কলকাতা : নন্দিনী চরিত্রটির রূপসার থেকে একেবারেই আলাদা। রূপসার মধ্যে মহিলাসুলভ সবরকমের বৈশিষ্ট্য আছে। কিন্তু নন্দিনী একেবারেই তা নয়। সে টম বয়। সব সময় একটা ছেলে ছেলে হাবভাব। এই নন্দিনীর একজনকে ভালো লেগে যায়। যে চরিত্রটি করছেন বনি সেনগুপ্ত। তারপর কী হয়, জানতে হলে দেখতে হবে কে তুমি তুমি নন্দিনী। তবে নিজের থেকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে ব্যাপারটিকে দারূণ উপভোগ করেছেন নবাগতা রূপসা।
টেলিভিশন থেকে সিনেমা, কেমন ছিল রূপসার জার্নি ? - INTERVIEW
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন ছবি "কে তুমি নন্দিনী" মুক্তি পেয়েছে ২৬ এপ্রিল। পথিকৃৎ বসুর পরিচালনায় সেই ছবিতে ডেবিউ করেছেন রূপসা মুখোপাধ্যায়। কিন্তু, নন্দিনী একেবারেই তা নয়। রূপসা থেকে নন্দিনী হয়ে ওঠার গল্প হোক বা বনির সঙ্গে কাজ, প্রথম অভিজ্ঞতার কথা ETV BHARAT'এর সঙ্গে শেয়ার করলেন রূপসা।
রূপসা মুখোপাধ্যায়
কলকাতা : নন্দিনী চরিত্রটির রূপসার থেকে একেবারেই আলাদা। রূপসার মধ্যে মহিলাসুলভ সবরকমের বৈশিষ্ট্য আছে। কিন্তু নন্দিনী একেবারেই তা নয়। সে টম বয়। সব সময় একটা ছেলে ছেলে হাবভাব। এই নন্দিনীর একজনকে ভালো লেগে যায়। যে চরিত্রটি করছেন বনি সেনগুপ্ত। তারপর কী হয়, জানতে হলে দেখতে হবে কে তুমি তুমি নন্দিনী। তবে নিজের থেকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে ব্যাপারটিকে দারূণ উপভোগ করেছেন নবাগতা রূপসা।
Intro:শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন ছবি "কে তুমি নন্দিনী" মুক্তি পেতে চলেছে ২৬ এপ্রিল। পথিকৃৎ বসুর পরিচালনায় সেই ছবিতে প্রথমবারের জন্য বড় পর্দায় কাজ করতে চলেছেন ছোট পর্দার নায়িকা রূপসা বন্দোপাধ্যায়।
Body:নন্দিনী চরিত্রটির রূপসার থেকে একেবারেই আলাদা। রুপসার মধ্যে মহিলাসুলভ সবরকমের বৈশিষ্ট্য আছে। কিন্তু নন্দিনী একেবারেই তা নয়। সে টম বয়। সব সময় একটা ছেলে ছেলে হাবভাব। এই নন্দিনীর একজনকে ভালো লেগে যায়। যে চরিত্রটি করছেন বনি সেনগুপ্ত। তারপর কী হয়, জানতে হলে দেখতে হবে কে তুমি তুমি নন্দিনী। তবে নিজের থেকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে ব্যাপারটিকে দারূণ উপভোগ করেছেন নবাগতা রূপসা।
Conclusion: বড় পর্দায় নিজের প্রথম অভিজ্ঞতার কথা ETV BHARAT'এর সঙ্গে শেয়ার করলেন রূপসা।
Body:নন্দিনী চরিত্রটির রূপসার থেকে একেবারেই আলাদা। রুপসার মধ্যে মহিলাসুলভ সবরকমের বৈশিষ্ট্য আছে। কিন্তু নন্দিনী একেবারেই তা নয়। সে টম বয়। সব সময় একটা ছেলে ছেলে হাবভাব। এই নন্দিনীর একজনকে ভালো লেগে যায়। যে চরিত্রটি করছেন বনি সেনগুপ্ত। তারপর কী হয়, জানতে হলে দেখতে হবে কে তুমি তুমি নন্দিনী। তবে নিজের থেকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে ব্যাপারটিকে দারূণ উপভোগ করেছেন নবাগতা রূপসা।
Conclusion: বড় পর্দায় নিজের প্রথম অভিজ্ঞতার কথা ETV BHARAT'এর সঙ্গে শেয়ার করলেন রূপসা।
Last Updated : May 10, 2019, 2:42 PM IST