ETV Bharat / sitara

রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফিক সিনেমা নির্মাণ, সঙ্গে "হট শটস" অ্যাপের মাধ্যমে কী ছড়ানো হত, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ৷

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
author img

By

Published : Jul 25, 2021, 9:11 AM IST

মুম্বই, 25 জুলাই : রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি বানানো সম্পর্কে কিছু জানেন না স্ত্রী শিল্পা শেট্টি ৷ আর "হট শটস" (Hot Shots App) অ্যাপে কী ধরনের বিষয়বস্তু (content) ছড়াতেন তাঁর স্বামী, সে সম্বন্ধে কোনও ধারণা নেই তাঁর ৷ পুলিশকে এমনই জানিয়েছেন অভিনেত্রী শিল্পা ৷ প্রসঙ্গত রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ যে তিনি শুধু পর্নোগ্রাফিক সিনেমা (pornographic films) তৈরি করতেন না, পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দিতেন ৷

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

19 জুলাই ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক সিনেমা বানানোর অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ জানা যায় যে একটি অ্যাপের মধ্যে দিয়ে নীল সিনেমাগুলি ছড়িয়ে দিতেন তিনি ৷ এর পর পুলিশ মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে গিয়ে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ৷ সেখানে শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে দাবি করেন ৷

শুক্রবার পুলিশ জানায়, শিল্পা শেট্টি জানিয়েছেন যে তিনি তাঁর স্বামীর ব্যবসার বিষয়ে কিছু জানতেন না ৷ নীল ছবি তৈরি ও তার জন্য ব্যবহৃত অ্যাপের বিষয়টি তাঁর অজানা ৷ শিল্পা আরও জানিয়েছেন যে তিনি কুন্দ্রার "ভিরান ইন্ডাস্ট্রিস"-এর (Viaan Industries) ডিরেক্টর (director) পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ শুক্রবার মুম্বই কোর্ট রাজ কুন্দ্রা (Raj Kundra) ও তাঁর সহযোগী রায়ান থোরপে-কে (Ryan Thorpe) 27 জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

মুম্বই, 25 জুলাই : রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি বানানো সম্পর্কে কিছু জানেন না স্ত্রী শিল্পা শেট্টি ৷ আর "হট শটস" (Hot Shots App) অ্যাপে কী ধরনের বিষয়বস্তু (content) ছড়াতেন তাঁর স্বামী, সে সম্বন্ধে কোনও ধারণা নেই তাঁর ৷ পুলিশকে এমনই জানিয়েছেন অভিনেত্রী শিল্পা ৷ প্রসঙ্গত রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ যে তিনি শুধু পর্নোগ্রাফিক সিনেমা (pornographic films) তৈরি করতেন না, পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দিতেন ৷

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

19 জুলাই ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক সিনেমা বানানোর অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ জানা যায় যে একটি অ্যাপের মধ্যে দিয়ে নীল সিনেমাগুলি ছড়িয়ে দিতেন তিনি ৷ এর পর পুলিশ মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে গিয়ে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ৷ সেখানে শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে দাবি করেন ৷

শুক্রবার পুলিশ জানায়, শিল্পা শেট্টি জানিয়েছেন যে তিনি তাঁর স্বামীর ব্যবসার বিষয়ে কিছু জানতেন না ৷ নীল ছবি তৈরি ও তার জন্য ব্যবহৃত অ্যাপের বিষয়টি তাঁর অজানা ৷ শিল্পা আরও জানিয়েছেন যে তিনি কুন্দ্রার "ভিরান ইন্ডাস্ট্রিস"-এর (Viaan Industries) ডিরেক্টর (director) পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ শুক্রবার মুম্বই কোর্ট রাজ কুন্দ্রা (Raj Kundra) ও তাঁর সহযোগী রায়ান থোরপে-কে (Ryan Thorpe) 27 জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.