ETV Bharat / sitara

প্রিন্স হ্যারি আর মেগান মার্কলের কোলে এল পুত্রসন্তান - প্রিন্স হ্যারি

বিয়ের এক বছরের মাথায় এক পুত্রসন্তানের জন্ম দিলেন মেগান মার্কল ও প্রিন্স হ্যারি।

প্রিন্স হ্যারি আর মেগান মার্কল
author img

By

Published : May 6, 2019, 8:39 PM IST

লন্ডন : প্রিন্স হ্যারি আর মেগান মার্কল, ডিউক ও ডাচেস অফ সাসেক্স, তাঁদের পুত্রসন্তানকে পৃথিবীতে আমন্ত্রণ জানালেন সমারোহে। আজ সকালে এক পুত্রের জন্ম দিলেন মার্কল।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে খবরটি। তাঁরা লিখেছেন, "আমরা খুবই আনন্দিত এই খবরটা দিতে পেরে যে রয়াল হাইনেস ডিউক ও ডাচেস অফ সাসেক্স ৬ মে সকালে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।" বাচ্চাটির ওজন ৩ কেজির কিছু উপরে।

সেই অ্যাকাউন্ট থেকে আরও জানানো হয়েছে যে, "ডাচেস আর তাঁর সন্তান দু'জনেই সুস্থ আছেন। দম্পতি জনগণকে ধন্য়বাদ জানাতে চায়। কারণ তাঁরা এই বিশেষ সময়ে দম্পতির পাশে ছিলেন, সমর্থন করেছিলেন। আরও ডিটেলস জানানো হবে আগামী দিনে।"

লন্ডন : প্রিন্স হ্যারি আর মেগান মার্কল, ডিউক ও ডাচেস অফ সাসেক্স, তাঁদের পুত্রসন্তানকে পৃথিবীতে আমন্ত্রণ জানালেন সমারোহে। আজ সকালে এক পুত্রের জন্ম দিলেন মার্কল।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে খবরটি। তাঁরা লিখেছেন, "আমরা খুবই আনন্দিত এই খবরটা দিতে পেরে যে রয়াল হাইনেস ডিউক ও ডাচেস অফ সাসেক্স ৬ মে সকালে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।" বাচ্চাটির ওজন ৩ কেজির কিছু উপরে।

সেই অ্যাকাউন্ট থেকে আরও জানানো হয়েছে যে, "ডাচেস আর তাঁর সন্তান দু'জনেই সুস্থ আছেন। দম্পতি জনগণকে ধন্য়বাদ জানাতে চায়। কারণ তাঁরা এই বিশেষ সময়ে দম্পতির পাশে ছিলেন, সমর্থন করেছিলেন। আরও ডিটেলস জানানো হবে আগামী দিনে।"

Intro:নতুন বাংলা ধারাবাহিকের জন্য গান গাইতে কলকাতায় এলেন কুমার শানু


অমিত চক্রবর্তী,কলকাতা: নব্বইয়ের দশকে তার গাওয়া গান মন্ত্র মুগ্ধ করেছিল সকল ভারতবাসীকে। দীর্ঘ তিন দশক অতিক্রম করে আজও তিনি আমাদের সকলের প্রিয় কুমার শানু। এই সাড়ে তিন দশকের গায়কী জীবনে অসংখ্য ছবিতে গান গাওয়ার জন্য ভারত সরকারের পদ্মশ্রী সম্মান, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজের নাম তুলেছিলেন। এই 2019 এ যে দাঁড়িয়ে তার গলার জাদুতে মুগ্ধ হয়ে রয়েছে নতুন প্রজন্ম। এতদিন তাকে দেখা গেছে বাংলা ও হিন্দি ছবিতে গান গাইতে। তবে এবার তার গলা শোনা যাবে এক বাংলা ধারাবাহিকে।নতুন এই ধারাবাহিকের নাম এখনও ঠিক না হলেও এই ধারাবাহিকের গল্প মূলত সোশ্যাল মিডিয়ার ভালো ও খারাপ দিক গুলো কে কেন্দ্র করে। যেখানে নতুনদের পাশাপাশি বেশ কিছু নামকরা শিল্পীরাও এই ধারাবাহিকে অভিনয় করবেন।আজ সেই ধারাবাহিকের টাইটেল সং রেকর্ডিং উপলক্ষে কলকাতায় এসেছিলেন গায়ক কুমার শানু।


Body:নতুন এই বাংলা ধারাবাহিকের টাইটেল সং রেকর্ডিং উপলক্ষে গায়ক কুমার শানু জানালেন, আমি গোলমাল বলে নতুন একটি সিরিয়ালের টাইটেল সং এর রেকর্ডিং করলাম যেটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছে অংশুমান চ্যাটার্জীর আর কথা গুলি লিখেছেন সরোজ চক্রবর্তী। আমি অবশ্য ওকে অংশুমান বলে চিনি। আমি অংশুমানের সঙ্গে এর আগেও কাজ করেছি।আর এই যে আমরা গানটা রেকর্ডিং করছি এটাই বর্তমান একটা অবস্থা কে তুলে ধরা হবে। আর এই গানটার সুর ও কথা এতটাই সুন্দর যে আমার তো গানটা গেয়ে খুবই ভালো লেগেছে।

মেগা সিরিয়ালের পরিচালক কেশব জানালেন, বর্তমান সময়ে আমরা বেশ কিছু ভুল প্রতিদিন করে ফেলি যার মধ্যে রয়েছে,ব্যক্তিগত মুহূর্ত ও ছবি শেয়ার করার মতষ্ট করতে গিয়ে ভবিষ্যতে আমাদের জীবনে নেমে আসে মারাত্মক বিপদ। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কের যে সমস্ত খারাপ দিক গুলি রয়েছে সেগুলি এই ধারাবাহিকের মাধ্যমে আমরা সকলের সামনে তুলে ধরতে চলেছি। ধারাবাহিকে প্রধানত নতুন ছেলে মেয়েরা অভিনয় করবে তবে বেশ কিছু পরিচিত মুখকে আপনারা এখানে দেখতে পাবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.