দিল্লি : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারকা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা । আজ রাজ্যসভায় এই ইশুতে সরব হয়েছিলেন সাংসদ জয়া বচ্চন । বলেন, "এই সব অপরাধীদের জনসমক্ষে পেটানো উচিত ৷" তাঁর মন্তব্যকে সমর্থন জানিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । তিনি বলেন, "আমি মনে করি ধর্ষকদের নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে গিয়ে বিচারের জন্য অপেক্ষা করার কোনও প্রয়োজন নেই । তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হোক । সব মন্ত্রীর কাছে আমার অনুরোধ এমন কঠোর আইন তৈরি করা হোক যাতে ধর্ষণের কথা ছেড়েই দিন, দুষ্কৃতীরা কোনও মহিলাকে খারাপ চোখে দেখার আগে অন্তত 100 বার চিন্তা করবে ।"
বুধবার বিকেলের দিকে সামসাবাদ টোল প্লাজ়ার কাছে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন ওই পশু চিকিৎসক যুবতি । স্কুটির পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক । তার মধ্যে ছিল চার অভিযুক্ত । কয়েক ঘণ্টা পর ওই চিকিৎসক ফিরে এসে দেখেন তাঁর স্কুটির চাকা পাংচার হয়ে গেছে । তখন তাঁকে সাহায্য করতে অভিযুক্তদের একজন এগিয়ে আসে । এরপর সাহায্যের অছিলায় ওই চিকিৎসককে রাস্তার পাশে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার দুষ্কৃতী । ধর্ষণের পর যুবতিকে খুন করে দেহটি পুড়িয়ে দেয় । এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা দেশ ।
-
TMC MP Mimi Chakraborty on Jaya Bachchan's statement in Rajya Sabha "rapists should be lynched" after rape & murder of veterinarian: I agree with her. I don't think we need to take rapists to courts with protection and then wait for justice. Immediate punishment is needed. https://t.co/e4aMx2MJSs pic.twitter.com/Jzn9QYl5yI
— ANI (@ANI) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TMC MP Mimi Chakraborty on Jaya Bachchan's statement in Rajya Sabha "rapists should be lynched" after rape & murder of veterinarian: I agree with her. I don't think we need to take rapists to courts with protection and then wait for justice. Immediate punishment is needed. https://t.co/e4aMx2MJSs pic.twitter.com/Jzn9QYl5yI
— ANI (@ANI) December 2, 2019TMC MP Mimi Chakraborty on Jaya Bachchan's statement in Rajya Sabha "rapists should be lynched" after rape & murder of veterinarian: I agree with her. I don't think we need to take rapists to courts with protection and then wait for justice. Immediate punishment is needed. https://t.co/e4aMx2MJSs pic.twitter.com/Jzn9QYl5yI
— ANI (@ANI) December 2, 2019
আজ রাজ্যসভায় এই ইশুতে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, "মানুষ চায়, সরকার এই ধরনের ঘটনায় (অপরাধীদের) সঠিক ও নির্দিষ্ট জবাব দিক । আমি মনে করি এটাই আদর্শ সময় (জবাব দেওয়ার) । কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছে সরকার ? নির্যাতিতদের কীভাবে বিচার দেওয়া হয়েছে ?"
-
Rajya Sabha MP Jaya Bachchan: These type of people (the accused in rape ) need to be brought out in public and lynched https://t.co/2QcQh1FugY
— ANI (@ANI) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rajya Sabha MP Jaya Bachchan: These type of people (the accused in rape ) need to be brought out in public and lynched https://t.co/2QcQh1FugY
— ANI (@ANI) December 2, 2019Rajya Sabha MP Jaya Bachchan: These type of people (the accused in rape ) need to be brought out in public and lynched https://t.co/2QcQh1FugY
— ANI (@ANI) December 2, 2019
তিনি আরও বলেন, "কেন (ধর্ষণের ঘটনা) আটকানো গেল না ? নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের প্রশ্ন করা উচিত নয় কি ? ওই এলাকায় কেন নিরাপত্তা দেওয়া হল না, সেই প্রশ্নের উত্তর দেওয়া দরকার । এই সব অপরাধীদের জনসমক্ষে পেটানো উচিত ৷" জয়া বচ্চনের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন অনেকেই ।
হায়দরাবাদের সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা । টুইট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তাঁরা । কবে এই ধরনের ঘটনা বন্ধ হবে সে প্রশ্ন তুলে টুইট করেন অভিষেক বচ্চন । এছাড়া, টুইটারে সরব হন ফারহান আখতার, ঋষি কাপুর, রিচা চাড্ডা, পরিণীতি চোপড়া, স্বরা ভাস্কর, ইয়ামি গৌতম, অক্ষয় কুমার সহ আরও অনেকে ।