ETV Bharat / sitara

দার্জিলিংয়ে অন্য মেজাজে দেব-পাওলি-সোহিনীরা - Sanjhbati wrap up

দার্জিলিংয়ে চলছিল 'সাঁঝবাতি'-র শুটিং । সেই শুটিংয়ের ফাঁকেই অন্য মেজাজে দেখা গেল অভিনেতাদের ।

ছবি
author img

By

Published : Nov 6, 2019, 10:46 PM IST

কলকাতা : শেষ হয়েছে 'সাঁঝবাতি'-র শুটিং । দার্জিলিংয়ে চলছিল ছবির শুটিং । শুটিংয়ের ফাঁকেই জমিয়ে মজা করেছেন অভিনেতারা । বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে তাঁদের । সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন সেই ছবি ।

'সাঁঝবাতি' ছবিটি নিয়ে খুবই ব্যস্ত ছিলেন দেব । এই ছবিতে প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । ফলত ছবিটি নিয়ে যথেষ্ট আনন্দে রয়েছেন অভিনেতা । অন্যদিকে পাওলি দাম ও লিলি চক্রবর্তী রয়েছেন ছবিতে । আর ছবির শুটিংয়ের জন্য শৈলশহর দার্জিলিংয়ে উড়ে গিয়েছিলেন তাঁরা ।

শুটিংয়ের ফাঁকে ম্যালে দেব, পাওলি ও লিলিকে দেখা গেল অন্য মেজাজে । প্রচণ্ড ঠান্ডার জন্য সোয়েটার, চাদর ও মাফলার জড়ানো অবস্থা দেখা গেছে তাঁদের । মার্কেটের মধ্যেই বাবেলস ওড়াতে দেখা গেল দেব, পাওলি ও সোহিনীকে । আর তাঁদের সঙ্গেই হাতে হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে ছিলেন লিলি চক্রবর্তী । তাঁরা কতটা মজা করে শুটিং করেছেন সেটা অবশ্য ছবিগুলিই বলে দিচ্ছে ।

শুটিং শেষে সোজা ভারতীয় সেনার সঙ্গে দেখা করতে চিন সীমান্তের নাথু লা-য় উড়ে গিয়েছিলেন দেব । সেখানে জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি । তাঁদের নানা সুবিধা-অসুবিধার কথাও শোনেন ।

সব ঠিক থাকলে 20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

কলকাতা : শেষ হয়েছে 'সাঁঝবাতি'-র শুটিং । দার্জিলিংয়ে চলছিল ছবির শুটিং । শুটিংয়ের ফাঁকেই জমিয়ে মজা করেছেন অভিনেতারা । বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে তাঁদের । সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন সেই ছবি ।

'সাঁঝবাতি' ছবিটি নিয়ে খুবই ব্যস্ত ছিলেন দেব । এই ছবিতে প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । ফলত ছবিটি নিয়ে যথেষ্ট আনন্দে রয়েছেন অভিনেতা । অন্যদিকে পাওলি দাম ও লিলি চক্রবর্তী রয়েছেন ছবিতে । আর ছবির শুটিংয়ের জন্য শৈলশহর দার্জিলিংয়ে উড়ে গিয়েছিলেন তাঁরা ।

শুটিংয়ের ফাঁকে ম্যালে দেব, পাওলি ও লিলিকে দেখা গেল অন্য মেজাজে । প্রচণ্ড ঠান্ডার জন্য সোয়েটার, চাদর ও মাফলার জড়ানো অবস্থা দেখা গেছে তাঁদের । মার্কেটের মধ্যেই বাবেলস ওড়াতে দেখা গেল দেব, পাওলি ও সোহিনীকে । আর তাঁদের সঙ্গেই হাতে হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে ছিলেন লিলি চক্রবর্তী । তাঁরা কতটা মজা করে শুটিং করেছেন সেটা অবশ্য ছবিগুলিই বলে দিচ্ছে ।

শুটিং শেষে সোজা ভারতীয় সেনার সঙ্গে দেখা করতে চিন সীমান্তের নাথু লা-য় উড়ে গিয়েছিলেন দেব । সেখানে জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি । তাঁদের নানা সুবিধা-অসুবিধার কথাও শোনেন ।

সব ঠিক থাকলে 20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.