ETV Bharat / sitara

জন্ম পশ্চিমবঙ্গে হলেও রক্তে আমি কাশ্মীরি : ভরত কউল - Interview

জন্ম পশ্চিমবঙ্গে । তবে রক্তে তিনি কাশ্মীরি । কেন্দ্রের 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা ভরত কউল । একান্ত সাক্ষাৎকারে ETV ভারত সিতারাকে জানালেন ব্য়ক্তিগত অভিজ্ঞতার কথা ।

ভরত কউল
author img

By

Published : Aug 7, 2019, 5:00 PM IST

Updated : Aug 7, 2019, 5:11 PM IST

কলকাতা : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । কেন্দ্রের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে দেশ । মিশ্র প্রতিক্রিয়া বলিউড থেকে টলিউড সব ইন্ডাস্ট্রিতেই । এই আনন্দে সামিল হয়েছেন টলিউডের অতি পরিচিত অভিনেতা কাশ্মীরি পণ্ডিত ভরত কউল । ETV ভারত সিতারাকে একান্ত সাক্ষাৎকারে কাশ্মীর নিয়ে অনেক কথা ভাগ করলেন অভিনেতা ।

শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা অন্যরকম । এই যন্ত্রণা তাঁরাই বোঝেন, যাদের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে অন্য জায়গায় । তেমনই এক পরিবার থেকে এসেছেন ভরত কউল । জন্মসূত্রে কাশ্মীরি পণ্ডিত হলেও ভরতের জন্ম পশ্চিমবঙ্গেই । অন্যদের মতো এই কউল পরিবারকেও কাশ্মীর ছেড়ে চলে আসতে হয়েছিল । বিগত 60 বছর ধরে কলকাতার বাসিন্দা তাঁরা ।

কলকাতা বর্তমান বাসভূমি হলেও মন থেকে তাঁরা এখনও কাশ্মীরি । কলকাতায় জন্ম হলেও ভরত স্কুলের গরমের ছুটিতে পরিবারের সঙ্গে কাশ্মীর যেতেন । সময় কাটাতেন আত্মীয় পরিজনদের সঙ্গে । দেখেছেন ধীরে ধীরে কীভাবে নষ্ট হয়েছে ভূস্বর্গের সৌন্দর্য, কলুষিত হয়েছে স্বর্গীয় বাতাবরণ । দেখেছেন স্বজনদের করুণ পরিস্থিতি, তাঁদের মৃত্যু, ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা ।

আর কী কী বললেন অভিনেতা দেখে নিন ভিডিয়োয়...

ভিডিয়োয় শুনুন অভিনেতা ভরত কউলের বক্তব্য

কলকাতা : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । কেন্দ্রের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে দেশ । মিশ্র প্রতিক্রিয়া বলিউড থেকে টলিউড সব ইন্ডাস্ট্রিতেই । এই আনন্দে সামিল হয়েছেন টলিউডের অতি পরিচিত অভিনেতা কাশ্মীরি পণ্ডিত ভরত কউল । ETV ভারত সিতারাকে একান্ত সাক্ষাৎকারে কাশ্মীর নিয়ে অনেক কথা ভাগ করলেন অভিনেতা ।

শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা অন্যরকম । এই যন্ত্রণা তাঁরাই বোঝেন, যাদের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে অন্য জায়গায় । তেমনই এক পরিবার থেকে এসেছেন ভরত কউল । জন্মসূত্রে কাশ্মীরি পণ্ডিত হলেও ভরতের জন্ম পশ্চিমবঙ্গেই । অন্যদের মতো এই কউল পরিবারকেও কাশ্মীর ছেড়ে চলে আসতে হয়েছিল । বিগত 60 বছর ধরে কলকাতার বাসিন্দা তাঁরা ।

কলকাতা বর্তমান বাসভূমি হলেও মন থেকে তাঁরা এখনও কাশ্মীরি । কলকাতায় জন্ম হলেও ভরত স্কুলের গরমের ছুটিতে পরিবারের সঙ্গে কাশ্মীর যেতেন । সময় কাটাতেন আত্মীয় পরিজনদের সঙ্গে । দেখেছেন ধীরে ধীরে কীভাবে নষ্ট হয়েছে ভূস্বর্গের সৌন্দর্য, কলুষিত হয়েছে স্বর্গীয় বাতাবরণ । দেখেছেন স্বজনদের করুণ পরিস্থিতি, তাঁদের মৃত্যু, ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা ।

আর কী কী বললেন অভিনেতা দেখে নিন ভিডিয়োয়...

ভিডিয়োয় শুনুন অভিনেতা ভরত কউলের বক্তব্য
Intro:জম্মু-কাশ্মীরের বুক থেকে প্রত্যাহার করা হয়েছে ৩৭০ ধারা। ভারত সরকারের এই পদক্ষেপে বেজায় খুশি হয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির অতি পরিচিত অভিনেতা কাশ্মীরি পণ্ডিত ভরত কল। যাদবপুরে নিজের বাসভবনে ETV ভারত সিতারার সঙ্গে সেই সংক্রান্ত অনেক কথাই ভাগ করে নিলেন ভরত কল।


Body:শিকড় ছাড়া হওয়ার যন্ত্রণা অন্যরকম। এর যন্ত্রণা তাঁরাই বোঝেন, যাঁদের শিকার ছিঁড়েছে। যাঁদের জোর জবরদস্তি জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে অন্যত্র। তেমনি এক শিকড় ছাড়া পরিবার ভরত কলের। জন্মসূত্রে তিনি কাশ্মীরি পণ্ডিত। অর্থাৎ, কাশ্মীরের সংখ্যালঘু সরস্বত ব্রাহ্মণ হিন্দু।

অন্য অনেক পরিবারের মতোই কল পরিবারকেও কাশ্মীর ছেড়ে চলে আসতে হয়েছিল। দীর্ঘ ৬০ বছর পরিবার কাটিয়ে দিয়েছে কলকাতায়। কলকাতা হয়ে উঠেছে তাঁদের দ্বিতীয় বাসভূমি। তবুও ভরত কল মন থেকে কাশ্মীরি। কাশ্মীর ছাড়ার পরও সেখানে প্রতিবছর তাঁরা যেতেন গ্রীষ্মের ছুটিতে। দেখেছেন ধীরে ধীরে কীভাবে নষ্ট হয়েছে ভূস্বর্গের সৌন্দর্য, কলুষিত হয়েছে স্বর্গীয় বাতাবরণ। দেখেছেন স্বজনদের করুণ পরিস্থিতি, তাঁদের মৃত্যু, ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা।




Conclusion:যে মুহূর্তে ৩৭০ ধারা প্রত্যাহার করল ভারত সরকার, ভরত কল নতুন করে উপলব্ধি করলেন তিনি একজন কাশ্মীরি পণ্ডিত। তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ETV ভারত সিতারাকে জানিয়েছেন তার মনের কথা। দেখুন সেই ভিডিও :
Last Updated : Aug 7, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.