের ভিত্তিতে বঞ্চিতদের স্বভাবগত ভাবেই অপরাধী হিসাবে চিহ্নিত করে দেয়। যখন কোনও উঁচু জাতের মানুষ সমস্যায় পড়েন, সকলে এসে তাঁর পাশে দাঁড়ান ৷ তাঁর পক্ষে আওয়াজ তোলেন ৷ কিন্তু আদিবাসীরা ? তাদের না আছে আশা না আছে সুযোগ ৷’’

আরও পড়ুন : সামনে এল নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার, স্ট্রিমিং সাধারণতন্ত্র দিবসে

'জয় ভীম' একটি কোর্ট রুমের দৃশ্য় তুলে ধরে যা আমাদের রুঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ৷ পরিচালক নিজেই জানিয়ে দেন তার এই ছবি শুধু 'কাস্টোডিয়াল কিলিং' বা পুলিশি হেফাজতে হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলে না ৷ বরং জাতপাতের বৈষম্য আইনের দরবারে পুলিশ হেফাজতে কিভাবে প্রভাব ফেলে, সেই গল্প বলে ৷ এই তামিল ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা সূর্য, মনিকন্দন, লিজো মোল জোসে প্রমুখ কলাকুশলীরা ৷ তামিল ভাষার পাশাপাশি হিন্দি, মালায়ালাম, তেলগু ভাষাতেও দেখা যাবে জয় ভীম ৷

চেন্নাই, 18 জানুয়ারি : অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এবার তাদের চ্যানেলে দেখানোর জন্য বেছে নিল ভারতীয় ছবি জয় ভীম-এর একটি ভিডিও ক্লিপকে (The video of the Tamil film Jai Bhim has made it to the official YouTube channel of the Oscars) ৷ দক্ষিণী পরিচালক জ্ঞানভেলের এই ছবিটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ এবার ছবির প্রথম 12 মিনিট 47 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ নিজেদের চ্য়ানেলে দেখানোর সিন্ধান্ত নিলেন ৷ এর পর্বটির নাম সিন অফ দ্য অ্যাকাডেমি ৷

এই ভিডিওটিতে ছবিটির পুরো থিম সম্পর্কে একটি ধারণা দিয়েছেন জ্ঞানভেল ৷ জ্ঞানভেল বলেন, "সিনেমার প্রথম দৃশ্য এটাই দেখায় যে, কিভাবে পুলিশ জাতপাতের ভিত্তিতে আদিবাসীদের আলাদা করছে । আপনি এটিকে আমার ছবির থিম বলতে পারেন । একটি শক্তিশালী ব্যবস্থা কত সহজে জাতপাতের ভিত্তিতে বঞ্চিতদের স্বভাবগত ভাবেই অপরাধী হিসাবে চিহ্নিত করে দেয়। যখন কোনও উঁচু জাতের মানুষ সমস্যায় পড়েন, সকলে এসে তাঁর পাশে দাঁড়ান ৷ তাঁর পক্ষে আওয়াজ তোলেন ৷ কিন্তু আদিবাসীরা ? তাদের না আছে আশা না আছে সুযোগ ৷’’

আরও পড়ুন : সামনে এল নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার, স্ট্রিমিং সাধারণতন্ত্র দিবসে

'জয় ভীম' একটি কোর্ট রুমের দৃশ্য় তুলে ধরে যা আমাদের রুঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ৷ পরিচালক নিজেই জানিয়ে দেন তার এই ছবি শুধু 'কাস্টোডিয়াল কিলিং' বা পুলিশি হেফাজতে হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলে না ৷ বরং জাতপাতের বৈষম্য আইনের দরবারে পুলিশ হেফাজতে কিভাবে প্রভাব ফেলে, সেই গল্প বলে ৷ এই তামিল ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা সূর্য, মনিকন্দন, লিজো মোল জোসে প্রমুখ কলাকুশলীরা ৷ তামিল ভাষার পাশাপাশি হিন্দি, মালায়ালাম, তেলগু ভাষাতেও দেখা যাবে জয় ভীম ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.