ETV Bharat / sitara

Binisutoy: মুক্তি পেল বিনিসুতোয়, হলে গিয়ে ঋত্বিক-জয়ার ছবি দেখে উচ্ছ্বসিত ইমন

নন্দনে মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), জয়া এহসান (Jaya Ahsan)-এর ছবি বিনিসুতোয় (Binisutoy)৷ স্বামী নীলাঞ্জন ঘোষকে সঙ্গে নিয়ে তার প্রিমিয়ারে গেলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)৷

iman-chakraborty-watched-ritwick-chakraborty-and-jaya-ahsan-starrer-binisutoy-without-strings-at-hall
মুক্তি পেল বিনিসুতোয়, হলে গিয়ে ঋত্বিক-জয়ার ছবি দেখে উচ্ছ্বসিত ইমন
author img

By

Published : Aug 20, 2021, 7:13 PM IST

কলকাতা, 20 অগস্ট: প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলা ছবি বিনিসুতোয় (Binisutoy)৷ অতনু ঘোষ পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), জয়া এহসান (Jaya Ahsan) ও চান্দ্রেয়ী ঘোষ ৷ বহুদিন পর সিনেমা হলে গিয়ে সেই ছবি দেখে উচ্ছ্বসিত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)৷ হাবি নীলাঞ্জন ঘোষের সঙ্গে নন্দনে ফিল্মের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি ৷ মুভি দেখার ফাঁকেই ছবি তুললেন ঋত্বিক-সহ অন্যান্য তারকাদের সঙ্গে ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন সেই ছবি ৷

করোনা আবহে শুধুমাত্র নন্দনে মুক্তি পেয়েছে অতনু ঘোষের ছবি বিনিসুতোয় ৷ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির নানা কুশীলব ও অন্যান্য তারকারা ৷ স্বামী নীলাঞ্জন ঘোষকে নিয়ে প্রিমিয়ারে যান ইমন চক্রবর্তী ৷ রঙিন ক্যাজুয়াল লুকে ঝলমলে লাগছিল ইমনকে ৷ বহু দিন পর প্রেক্ষাগৃহে ফিল্ম দেখতে যাওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ৷ সেখানে গিয়ে তিনি ছবি তুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

এক ফালি রোদের পর বেশ কয়েক বছর আর কোনও ফিল্মে দেখা যায়নি ঋত্বিককে ৷ আর পরিচালক অতনু ঘোষের সঙ্গে এটা জয়া এহসানের দ্বিতীয় ছবি ৷ এর আগে, রবিবার ও রূপকথা নয় ছবি করেও দর্শকদের সাধুবাদ পেয়েছেন অতনু ৷ বিনিসুতোয় উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েনের গল্প ৷ দর্শকদের মন জয় করেছে ঋত্বিক ও জয়ার অনবদ্য অভিনয় ৷

আরও পড়ুন: Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

এখানে আজ মুক্তি পেলেও এই ফিল্ম বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই অনেক প্রশংসা কুড়িয়েছে ৷ এফআইপিআরইএসসিআই ইন্ডিয়া গ্রা প্রিঁ 2020 সালের তালিকায় শীর্ষ 10টি ছবির মধ্যে স্থান পেয়েছে বিনিসুতোয় ৷ এ ছাড়াও দেশের একমাত্র ফিল্ম হিসেবে বিনিসুতোয় প্রদর্শিত হয়েছিল 40তম হাওয়াই চলচ্চিত্র উৎসবে ৷ ঔরঙ্গাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতনু ঘোষের এই ছবি সেরা চিত্রনাট্য ও সেরা সঙ্গীতে পুরস্কৃত হয় ৷ ফ্রান্স, স্পেন ও ইতালি চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

কলকাতা, 20 অগস্ট: প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলা ছবি বিনিসুতোয় (Binisutoy)৷ অতনু ঘোষ পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), জয়া এহসান (Jaya Ahsan) ও চান্দ্রেয়ী ঘোষ ৷ বহুদিন পর সিনেমা হলে গিয়ে সেই ছবি দেখে উচ্ছ্বসিত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)৷ হাবি নীলাঞ্জন ঘোষের সঙ্গে নন্দনে ফিল্মের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি ৷ মুভি দেখার ফাঁকেই ছবি তুললেন ঋত্বিক-সহ অন্যান্য তারকাদের সঙ্গে ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন সেই ছবি ৷

করোনা আবহে শুধুমাত্র নন্দনে মুক্তি পেয়েছে অতনু ঘোষের ছবি বিনিসুতোয় ৷ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির নানা কুশীলব ও অন্যান্য তারকারা ৷ স্বামী নীলাঞ্জন ঘোষকে নিয়ে প্রিমিয়ারে যান ইমন চক্রবর্তী ৷ রঙিন ক্যাজুয়াল লুকে ঝলমলে লাগছিল ইমনকে ৷ বহু দিন পর প্রেক্ষাগৃহে ফিল্ম দেখতে যাওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ৷ সেখানে গিয়ে তিনি ছবি তুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

এক ফালি রোদের পর বেশ কয়েক বছর আর কোনও ফিল্মে দেখা যায়নি ঋত্বিককে ৷ আর পরিচালক অতনু ঘোষের সঙ্গে এটা জয়া এহসানের দ্বিতীয় ছবি ৷ এর আগে, রবিবার ও রূপকথা নয় ছবি করেও দর্শকদের সাধুবাদ পেয়েছেন অতনু ৷ বিনিসুতোয় উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েনের গল্প ৷ দর্শকদের মন জয় করেছে ঋত্বিক ও জয়ার অনবদ্য অভিনয় ৷

আরও পড়ুন: Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

এখানে আজ মুক্তি পেলেও এই ফিল্ম বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই অনেক প্রশংসা কুড়িয়েছে ৷ এফআইপিআরইএসসিআই ইন্ডিয়া গ্রা প্রিঁ 2020 সালের তালিকায় শীর্ষ 10টি ছবির মধ্যে স্থান পেয়েছে বিনিসুতোয় ৷ এ ছাড়াও দেশের একমাত্র ফিল্ম হিসেবে বিনিসুতোয় প্রদর্শিত হয়েছিল 40তম হাওয়াই চলচ্চিত্র উৎসবে ৷ ঔরঙ্গাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতনু ঘোষের এই ছবি সেরা চিত্রনাট্য ও সেরা সঙ্গীতে পুরস্কৃত হয় ৷ ফ্রান্স, স্পেন ও ইতালি চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.