কলকাতা: কালীপুজোর আগের রাতটা নাকি ভূতেদের। সেদিনই এই চতুর্দশী। আর এমনই একরাতে চার ছেলেমেয়ের ভূতেদের মাঝে আটকে পড়ে। আর সেই ছবির প্রচারেই এবার টিম 'ভূত চতুর্দশী' পৌঁছে গেছিল INIFD-এর বার্ষিক ফ্যাশন শোয়ে।
এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল INIFD বার্ষিক ফ্যাশন শো। যার পোশাকি নাম ELIXIR 2019। গতবছরের মতো চলতি বছরও এই ফ্যাশন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা তাঁদের বৈচিত্র্যময় পোশাক দর্শকের সামনে তুলে ধরলেন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাব্বির মালিক পরিচালিত নতুন ছবি 'ভূত চতুর্দশী'-র আরিয়ান, এনা, সৌমেন্দ্র। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিচারকের আসনে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজ়াইনার শর্বরী দত্ত, অভিষেক দত্ত, অভিষেক রায়, অরিজিৎ দত্ত ও রাশিয়ান কনস্যুলেট জেনারেল এলেক্সা এম ইদামকিন।
এনা সাহাকে পাওয়া গেল অনুষ্ঠানে। ফ্যাশন শো নয় অভিনেত্রী কথা বললেন 'ভূত চতুর্দশী' ছবি নিয়ে। তিনি বলেন, "আসলে ছবিটা একটা অ্যাডভেঞ্চারের সঙ্গে হরর থ্রিলারও। যেখানে চারটে বন্ধুর জার্নি। যারা একটি রোড ট্রিপে বেরিয়েছে। এবং ঘুরতে গিয়ে এই চারবন্ধু একটা বাড়িতে গিয়ে কী কী সমস্যা ফেস করছে সেটা নিয়ে এই ছবির গল্প। 'ভূত চতুর্দশী'-র দিন ওরা বেরোচ্ছে এবং সেই দিন একটা ভাঙাচোরা বাড়িতে তাদের সঙ্গে কী কী ঘটছে সেটাই ছবির গল্প।"
অভিনেত্রী দীপ্সিতা বলেন, "ভূতের সঙ্গে পার্টি করার এক্সপেরিয়েন্স খুবই ভালো, সেটা তোমরা 'ভূত চতুর্দশী' ছবিটা দেখলেই বুঝতে পারবে। এবং এই ছবির শুটিং করতে গিয়ে আমরা কীভাবে ভূতের খপ্পরে পড়েছি। আর কীভাবে তাদের খপ্পরে পড়ে আমরা পার্টিটা করেছি, সেটা জানবার জন্য দেখতে হবে আমাদের এই নতুন ছবি।"