ETV Bharat / sitara

"এরা বেঁচে আছেন কেন ?", ক্ষোভে ফেটে পড়লেন ইমন - ইমন চক্রবর্তীর খবর

বিয়ের পর সিঁদুর পরেন না ইমন চক্রবর্তী । এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত । তবে অনেকেই সেই ব্যক্তিগত সীমারেখাটা ভুলে যান । নিজেদের মানসিকতা অনুযায়ী পরামর্শ দিতে থাকেন সোশাল মিডিয়ায় । এই মানুষগুলোর প্রতি ক্ষোভ উগড়ে দিলেন ইমন ।

Iman chakrabarty on putting sindoor
Iman chakrabarty on putting sindoor
author img

By

Published : Feb 14, 2021, 6:37 PM IST

কলকাতা : স্পষ্টবক্তা ইমন চক্রবর্তী । নিজের মনের কথা চেপেচুপে রাখেন না তিনি । আর এই ট্রোলিংয়ের বাজারে চুপ থাকা উচিতও নয় । খোলস ছেড়ে মাঝেমধ্যে ফোঁস করতেই হয় ইমনকে ।

বিয়ের পর গায়িকার সিঁদুর না পরা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন । তবে তুহিন নামে এক নেটিজেন অসভ্যতার মাত্রা ছাড়ালেন । তিনি ইঙ্গিত করলেন যে, সিঁদুর না পরা মানে আসলে বৈধব্য ।

আর এই দেখেই মেজাজ হারিয়েছেন ইমন । তুহিন লিখেছেন, "বিয়ে করার পর ওনার স্বামী কবে মারা গেল? নাকি সিঁদুর ওনার ফ্যাশানের সাথে যায়নি!"

মন্তব্যটি মার্ক করে ইমন পালটা লিখেছেন, "আমি জাস্ট জানতে চাই এনারা কেন বেঁচে আছেন ? নোংরামির একটা সীমা থাকা উচিত । এসব দেখে আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি ।"

ইমনের এই প্রতিক্রিয়া বোধহয় স্বাভাবিক । দেখে নিন তাঁর পোস্ট...

" class="align-text-top noRightClick twitterSection" data="

Ami just jante chai enara Kano bneche achen? Nongramir Ekta sima thaka uchit. I am bloody tired with all these.

Posted by Iman Chakraborty on Saturday, 13 February 2021
">

Ami just jante chai enara Kano bneche achen? Nongramir Ekta sima thaka uchit. I am bloody tired with all these.

Posted by Iman Chakraborty on Saturday, 13 February 2021

কলকাতা : স্পষ্টবক্তা ইমন চক্রবর্তী । নিজের মনের কথা চেপেচুপে রাখেন না তিনি । আর এই ট্রোলিংয়ের বাজারে চুপ থাকা উচিতও নয় । খোলস ছেড়ে মাঝেমধ্যে ফোঁস করতেই হয় ইমনকে ।

বিয়ের পর গায়িকার সিঁদুর না পরা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন । তবে তুহিন নামে এক নেটিজেন অসভ্যতার মাত্রা ছাড়ালেন । তিনি ইঙ্গিত করলেন যে, সিঁদুর না পরা মানে আসলে বৈধব্য ।

আর এই দেখেই মেজাজ হারিয়েছেন ইমন । তুহিন লিখেছেন, "বিয়ে করার পর ওনার স্বামী কবে মারা গেল? নাকি সিঁদুর ওনার ফ্যাশানের সাথে যায়নি!"

মন্তব্যটি মার্ক করে ইমন পালটা লিখেছেন, "আমি জাস্ট জানতে চাই এনারা কেন বেঁচে আছেন ? নোংরামির একটা সীমা থাকা উচিত । এসব দেখে আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি ।"

ইমনের এই প্রতিক্রিয়া বোধহয় স্বাভাবিক । দেখে নিন তাঁর পোস্ট...

" class="align-text-top noRightClick twitterSection" data="

Ami just jante chai enara Kano bneche achen? Nongramir Ekta sima thaka uchit. I am bloody tired with all these.

Posted by Iman Chakraborty on Saturday, 13 February 2021
">

Ami just jante chai enara Kano bneche achen? Nongramir Ekta sima thaka uchit. I am bloody tired with all these.

Posted by Iman Chakraborty on Saturday, 13 February 2021
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.