ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত পরিবেশে কেমন আছেন সৌমিত্র ? - soumitra chatterjee in corona

গোটা পৃথিবী এখন কোরোনার প্রকোপে আতঙ্কিত । বয়স্ক, বাচ্চা এবং ডায়াবেটিক রোগীদের জন্য সবথেকে বেশি বিপজ্জনক এই মারণ জীবাণু । এই পরিস্থিতিতে কেমন আছেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ? ETV ভারতকে জানালেন তাঁর কন্যা পৌলমী বোস । কথা বললেন সৌমিত্র নিজেও ।

soumitra chatterjee health
soumitra chatterjee health
author img

By

Published : Mar 27, 2020, 1:59 PM IST

Updated : Mar 27, 2020, 3:33 PM IST

কলকাতা : কয়েকমাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তবে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি । বয়স বেড়েছে তাঁর । ইদানিং ছবির প্রমোশন বা অন্যান্য ইভেন্টেও একেবারে দেখা যায় না সৌমিত্রকে । যদিও কাজের ক্ষেত্রে খুব একটা বিধিনিষেধ ছিল না । নিয়ম মেনে থিয়েটার, সিনেমায় কাজ করছিলেন তিনি । এভাবে চলতে চলতে হঠাৎ এল কোরোনা । এই পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন অভিনেতা ?

কন্যা পৌলমী বললেন, "বাবা এখন ভালো আছেন । নিয়মের মধ্যেই রাখা হয়েছে বাবাকে ।" বাড়িতে থাকাকালীন সৌমিত্রবাবু নিজেকে অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত রাখেন । নিয়মিত লেখালেখি করেন । বই পড়েন । আর সেই সঙ্গে ছবিও আঁকেন গলফ গ্রিনের বাড়িতে তাঁর নিজস্ব আকার ঘরে । সেই সমস্ত কাজের মধ্য়েই আছেন তিনি ।

সৌমিত্রবাবু আমাদের আগেই বলেছেন, "কোরোনা থেকে সকলের সাবধান থাকা উচিত। তবে আমি বেশি কিছু বলব না, সবাই সবকিছু জানে।"

অন্যদিকে আজ বিশ্ব নাট্যদিবস । বিনোদনের সমস্ত কাজ এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে কোরোনো সংক্রমণ এড়ানোর জন্য । এই প্রসঙ্গে পৌলমী বললেন, "আজ বিশ্ব নাট্যদিবস । এটাই কামনা করি, এই বিপদের সময় কাটিয়ে আমরা যেন আবার নাটকের সঙ্গে যুক্ত হতে পারি । এই বিপদকে কাটানোর জন্য আমাদের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে । সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক । সরকার থেকে যা যা করতে বলা হচ্ছে, তাই মেনে চলতে হবে । এই কঠিন সময়ে আমাদের সাবধানে থাকতে হবে, চারপাশের মানুষকে সাবধানে রাখতে হবে । তোমরাও ভালো থেকো।"

লকডাউনের অচলতা কাটিয়ে সবাই আবার তাড়াতাড়ি নিজের কাজে ফিরতে পারে যেন, আশা রাখছেন পৌলমী ।

কলকাতা : কয়েকমাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তবে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি । বয়স বেড়েছে তাঁর । ইদানিং ছবির প্রমোশন বা অন্যান্য ইভেন্টেও একেবারে দেখা যায় না সৌমিত্রকে । যদিও কাজের ক্ষেত্রে খুব একটা বিধিনিষেধ ছিল না । নিয়ম মেনে থিয়েটার, সিনেমায় কাজ করছিলেন তিনি । এভাবে চলতে চলতে হঠাৎ এল কোরোনা । এই পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন অভিনেতা ?

কন্যা পৌলমী বললেন, "বাবা এখন ভালো আছেন । নিয়মের মধ্যেই রাখা হয়েছে বাবাকে ।" বাড়িতে থাকাকালীন সৌমিত্রবাবু নিজেকে অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত রাখেন । নিয়মিত লেখালেখি করেন । বই পড়েন । আর সেই সঙ্গে ছবিও আঁকেন গলফ গ্রিনের বাড়িতে তাঁর নিজস্ব আকার ঘরে । সেই সমস্ত কাজের মধ্য়েই আছেন তিনি ।

সৌমিত্রবাবু আমাদের আগেই বলেছেন, "কোরোনা থেকে সকলের সাবধান থাকা উচিত। তবে আমি বেশি কিছু বলব না, সবাই সবকিছু জানে।"

অন্যদিকে আজ বিশ্ব নাট্যদিবস । বিনোদনের সমস্ত কাজ এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে কোরোনো সংক্রমণ এড়ানোর জন্য । এই প্রসঙ্গে পৌলমী বললেন, "আজ বিশ্ব নাট্যদিবস । এটাই কামনা করি, এই বিপদের সময় কাটিয়ে আমরা যেন আবার নাটকের সঙ্গে যুক্ত হতে পারি । এই বিপদকে কাটানোর জন্য আমাদের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে । সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক । সরকার থেকে যা যা করতে বলা হচ্ছে, তাই মেনে চলতে হবে । এই কঠিন সময়ে আমাদের সাবধানে থাকতে হবে, চারপাশের মানুষকে সাবধানে রাখতে হবে । তোমরাও ভালো থেকো।"

লকডাউনের অচলতা কাটিয়ে সবাই আবার তাড়াতাড়ি নিজের কাজে ফিরতে পারে যেন, আশা রাখছেন পৌলমী ।

Last Updated : Mar 27, 2020, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.