ETV Bharat / sitara

কোরোনা সতর্কতায় রাজ্যের সব সিনেমা হল বন্ধের নির্দেশ - undefined

কোরোনা আতঙ্কের জেরে আগেই একাধিক রাজ্যে বন্ধ হয়েছে সিনেমা হল । আর এবার সেই পথেই হাঁটল বাংলা । রাজ্যের সিনেমা হলগুলি আজ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল EIMPA ।

্ি
্িু
author img

By

Published : Mar 17, 2020, 2:52 PM IST

Updated : Mar 17, 2020, 4:53 PM IST

কলকাতা : কোরোনা আতঙ্কের জেরে রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিল EIMPA । আজ থেকেই কার্যকর হবে এই নির্দেশ । 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হলগুলি । EIMPA হাউজ়ের একটি জরুরি বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ প্রসঙ্গে EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, "মানুষের স্বাস্থ্যে স্বার্থে আমরা সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি । জানি এতে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হবে । তাও আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে । EIMPA থেকে আজই রাজ্যের সব হল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । আর্থিক ক্ষতি হবেই । তবে তার জন্য আমাদের কিছু করার নেই । মানুষের স্বাস্থ্য সবার আগে । তাঁরা যদি বেঁচে থাকেন তাহলে সব কিছু ।"

গতকাল নবান্নের একটি বৈঠকে রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুরোধকে মাথায় রেখেই আজ সব হল মালিকদের এই নির্দেশ দেয় EIMPA । তবে যারা এই নির্দেশ না মেনে যাঁরা হল খুলে রাখবেন তার জন্য EIMPA-কে কোনওভাবেই দায়ি করা যাবে না বলে জানিয়েছেন পিয়া সেনগুপ্ত ।

তিনি বলেন, "EIMPA-র নির্দেশ না মেনে যদি কেউ 31 মার্চের আগেও সিনেমা হল খোলা রাখে, তাহলে সেটা তাদের বিষয় । ওই সময়ের মধ্যে যদি তারা কোনও সমস্যায় পড়ে তাহলে তার জন্য EIMPA কোনওভাবেই দায়ি থাকবে না ।"

ইতিমধ্যেই বিশ্বের প্রায় সব প্রান্তেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । প্রতি দিনই বাড়ছে আক্রান্তর সংখ্যা । এর জেরে মৃত্যু হয়েছে অনেকেরই । আর এই আতঙ্কের জেরে আপাতত বলিউড থেকে হলিউড বেশিরভাগ জায়গাতেই বন্ধ সিনেমার শুটিং । পিছিয়ে গেছে একাধিক ছবি মুক্তির তারিখও । আর এবার সেই পথেই হাঁটল টলিউড । রাজ্যের সব সিনেমা হল বন্ধের নির্দেশ দিল EIMPA ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : কোরোনা আতঙ্কের জেরে রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিল EIMPA । আজ থেকেই কার্যকর হবে এই নির্দেশ । 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হলগুলি । EIMPA হাউজ়ের একটি জরুরি বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ প্রসঙ্গে EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, "মানুষের স্বাস্থ্যে স্বার্থে আমরা সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি । জানি এতে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হবে । তাও আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে । EIMPA থেকে আজই রাজ্যের সব হল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । আর্থিক ক্ষতি হবেই । তবে তার জন্য আমাদের কিছু করার নেই । মানুষের স্বাস্থ্য সবার আগে । তাঁরা যদি বেঁচে থাকেন তাহলে সব কিছু ।"

গতকাল নবান্নের একটি বৈঠকে রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুরোধকে মাথায় রেখেই আজ সব হল মালিকদের এই নির্দেশ দেয় EIMPA । তবে যারা এই নির্দেশ না মেনে যাঁরা হল খুলে রাখবেন তার জন্য EIMPA-কে কোনওভাবেই দায়ি করা যাবে না বলে জানিয়েছেন পিয়া সেনগুপ্ত ।

তিনি বলেন, "EIMPA-র নির্দেশ না মেনে যদি কেউ 31 মার্চের আগেও সিনেমা হল খোলা রাখে, তাহলে সেটা তাদের বিষয় । ওই সময়ের মধ্যে যদি তারা কোনও সমস্যায় পড়ে তাহলে তার জন্য EIMPA কোনওভাবেই দায়ি থাকবে না ।"

ইতিমধ্যেই বিশ্বের প্রায় সব প্রান্তেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । প্রতি দিনই বাড়ছে আক্রান্তর সংখ্যা । এর জেরে মৃত্যু হয়েছে অনেকেরই । আর এই আতঙ্কের জেরে আপাতত বলিউড থেকে হলিউড বেশিরভাগ জায়গাতেই বন্ধ সিনেমার শুটিং । পিছিয়ে গেছে একাধিক ছবি মুক্তির তারিখও । আর এবার সেই পথেই হাঁটল টলিউড । রাজ্যের সব সিনেমা হল বন্ধের নির্দেশ দিল EIMPA ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Mar 17, 2020, 4:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.