ETV Bharat / sitara

"জীবনের শেষ দিনও যেন শট দিতে পারি", জন্মদিনে বললেন প্রসেনজিৎ - prosenjit chatterjee birth day

প্রসেনজিৎ বলেন, "আমার পাড়ার পুজো ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব । তাঁরা আমার খুব কাছের মানুষ । আমাকে অনুরোধ করে না । আদেশ দেন । যেমন আজ সকালে একটা মেসেজ আসে । বলা হয়, এই সময়টা খালি রাখতে । তাই আমাকে আসতেই হত । সেই আদেশ আমি ফেলতে পারি না । ওরা আমার ছোটো ছোটো ভাই-বোনের মতো । আমাকে খুব ভালোবাসে ।"

ছবি
author img

By

Published : Sep 30, 2019, 7:29 PM IST

কলকাতা : পাড়ার ছেলে তিনি । তাই আবদারেরও শেষ নেই । আর তাই কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের আয়োজন করা হয়েছিল । এই আয়োজন করেছিল ২১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি । তবে কেক কেটে নয় । বোন পল্লবীর হাতে পায়েস খেয়ে জন্মদিন সেলিব্রেট করলেন তিনি ।

প্রসেনজিৎ বলেন, "আমার পাড়ার পুজো ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব । তাঁরা আমার খুব কাছের মানুষ । আমাকে অনুরোধ করে না । আদেশ দেন । যেমন আজ সকালে একটা মেসেজ আসে । বলা হয়, এই সময়টা খালি রাখতে । তাই আমাকে আসতেই হত । সেই আদেশ আমি ফেলতে পারি না । ওরা আমার ছোটো ছোটো ভাই-বোনের মতো । আমাকে খুব ভালোবাসে ।"

বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন বুম্বাদা । বলেন, "আমি আজ যা হয়েছি সব আপনাদের জন্য । জীবনের শেষ দিনও যাতে শট দিতে পারি তেমনই আমার ইচ্ছে । আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে । ছোটোবেলায় স্কুলের বন্ধুরা জন্মদিনে আসত । সেই বন্ধুদের খুব মিস করি । তখন তো এরকমভাবে জন্মদিন হত না । ছবিতে কাজ করা শুরু করি যখন, শুটিং ফ্লোরের কোনও একটা মেকআপ রুমে আমার মা পায়েস আর বড় বড় ডিব্বায় খাবার নিয়ে যেতেন । সেখানেই আমার জন্মদিন পালিত হত । দুর্গাপুজো আর আমার জন্মদিন একসঙ্গেই হয় অধিকাংশ সময় । জীবনে এমন সময়ও গেছে পুজোতে আমার নতুন জামা হয়নি । সেই সময় আমাকে আর পল্লবীকে কিনে দেওয়া মায়ের জামা আমার কাছে খুব স্পেশাল গিফট । এখন আমার ছেলের পকেটমানি থেকে ওর কিনে দেওয়া উপহার আমার কাছে খুব স্পেশাল ।"

প্রসেনজিৎকে সারপ্রাইজ় দিতে সেখানে গিয়েছিল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার এবং আরও অনেকে । সেলিব্রেশনের সময় 'চিরদিনই তুমি যে আমার' গান গেয়েও তাঁকে শোনানো হয় ।

দেখুন ভিডিও...

দেখুন ভিডিয়ো

কলকাতা : পাড়ার ছেলে তিনি । তাই আবদারেরও শেষ নেই । আর তাই কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের আয়োজন করা হয়েছিল । এই আয়োজন করেছিল ২১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি । তবে কেক কেটে নয় । বোন পল্লবীর হাতে পায়েস খেয়ে জন্মদিন সেলিব্রেট করলেন তিনি ।

প্রসেনজিৎ বলেন, "আমার পাড়ার পুজো ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব । তাঁরা আমার খুব কাছের মানুষ । আমাকে অনুরোধ করে না । আদেশ দেন । যেমন আজ সকালে একটা মেসেজ আসে । বলা হয়, এই সময়টা খালি রাখতে । তাই আমাকে আসতেই হত । সেই আদেশ আমি ফেলতে পারি না । ওরা আমার ছোটো ছোটো ভাই-বোনের মতো । আমাকে খুব ভালোবাসে ।"

বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন বুম্বাদা । বলেন, "আমি আজ যা হয়েছি সব আপনাদের জন্য । জীবনের শেষ দিনও যাতে শট দিতে পারি তেমনই আমার ইচ্ছে । আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে । ছোটোবেলায় স্কুলের বন্ধুরা জন্মদিনে আসত । সেই বন্ধুদের খুব মিস করি । তখন তো এরকমভাবে জন্মদিন হত না । ছবিতে কাজ করা শুরু করি যখন, শুটিং ফ্লোরের কোনও একটা মেকআপ রুমে আমার মা পায়েস আর বড় বড় ডিব্বায় খাবার নিয়ে যেতেন । সেখানেই আমার জন্মদিন পালিত হত । দুর্গাপুজো আর আমার জন্মদিন একসঙ্গেই হয় অধিকাংশ সময় । জীবনে এমন সময়ও গেছে পুজোতে আমার নতুন জামা হয়নি । সেই সময় আমাকে আর পল্লবীকে কিনে দেওয়া মায়ের জামা আমার কাছে খুব স্পেশাল গিফট । এখন আমার ছেলের পকেটমানি থেকে ওর কিনে দেওয়া উপহার আমার কাছে খুব স্পেশাল ।"

প্রসেনজিৎকে সারপ্রাইজ় দিতে সেখানে গিয়েছিল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার এবং আরও অনেকে । সেলিব্রেশনের সময় 'চিরদিনই তুমি যে আমার' গান গেয়েও তাঁকে শোনানো হয় ।

দেখুন ভিডিও...

দেখুন ভিডিয়ো
Intro:পাড়ার ছেলে তিনি। তাই আবদারেরও শেষ নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে আজ সকালে কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল তাঁর জন্মদিনের পার্টির। আয়োজন করেছিল ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তবে কেক কেটে নয়। বোন পল্লবীর হাতে পায়েস খেয়ে জন্মদিন পালন করলেন সকলের প্রিয় বুম্বাদা। পার্টিতে হাজির ছিল ETV ভারত সিতারা।


Body:প্রসেনজিৎ বলেন, "আমার পাড়ার পুজো ৭১ পল্লী সর্বজনীন দুর্গোৎসব। তাঁরা আমার আপনজন। খুব কাছের মানুষ। আমাকে অনুরোধ করে না। বা রিকুয়েস্ট করে না। আমাকে আদেশ করে। যেমন আজ। আজ সকালে একটা মেসেজ আসে। বলা হয়, এই সময়টা খালি রাখতে। আমাকে আসতেই হত। সেই আদেশ আমি ফেলতে পারি না। ওরা আমার ছোটো ছোটো ভাই-বোনের মতো। আমাকে খুব ভালোবাসে।"

বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন বুম্বাদা। বলেন, "আমি আজ যা হয়েছি সব আপনাদের জন্য। জীবনের শেষ দিনও যাতে শট দিতে পারি তেমনই আমার ইচ্ছে। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় স্কুলের বন্ধুরা জন্মদিনে আসত। সেই বন্ধুদের খুব মিস করি। তখন তো এরকমভাবে জন্মদিন হত না। ছবিতে কাজ করা শুরু করি যখন, শুটিং ফ্লোরের কোনও একটা মেকআপ রুমে আমার মা পায়েস আর বড় বড় ডিব্বায় খাবার নিয়ে যেতেন। সেখানেই আমার জন্মদিন পালিত হত। দুর্গাপুজো আর আমার জন্মদিন একসঙ্গেই হয় অধিকাংশ সময়। জীবনে এমন সময়ও গেছে পুজোতে আমার নতুন জামা হয়নি। সেই সময় আমাকে আর পল্লবীকে কিনে দেওয়া মায়ের জামা আমার কাছে খুব স্পেশাল গিফট। এখন আমার ছেলের পকেটমানি থেকে ওর কিনে দেওয়া উপহার আমার কাছে খুব স্পেশাল।"




Conclusion:প্রিয় বুম্বাদাকে সারপ্রাইজ দিতে সেখানে এসেছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার এবং আরও অনেকে। বুম্বাদার ছবির গান 'চিরদিনই তুমি যে আমার' গেয়ে শোনানো হয়েছে তাঁকে। দেখুন ভিডিও।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.