কলকাতা, 27 ডিসেম্বর : ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বর্ষীয়ান গায়িকা নির্মলা মিশ্র । সংকটজনক অবস্থায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ।
গতকাল স্ট্রোকে আক্রান্ত হন নির্মলা মিশ্র । এরপর রাত সাড়ে 9টা নাগাদ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ষীয়ান এই গায়িকার মূত্রনালীতে সংক্রমণ পাওয়া গিয়েছে । এমনকী, তাঁর শারীরিক অবস্থাও সংকটজনক । চিকিৎসক কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে সেখানে তাঁর চিকিৎসা চলছে ।
এর আগে, চলতি বছরের জুলাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মলা মিশ্র । 18 জুলাই দুপুরে 79 বছর বয়সি এই সংগীতশিল্পীর স্ট্রোক হয়েছিল । কিন্তু, তাঁর যে স্ট্রোক হয়েছিল তা বুঝতেই পারেননি পরিবারের সদস্যরা । ওই অবস্থাতেই তাঁকে খাওয়াচ্ছিলেন তাঁরা । আর তখনই খাবার তাঁর শ্বাসনালীতে আটকে যায় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে । একাধিক পরীক্ষার পর তাঁর স্ট্রোক হওয়ার খবর জানতে পারেন চিকিৎসকরা ।
আরও পড়ুন : নার্সিংহোম থেকে বাড়িতে ফিরলেন নির্মলা মিশ্র
এছাড়া সেই সময় নিউমোনিয়াতেও ভুগছিলেন তিনি । অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে । তখনও তাঁর ইউরিনে সংক্রমণ দেখা দিয়েছিল । পরে কোরোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে ।
এর আগেও পাঁচ-ছয়বার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন নির্মলা মিশ্র । তাঁর হার্ট অ্যাটাকও হয়েছিল । গতবছরের ফেব্রুয়ারিতে তাঁর পেটে আলসারও ধরা পড়েছিল । সেই কারণেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা ।