ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি - সৌমিত্র চট্টোপাধ্যায়

ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । তাঁর শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা ।

asdasd
asd
author img

By

Published : Oct 20, 2020, 8:43 PM IST

কলকাতা : আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন । কোরোনামুক্ত হওয়ার পর চিকিৎসকদের সাহায্যে বিছানায় উঠে বসছিলেন । এমনকী পরিজনদের চিনতেও পারছিলেন । কিন্তু ফের তাঁর স্নায়ুর অবস্থার অবনতি হয়েছে । তাঁর শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা ।

মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্রবাবু । আজ সন্ধেয় তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক ETV ভারতকে বলেন, "খুব একটা ভালো নেই সৌমিত্রবাবু । 24 ঘণ্টায় তাঁর স্নায়ুর অবস্থার অবনতি হয়েছে । নিউরোলজি বোর্ড প্যানেলের পাঁচ চিকিৎসকের সবাই বলেছেন, ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েডের কারণে স্নায়ুর যে উন্নতিগুলো হয়েছিল এবং সেই ড্রাগগুলি বন্ধ করার পরেও যে উন্নতি লক্ষ্য করা গিয়েছিল, এখন সেগুলির অবনতি হয়েছে । আজ আমরা তাঁর মস্তিষ্কের MRI করিয়েছি । সেখানে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি । কোভিড এনকেফ্যালোপ্যাথি ডায়াগনোসিস করা হয়েছে, সেটি কিছুদিন থাকবে । আমরা ফের ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েড দেওয়া শুরু করেছি । দু'দিন দেখব ।"

তিনি আরও বলেন, "সৌমিত্রবাবুর শরীরের অন্য অঙ্গ স্বাভাবিক আছে । অধিকাংশ সময় অক্সিজেন সাপোর্ট দেওয়াই হচ্ছে না । স্যাচুরেশনও ঠিক আছে । জ্বর আসেনি । নতুন করে কোনও সংক্রমণও হয়নি । রক্তচাপ এবং হার্ট রেট ঠিক আছে । যে বিষয়টি নিয়ে এখন আমাদের লড়ে যেতে হচ্ছে সেটা হল এনকেফ্যালোপ্যাথি, মস্তিষ্ক ও জ্ঞান । স্টেরয়েডগুলো আবার দেওয়া হয়েছে । আশা করি, আগামী কয়েকদিনের মধ্যে তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে ।"

6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে অনেকটাই ভালো ছিলেন তিনি । চলতি সপ্তাহে যাতে তিনি বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা করছিলেন চিকিৎসকরা । কিন্তু, তার মধ্যে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । যদিও কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা ।

কলকাতা : আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন । কোরোনামুক্ত হওয়ার পর চিকিৎসকদের সাহায্যে বিছানায় উঠে বসছিলেন । এমনকী পরিজনদের চিনতেও পারছিলেন । কিন্তু ফের তাঁর স্নায়ুর অবস্থার অবনতি হয়েছে । তাঁর শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা ।

মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্রবাবু । আজ সন্ধেয় তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক ETV ভারতকে বলেন, "খুব একটা ভালো নেই সৌমিত্রবাবু । 24 ঘণ্টায় তাঁর স্নায়ুর অবস্থার অবনতি হয়েছে । নিউরোলজি বোর্ড প্যানেলের পাঁচ চিকিৎসকের সবাই বলেছেন, ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েডের কারণে স্নায়ুর যে উন্নতিগুলো হয়েছিল এবং সেই ড্রাগগুলি বন্ধ করার পরেও যে উন্নতি লক্ষ্য করা গিয়েছিল, এখন সেগুলির অবনতি হয়েছে । আজ আমরা তাঁর মস্তিষ্কের MRI করিয়েছি । সেখানে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি । কোভিড এনকেফ্যালোপ্যাথি ডায়াগনোসিস করা হয়েছে, সেটি কিছুদিন থাকবে । আমরা ফের ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েড দেওয়া শুরু করেছি । দু'দিন দেখব ।"

তিনি আরও বলেন, "সৌমিত্রবাবুর শরীরের অন্য অঙ্গ স্বাভাবিক আছে । অধিকাংশ সময় অক্সিজেন সাপোর্ট দেওয়াই হচ্ছে না । স্যাচুরেশনও ঠিক আছে । জ্বর আসেনি । নতুন করে কোনও সংক্রমণও হয়নি । রক্তচাপ এবং হার্ট রেট ঠিক আছে । যে বিষয়টি নিয়ে এখন আমাদের লড়ে যেতে হচ্ছে সেটা হল এনকেফ্যালোপ্যাথি, মস্তিষ্ক ও জ্ঞান । স্টেরয়েডগুলো আবার দেওয়া হয়েছে । আশা করি, আগামী কয়েকদিনের মধ্যে তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে ।"

6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে অনেকটাই ভালো ছিলেন তিনি । চলতি সপ্তাহে যাতে তিনি বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা করছিলেন চিকিৎসকরা । কিন্তু, তার মধ্যে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । যদিও কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.