ETV Bharat / sitara

রজতাভর জামাই হলেন হিরণ? আপ্লুত অভিনেতা

হিরণ ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, ঈশানী ঘোষ, সুমিত গাঙ্গুলি, মৌমিতা চাটার্জি ।

tgh
author img

By

Published : Nov 18, 2019, 3:16 PM IST

Updated : Nov 18, 2019, 11:28 PM IST

কলকাতা : নিহাল দত্তের নতুন ছবি 'জিও জামাই'। এই ছবিতে অভিনয় করেছেন হিরণ । ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবি । প্রযোজনায় জয়দেব মণ্ডল এবং অ্যাসোসিয়েট প্রডিউসার রূপা বন্দ্যোপাধ্যায় । হিরণ ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, ঈশানী ঘোষ, সুমিত গাঙ্গুলি, মৌমিতা চাটার্জি ।

নিহালের জিও জামাই গল্পটি দিয়া (ঈশানী ঘোষ) এবং আদিত্য রায়ের (হিরণ)। দিয়া জ্যোতিরানি দেবীর কম্পানিতে চাকরি করে । সেখানে শুধু মহিলারই কাজ করে । জ্যোতিরানির মেয়ে প্রেমারতি দেবী পুরুষ কর্মীকে নিযুক্ত করে কম্পানিতে । তার নাম আদিত্য রায় । খুব ছোটোবেলায় আদিত্যর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়, সে বড় হয় তার কাকার কাছে ।

কম্পানিতে জয়েন করার পর দিয়া এবং আদিত্যর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় । দিয়া আদিত্যকে বোঝায় সে খুব সুখী পরিবারের মেয়ে । আদিত্য আরও নিশ্চিত হয়, যখন সে দেখে দিয়ার বাবা-মায়ের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে । কিন্তু, ভাগ্যে অন্যকিছু লেখা ছিল । আদিত্য দেখে বাস্তব অন্যকিছু । এতে তাদের সম্পর্কেও কুপ্রভাব পরে । সমস্যা বেড়ে যায়, যখন আদিত্যর কাকা তার কাছে আসে । দিয়া এবং আদিত্য মিলে এমন কিছু করে, যাতে দিয়ার বাবা-মা খুঁজে পায় তাদের পুরোনো ভালোবাসাও ।

ছবির সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অম্লান ঘোষ এবং সায়ন্তনী পুততুন্ড । সিনেমাটোগ্রাফি ইশ্বরচন্দ্র বারিকের । ছবিতে গান গেয়েছেন আরমান মালিক, পালক মুচ্চাল, রায়ান রায়, দেবাঞ্জলি বি জোশি, শীর্ষা রক্ষিত । গান লিখেছেন রিভো এবং প্রিয় চট্টোপাধ্যায় । ছবি সম্পাদনা করবেন মলয় লাহা ।

কলকাতা : নিহাল দত্তের নতুন ছবি 'জিও জামাই'। এই ছবিতে অভিনয় করেছেন হিরণ । ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবি । প্রযোজনায় জয়দেব মণ্ডল এবং অ্যাসোসিয়েট প্রডিউসার রূপা বন্দ্যোপাধ্যায় । হিরণ ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, ঈশানী ঘোষ, সুমিত গাঙ্গুলি, মৌমিতা চাটার্জি ।

নিহালের জিও জামাই গল্পটি দিয়া (ঈশানী ঘোষ) এবং আদিত্য রায়ের (হিরণ)। দিয়া জ্যোতিরানি দেবীর কম্পানিতে চাকরি করে । সেখানে শুধু মহিলারই কাজ করে । জ্যোতিরানির মেয়ে প্রেমারতি দেবী পুরুষ কর্মীকে নিযুক্ত করে কম্পানিতে । তার নাম আদিত্য রায় । খুব ছোটোবেলায় আদিত্যর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়, সে বড় হয় তার কাকার কাছে ।

