ETV Bharat / sitara

Indian Religious Guru on Will Smith Slap : স্ত্রী সম্পর্কে মন্তব্য করায় চড়, স্মিথের পাশে ভারতীয় ধর্মীয় গুরু প্রতীক মিশ্র

author img

By

Published : Mar 28, 2022, 7:31 PM IST

স্ত্রীর হেয়ারকাট নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক ৷ তা মেনে নিতে না পেরে অস্কারের মঞ্চে উঠে তাঁকে চড় কষান উইল স্মিথ (Will Smith slaps Chris Rock) ৷ উইল স্মিথের ভারতীয় ধর্মীয় গুরু প্রতীক মিশ্রপুরী (Prateek Mishra) ঘটনাটি সম্পর্কে এই মন্তব্য করলেন ৷

Will Smith
Will Smith

হরিদ্বার, 28 মার্চ : 2022 অস্কারের মঞ্চ সাক্ষী থাকল তাজ্জব এক ঘটনার ৷ মঞ্চে উঠে কৌতুকশিল্পী ক্রিস রককে কষিয়ে এক চড় মারলেন হলিউড স্টার উইল স্মিথ (Will Smith slaps Chris Rock) ৷

সেরা ডকুমেন্টারি বিভাগে অস্কার (Academy Awards 2022) প্রদানের জন্য মঞ্চে উঠেছিলেন ক্রিস রক ৷ পুরস্কার (Oscar Awards 2022) দেওয়ার আগে দর্শকদের নিয়ে কিছু রসিকতা শুরু করেন ক্রিস ৷ তখনই তিনি রসিকতা করেন উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে ৷ তাঁর ছোট করে কাটা চুলের সঙ্গে 'জি আই জেন'-এ ডেমি মুরের অ্যাপিয়ারেন্সের তুলনা করেন ক্রিস ৷ উইল স্মিথের স্ত্রী সেই ছবির সিক্য়ুয়েল করতে পারেন বলে রসিকতা করেন তিনি ৷

ক্রিসের এই রসিকতা ভাল ভাবে নেননি অনেকেই ৷ কিছুটা নীরবতা তৈরি হয় ডলবি থিয়েটারে ৷ তাঁর স্ত্রীর চুল নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে সোজা মঞ্চে উঠে গিয়ে ক্রিসকে কষিয়ে এক চড় মারেন উইল স্মিথ ৷

আরও পড়ুন: Will Smith slaps Chris Rock : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল

উইল স্মিথের ভারতীয় ধর্মীয় গুরু প্রতীক মিশ্রপুরী (Prateek Mishra) ঘটনাটি সম্পর্কে এদিন ইটিভি ভারতকে বলেন, ‘‘ভারতের পবিত্র শহর হরিদ্বারের সঙ্গে উইল স্মিথের গভীর সম্পর্ক রয়েছে ।’’ অস্কারের মঞ্চে ঘটনার বিষয়ে প্রতীক মিশ্র বলেন, "উইল স্মিথ মোটেও রাগী ব্যক্তি নন । হ্যাঁ অবশ্যই তিনি তার পরিবারের জন্য খুব উদ্বিগ্ন থাকেন । এমনকি যখন তিনি হরিদ্বারে এসেছিলেন তখনও তিনি তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ।" মিশ্রপুরী আরও বলেন, "অস্কারের মঞ্চে যা কিছু ঘটেছে তা কেবল অ্যাঙ্কারের কারণেই ঘটেছে ৷ নইলে উইল স্মিথ এমন আচরণ করার ব্যক্তি নন ।"

আরও পড়ুন: Jio Launch 259 Recharge Plan : জিও আনল 30 দিনের বৈধতা-সহ 259 টাকার নতুন প্ল্যান

প্রসঙ্গত, 2018 সালের শুরুর দিকে উইল স্মিথ হরিদ্বারের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য ভারতে এসেছিলেন এবং যেখানে তার জ্যোতিষী প্রতীক মিশ্রপুরীর সঙ্গে দেখা হয় ৷ প্রতীক মিশ্রপুরী বলেন, "হলিউডের একজন শিল্পী উইল স্মিথকে আমার সম্পর্কে বলেছিলেন এবং কয়েক দফা ফোনালাপের পর স্মিথ ভারতে আসার সিদ্ধান্ত নেন ৷ শিব আরাধনা ও গঙ্গা আরতিতে যোগদান করেছিলেন স্মিথ । আমি খুশি যে হিন্দু দেবতাদের আশীর্বাদ উইল স্মিথের সঙ্গে আছে এবং আজ তাই সে অস্কার পেয়েছে ।'’

