কলকাতা : এবার বড় পরদায় আসছে মিতিনমাসি। চরিত্রটি করছেন কোয়েল মল্লিক। ব্যোমকেশ বক্সী ছেড়ে এবার মিতিনমাসিকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অরিন্দম শীল। এই পুজোতে আসছে মিতিনমাসি। এর আগে মিতিনমাসিকে নিয়ে কোনও কাজ হয়নি বাংলা সিনেমায়। সেদিক থেকে দেখতে গেলে দর্শকের একটা প্রত্যাশা রয়েছে। ফেলুদা-ব্যোমকেশকের পরে এক নতুন বাঙালি গোয়েন্দাকে পরদায় দেখবেন তাঁরা।
হায়দরাবাদে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV ভারতকে অরিন্দম শীল জানিয়েছিলেন, তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' গল্পটি নিয়ে ছবি তৈরি করতে চান। কিন্তু সেই ছবি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলে ব্যোমকেশ নিয়ে এই
মুহূর্তে আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম।
আরও পড়ুন : শুরু হল 'গুমনামি'-র শুটিং
কিছুদিন আগে অরিন্দম শীল ETV ভারতকে এটাও জানিয়েছিলেন যে, তিনি একটি অন্য কাজে ব্যস্ত। সেই কাজ যে মিতিনমাসি সেটা তো জানা গেল। ছবিতে মিতিনমাসি কোয়েল এবং একটি অন্য চরিত্রে দেখা যাবে বিনয় পাঠককে।
সাহিত্যিক চরিত্র হিসেবে তো বেশ জনপ্রিয় ছিল মিতিনমাসি। তবে ২০১৩ সালে সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর পর থেমে যায় এই অধ্যায়। তবে আবার সে ফিরতে চলেছে অন্যভাবে। ফলে উচ্ছ্বসিত দর্শক। যদিও সুচিত্রা ভট্টাচার্য কিন্তু চেয়েছিলেন মিতিনমাসি হোক ঋতুপর্ণাই।