ETV Bharat / sitara

আসছে অনির্বাণ চক্রবর্তীর শর্টফিল্ম 'হিট' - hit short film

আসছে নতুন শর্টফিল্ম, যার নাম 'হিট'। সম্পূর্ণভাবে বাড়িতে শুট করে লকডাউনে তৈরি হয়েছে এই ছবি । পরিচালক অনির্বাণ চক্রবর্তী ।

asd
asd
author img

By

Published : Jun 15, 2020, 2:26 PM IST

কলকাতা : একজন প্রেমিক প্রেমে প্রত্যাখ্যান পেয়ে মনের দুঃখে আত্মহত্যা করেছে। এবং যাঁর জন্য সে আত্মহত্যা করেছে, তিনি একজন অভিনেত্রী, সুদীপ্তা চক্রবর্তী।


এটি কোনও সত্যি ঘটনা নয়। একটি শর্টফিল্ম, যার নাম 'হিট'। সম্পূর্ণভাবে বাড়িতে শুট করে লকডাউনে তৈরি হয়েছে। ছবির পরিচালক অনির্বাণ চক্রবর্তী। বলেন, "হতে পারে একজন আত্মহত্যা করল। কিন্তু শর্টফিল্মটি আসলে খুব মজার।"

sdf
পরিচালক অনির্বাণ চক্রবর্তী
স্পয়লার দিতে বারণ করেছেন পরিচালক। কিন্তু কেন তিনি এই আত্মহত্যার ঘটনাকে মজার বলছেন, সেটার জন্যই এই শর্ট ফিল্ম দেখা প্রয়োজন। লকডাউনে বাড়িতে বসে শুট করা হয়েছে এই শর্টফিল্ম। তাতে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য শাহার, ঈশান মজুমদার এবং নবিতা চক্রবর্তী। শর্ট ফিল্মের গল্প এবং চিত্রনাট্য অনির্বাণেরই।
asd
.
শর্টফিল্মের মিউজিক করেছেন সমাগ্নি, সম্পাদনা করেছেন আরব দে, গান গেয়েছেন অরিজিৎ। মিউজিক প্রোগ্রাম করেছেন সৌমাল্য সিংহ, গানের লিরিক্স লিখেছেন শুভজ্যোতি ভাদ্র এবং পোস্টার ডিজাইন করেছে সুব্রত কলকাতা। 'হিট' প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া।

কলকাতা : একজন প্রেমিক প্রেমে প্রত্যাখ্যান পেয়ে মনের দুঃখে আত্মহত্যা করেছে। এবং যাঁর জন্য সে আত্মহত্যা করেছে, তিনি একজন অভিনেত্রী, সুদীপ্তা চক্রবর্তী।


এটি কোনও সত্যি ঘটনা নয়। একটি শর্টফিল্ম, যার নাম 'হিট'। সম্পূর্ণভাবে বাড়িতে শুট করে লকডাউনে তৈরি হয়েছে। ছবির পরিচালক অনির্বাণ চক্রবর্তী। বলেন, "হতে পারে একজন আত্মহত্যা করল। কিন্তু শর্টফিল্মটি আসলে খুব মজার।"

sdf
পরিচালক অনির্বাণ চক্রবর্তী
স্পয়লার দিতে বারণ করেছেন পরিচালক। কিন্তু কেন তিনি এই আত্মহত্যার ঘটনাকে মজার বলছেন, সেটার জন্যই এই শর্ট ফিল্ম দেখা প্রয়োজন। লকডাউনে বাড়িতে বসে শুট করা হয়েছে এই শর্টফিল্ম। তাতে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য শাহার, ঈশান মজুমদার এবং নবিতা চক্রবর্তী। শর্ট ফিল্মের গল্প এবং চিত্রনাট্য অনির্বাণেরই।
asd
.
শর্টফিল্মের মিউজিক করেছেন সমাগ্নি, সম্পাদনা করেছেন আরব দে, গান গেয়েছেন অরিজিৎ। মিউজিক প্রোগ্রাম করেছেন সৌমাল্য সিংহ, গানের লিরিক্স লিখেছেন শুভজ্যোতি ভাদ্র এবং পোস্টার ডিজাইন করেছে সুব্রত কলকাতা। 'হিট' প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.