উল্লেখ্য, অস্কারে 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ । ছবিটি কিং রিচার্ডের বাবা রিচার্ড উইলিয়ামস, টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামসের গল্প ।

হরিদ্বার, 28 মার্চ : 2022 অস্কারের মঞ্চ সাক্ষী থাকল তাজ্জব এক ঘটনার ৷ মঞ্চে উঠে কৌতুকশিল্পী ক্রিস রককে কষিয়ে এক চড় মারলেন হলিউড স্টার উইল স্মিথ (Will Smith slaps Chris Rock) ৷

সেরা ডকুমেন্টারি বিভাগে অস্কার (Academy Awards 2022) প্রদানের জন্য মঞ্চে উঠেছিলেন ক্রিস রক ৷ পুরস্কার (Oscar Awards 2022) দেওয়ার আগে দর্শকদের নিয়ে কিছু রসিকতা শুরু করেন ক্রিস ৷ তখনই তিনি রসিকতা করেন উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে ৷ তাঁর ছোট করে কাটা চুলের সঙ্গে 'জি আই জেন'-এ ডেমি মুরের অ্যাপিয়ারেন্সের তুলনা করেন ক্রিস ৷ উইল স্মিথের স্ত্রী সেই ছবির সিক্য়ুয়েল করতে পারেন বলে রসিকতা করেন তিনি ৷

ক্রিসের এই রসিকতা ভাল ভাবে নেননি অনেকেই ৷ কিছুটা নীরবতা তৈরি হয় ডলবি থিয়েটারে ৷ তাঁর স্ত্রীর চুল নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে সোজা মঞ্চে উঠে গিয়ে ক্রিসকে কষিয়ে এক চড় মারেন উইল স্মিথ ৷

আরও পড়ুন: Will Smith slaps Chris Rock : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল

উইল স্মিথের ভারতীয় ধর্মীয় গুরু প্রতীক মিশ্রপুরী (Prateek Mishra) ঘটনাটি সম্পর্কে এদিন ইটিভি ভারতকে বলেন, ‘‘ভারতের পবিত্র শহর হরিদ্বারের সঙ্গে উইল স্মিথের গভীর সম্পর্ক রয়েছে ।’’ অস্কারের মঞ্চে ঘটনার বিষয়ে প্রতীক মিশ্র বলেন, "উইল স্মিথ মোটেও রাগী ব্যক্তি নন । হ্যাঁ অবশ্যই তিনি তার পরিবারের জন্য খুব উদ্বিগ্ন থাকেন । এমনকি যখন তিনি হরিদ্বারে এসেছিলেন তখনও তিনি তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ।" মিশ্রপুরী আরও বলেন, "অস্কারের মঞ্চে যা কিছু ঘটেছে তা কেবল অ্যাঙ্কারের কারণেই ঘটেছে ৷ নইলে উইল স্মিথ এমন আচরণ করার ব্যক্তি নন ।"

আরও পড়ুন: Jio Launch 259 Recharge Plan : জিও আনল 30 দিনের বৈধতা-সহ 259 টাকার নতুন প্ল্যান

প্রসঙ্গত, 2018 সালের শুরুর দিকে উইল স্মিথ হরিদ্বারের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য ভারতে এসেছিলেন এবং যেখানে তার জ্যোতিষী প্রতীক মিশ্রপুরীর সঙ্গে দেখা হয় ৷ প্রতীক মিশ্রপুরী বলেন, "হলিউডের একজন শিল্পী উইল স্মিথকে আমার সম্পর্কে বলেছিলেন এবং কয়েক দফা ফোনালাপের পর স্মিথ ভারতে আসার সিদ্ধান্ত নেন ৷ শিব আরাধনা ও গঙ্গা আরতিতে যোগদান করেছিলেন স্মিথ । আমি খুশি যে হিন্দু দেবতাদের আশীর্বাদ উইল স্মিথের সঙ্গে আছে এবং আজ তাই সে অস্কার পেয়েছে ।'’

উল্লেখ্য, অস্কারে 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ । ছবিটি কিং রিচার্ডের বাবা রিচার্ড উইলিয়ামস, টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামসের গল্প ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.