কম্পানিতে জয়েন করার পর দিয়া এবং আদিত্যর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় । দিয়া আদিত্যকে বোঝায় সে খুব সুখী পরিবারের মেয়ে । আদিত্য আরও নিশ্চিত হয়, যখন সে দেখে দিয়ার বাবা-মায়ের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে । কিন্তু, ভাগ্যে অন্যকিছু লেখা ছিল । আদিত্য দেখে বাস্তব অন্যকিছু । এতে তাদের সম্পর্কেও কুপ্রভাব পরে । সমস্যা বেড়ে যায়, যখন আদিত্যর কাকা তার কাছে আসে । দিয়া এবং আদিত্য মিলে এমন কিছু করে, যাতে দিয়ার বাবা-মা খুঁজে পায় তাদের পুরোনো ভালোবাসাও ।

ছবির সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অম্লান ঘোষ এবং সায়ন্তনী পুততুন্ড । সিনেমাটোগ্রাফি ইশ্বরচন্দ্র বারিকের । ছবিতে গান গেয়েছেন আরমান মালিক, পালক মুচ্চাল, রায়ান রায়, দেবাঞ্জলি বি জোশি, শীর্ষা রক্ষিত । গান লিখেছেন রিভো এবং প্রিয় চট্টোপাধ্যায় । ছবি সম্পাদনা করবেন মলয় লাহা ।

Intro:নিহাল দত্তের নতুন ছবি 'জিও জামাই'। এই ছবিতে অভিনয় করেছেন হিরণ। ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবি। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:ছবিটি প্রযোজনা করেছেন জয়দেব মণ্ডল এবং অ্যাসোসিয়েট প্রডিউসার ছিলেন রূপা বন্দোপাধ্যায়। হিরণ ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, ঈশানী ঘোষ, সুমিত গাঙ্গুলি, মৌমিতা চাটার্জি।

নিহালের পরিচালনায় দর্শক পেয়েছে 'অঙ্গার', 'এ তুমি কেমন তুমি' ছবিগুলি। নিহালের জিও জামাই একটি রমকম। এই গল্প দিয়া (ঈশানী ঘোষ) এবং আদিত্য রায়ের (হিরণ)। দিয়া জ্যোতিরানি দেবীর কম্পানিতে চাকরি করে ভাইজ্যাকে। সেখানে শুধু মহিলারই কাজ করে। জ্যোতিরানির মেয়ে প্রেমারতি দেবী পুরুষ কর্মীকে নিযুক্ত করে কম্পানিতে। তার নাম আদিত্য রায়। খুব ছোটোবেলায় আদিত্যর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়, সে বড় হয় তার কাকার কাছে ইউকেতে।




Conclusion:কম্পানিতে জয়েন করার পর দিয়া এবং আদিত্যর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দিয়া আদিত্যকে বোঝায় সে খুব সুখী পরিবারের মেয়ে। আদিত্য আরও নিশ্চিত হয়, যখন সে দেখে দিয়ার বাবা-মায়ের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু ভাগ্যে অন্যকিছু লেখা ছিল। আদিত্য দেখে বাস্তব অন্যকিছু। এতে তাদের সম্পর্কেও কুপ্রভাব পরে। সমস্যা বেড়ে যায়, যখন আদিত্যর কাকা ভাইজ্যাকে আসে। দিয়া এবং আদিত্য মিলে এমন কিছু করে, যাতে দিয়ার বাবা-মা খুঁজে পায় তাদের পুরনো ভালোবাসাও।

ছবির সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অম্লান ঘোষ এবং সায়ন্তনী পুততুন্ড। সিনেমাটোগ্রাফি করেছেন ইশ্বরচন্দ্র বারিক। সঙ্গীত করেছেন দেব সেন। ছবিতে গান গেয়েছেন আরমান মালিক, পালক মুচ্চাল, রায়ান রায়, দেবাঞ্জলি বি জোশি, শীর্ষা রক্ষিত। গান লিখেছেন রিভো এবং প্রিয় চট্টোপাধ্যায়। ছবি সম্পাদনা করবেন মলয় লাহা। আবহসংগীত করেছেন তমাল চক্রবর্তী। সাউন্ড ডিজাইন এবং মিক্সিং করেছেন তীর্থঙ্কর মজুমদার।
Last Updated : Nov 18, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.