মুম্বই, 25 জুলাই : রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি বানানো সম্পর্কে কিছু জানেন না স্ত্রী শিল্পা শেট্টি ৷ আর "হট শটস" (Hot Shots App) অ্যাপে কী ধরনের বিষয়বস্তু (content) ছড়াতেন তাঁর স্বামী, সে সম্বন্ধে কোনও ধারণা নেই তাঁর ৷ পুলিশকে এমনই জানিয়েছেন অভিনেত্রী শিল্পা ৷ প্রসঙ্গত রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ যে তিনি শুধু পর্নোগ্রাফিক সিনেমা (pornographic films) তৈরি করতেন না, পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দিতেন ৷
আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার
19 জুলাই ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক সিনেমা বানানোর অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ জানা যায় যে একটি অ্যাপের মধ্যে দিয়ে নীল সিনেমাগুলি ছড়িয়ে দিতেন তিনি ৷ এর পর পুলিশ মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে গিয়ে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ৷ সেখানে শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে দাবি করেন ৷
শুক্রবার পুলিশ জানায়, শিল্পা শেট্টি জানিয়েছেন যে তিনি তাঁর স্বামীর ব্যবসার বিষয়ে কিছু জানতেন না ৷ নীল ছবি তৈরি ও তার জন্য ব্যবহৃত অ্যাপের বিষয়টি তাঁর অজানা ৷ শিল্পা আরও জানিয়েছেন যে তিনি কুন্দ্রার "ভিরান ইন্ডাস্ট্রিস"-এর (Viaan Industries) ডিরেক্টর (director) পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ শুক্রবার মুম্বই কোর্ট রাজ কুন্দ্রা (Raj Kundra) ও তাঁর সহযোগী রায়ান থোরপে-কে (Ryan Thorpe) 27 জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