ETV Bharat / sitara

আমার ছবিতে বোসকে অপমান করা হয়নি : সৃজিত - Haven't maligned Bose in my film, defends director

নেতাজির পরিবার 'গুমনামি' না দেখেই প্রতিবাদ করছেন । নিজের ছবিতে বোসকে কোনওভাবেই অপমান করেননি বলে জানালেন পরিচালক সৃজিত মুখার্জি ।

গুমনামি
author img

By

Published : Sep 1, 2019, 3:16 PM IST

কলকাতা : বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির প্রতি ক্ষোভ প্রকাশ করেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের পরিবার । তাঁরা একটি বক্তব্য প্রকাশ করেছেন যে, সৃজিত মুখার্জি তাঁর পরবর্তী বাইলিঙ্গুয়াল হিন্দি-বাংলা বায়োপিক 'গুমনামি'-তে দেখানো হয়েছে নেতাজি তাঁর শেষের দিনগুলিতে বেনামি বাবা হিসেবে ছিলেন । এই তত্ত্বকে দেখিয়ে মুখার্জি নেতাজিকে অপমানের চেষ্টা করেছেন ।

তবে সৃজিত মনে করেন, নেতাজির পরিবার খুব বেশি ও খুব তাড়াতাড়ি প্রতিবাদ করছে । তিনি বলেন, "তারা কি গুমনামি দেখেছেন ? আমি কোনওভাবেই নেতাজিকে হতাশ করিনি । আপনি দেখুন, তাঁর শেষ দিন ও তাঁর মৃত্যু সম্পর্কে তিনটি তত্ত্ব প্রকাশিত হয়েছে । একটি রাশিয়ান তত্ত্ব । অন্য়টি বিমান দুর্ঘটনার তত্ত্ব । তৃতীয়টি গুমনামি বাবা তত্ত্ব । আমি তিনটি তত্ত্বের কোনওটিকেই অনুসরণ করিনি । আমি একটা অ্যাম্বিজিয়াস অবস্থান নিয়েছি । তাঁর শেষের দিনের রহস্য নিয়ে দর্শকরাই সিদ্ধান্ত নিক ।"

শ্রোতাদের প্রতিক্রিয়া দেখতে সৃজিত আগ্রহী । তিনি বলেন, "নেতাজির উপর ছবি বানানোর স্বপ্ন আমার অনেকদিনের । আমি যথেষ্ট উদ্দেশ্যমূলক হওয়ার চেষ্টা করেছি । নন-বলিউড সিনেমার বাজেটের সীমাবদ্ধতা দেখে আমি মনে করি, আমি যা পারতাম আমি করেছি ।"

2005 সালে মুক্তিপ্রাপ্ত শ্যাম বেনেগলের তৈরি 'নেতাজি সুভাষচন্দ্র বোস : দা ফরগটেন হিরো'-র সঙ্গে কীভাবে নিজের ছবির তুলনা করলেন সৃজিত ?

তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, "আমি যদিও যুদ্ধের দৃশ্যগুলো আরও ভাল করতে পারতাম । তবে নেতাজি হিসেবে সচিন খেদেকর একটি বিস্ময়কর প্রকাশ । তিনি নিজেকে শারীরিক ও মানসিকভাবে রূপান্তর করেছিলেন চরিত্রটির জন্য । দেখা যাক প্রসেনজিৎকে নেতাজি হিসেবে দেখে দর্শকের প্রতিক্রিয়া কী হয় ।"

'গুমনামি' সৃজিতের প্রথম দ্বিভাষিক ও বিশেষ একটি ছবি । তিনি বলেন, "এটি হিন্দি ও বাংলা ভাষায় একসঙ্গে তৈরি করা হয়েছে । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাচ্ছে ।"

কলকাতা : বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির প্রতি ক্ষোভ প্রকাশ করেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের পরিবার । তাঁরা একটি বক্তব্য প্রকাশ করেছেন যে, সৃজিত মুখার্জি তাঁর পরবর্তী বাইলিঙ্গুয়াল হিন্দি-বাংলা বায়োপিক 'গুমনামি'-তে দেখানো হয়েছে নেতাজি তাঁর শেষের দিনগুলিতে বেনামি বাবা হিসেবে ছিলেন । এই তত্ত্বকে দেখিয়ে মুখার্জি নেতাজিকে অপমানের চেষ্টা করেছেন ।

তবে সৃজিত মনে করেন, নেতাজির পরিবার খুব বেশি ও খুব তাড়াতাড়ি প্রতিবাদ করছে । তিনি বলেন, "তারা কি গুমনামি দেখেছেন ? আমি কোনওভাবেই নেতাজিকে হতাশ করিনি । আপনি দেখুন, তাঁর শেষ দিন ও তাঁর মৃত্যু সম্পর্কে তিনটি তত্ত্ব প্রকাশিত হয়েছে । একটি রাশিয়ান তত্ত্ব । অন্য়টি বিমান দুর্ঘটনার তত্ত্ব । তৃতীয়টি গুমনামি বাবা তত্ত্ব । আমি তিনটি তত্ত্বের কোনওটিকেই অনুসরণ করিনি । আমি একটা অ্যাম্বিজিয়াস অবস্থান নিয়েছি । তাঁর শেষের দিনের রহস্য নিয়ে দর্শকরাই সিদ্ধান্ত নিক ।"

শ্রোতাদের প্রতিক্রিয়া দেখতে সৃজিত আগ্রহী । তিনি বলেন, "নেতাজির উপর ছবি বানানোর স্বপ্ন আমার অনেকদিনের । আমি যথেষ্ট উদ্দেশ্যমূলক হওয়ার চেষ্টা করেছি । নন-বলিউড সিনেমার বাজেটের সীমাবদ্ধতা দেখে আমি মনে করি, আমি যা পারতাম আমি করেছি ।"

2005 সালে মুক্তিপ্রাপ্ত শ্যাম বেনেগলের তৈরি 'নেতাজি সুভাষচন্দ্র বোস : দা ফরগটেন হিরো'-র সঙ্গে কীভাবে নিজের ছবির তুলনা করলেন সৃজিত ?

তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, "আমি যদিও যুদ্ধের দৃশ্যগুলো আরও ভাল করতে পারতাম । তবে নেতাজি হিসেবে সচিন খেদেকর একটি বিস্ময়কর প্রকাশ । তিনি নিজেকে শারীরিক ও মানসিকভাবে রূপান্তর করেছিলেন চরিত্রটির জন্য । দেখা যাক প্রসেনজিৎকে নেতাজি হিসেবে দেখে দর্শকের প্রতিক্রিয়া কী হয় ।"

'গুমনামি' সৃজিতের প্রথম দ্বিভাষিক ও বিশেষ একটি ছবি । তিনি বলেন, "এটি হিন্দি ও বাংলা ভাষায় একসঙ্গে তৈরি করা হয়েছে । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাচ্ছে ।"

Intro:Body:

Gumnaami


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.