ETV Bharat / sitara

ঋতুপর্ণা নয়, মিতনি মাসি হচ্ছেন কোয়েল - মিতিনমাসি

সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিনমাসি একজন মহিলা গোয়েন্দা। ঋতুপর্ণা সেনগুপ্তর খুব ইচ্ছে ছিল এই চরিত্রে অভিনয় করার। একটি সাক্ষাৎকারে ঋতুপর্ণা তেমনটাই জানিয়েছিলেন। কিন্তু সেই স্বাদ আপাতত আর ঘোলে মিটছে না টলিউডের এক নম্বর নায়িকার।

ঋতুপর্ণা সেনগুপ্ত
author img

By

Published : May 28, 2019, 9:59 AM IST

Updated : May 29, 2019, 1:53 PM IST



কলকাতা : এবার বড় পরদায় আসছে মিতিনমাসি। চরিত্রটি করছেন কোয়েল মল্লিক। ব্যোমকেশ বক্সী ছেড়ে এবার মিতিনমাসিকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অরিন্দম শীল। এই পুজোতে আসছে মিতিনমাসি। এর আগে মিতিনমাসিকে নিয়ে কোনও কাজ হয়নি বাংলা সিনেমায়। সেদিক থেকে দেখতে গেলে দর্শকের একটা প্রত্যাশা রয়েছে। ফেলুদা-ব্যোমকেশকের পরে এক নতুন বাঙালি গোয়েন্দাকে পরদায় দেখবেন তাঁরা।

হায়দরাবাদে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV ভারতকে অরিন্দম শীল জানিয়েছিলেন, তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' গল্পটি নিয়ে ছবি তৈরি করতে চান। কিন্তু সেই ছবি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলে ব্যোমকেশ নিয়ে এই

মুহূর্তে আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম।


আরও পড়ুন : শুরু হল 'গুমনামি'-র শুটিং

কিছুদিন আগে অরিন্দম শীল ETV ভারতকে এটাও জানিয়েছিলেন যে, তিনি একটি অন্য কাজে ব্যস্ত। সেই কাজ যে মিতিনমাসি সেটা তো জানা গেল। ছবিতে মিতিনমাসি কোয়েল এবং একটি অন্য চরিত্রে দেখা যাবে বিনয় পাঠককে।

সাহিত্যিক চরিত্র হিসেবে তো বেশ জনপ্রিয় ছিল মিতিনমাসি। তবে ২০১৩ সালে সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর পর থেমে যায় এই অধ্যায়। তবে আবার সে ফিরতে চলেছে অন্যভাবে। ফলে উচ্ছ্বসিত দর্শক। যদিও সুচিত্রা ভট্টাচার্য কিন্তু চেয়েছিলেন মিতিনমাসি হোক ঋতুপর্ণাই।



কলকাতা : এবার বড় পরদায় আসছে মিতিনমাসি। চরিত্রটি করছেন কোয়েল মল্লিক। ব্যোমকেশ বক্সী ছেড়ে এবার মিতিনমাসিকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অরিন্দম শীল। এই পুজোতে আসছে মিতিনমাসি। এর আগে মিতিনমাসিকে নিয়ে কোনও কাজ হয়নি বাংলা সিনেমায়। সেদিক থেকে দেখতে গেলে দর্শকের একটা প্রত্যাশা রয়েছে। ফেলুদা-ব্যোমকেশকের পরে এক নতুন বাঙালি গোয়েন্দাকে পরদায় দেখবেন তাঁরা।

হায়দরাবাদে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV ভারতকে অরিন্দম শীল জানিয়েছিলেন, তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' গল্পটি নিয়ে ছবি তৈরি করতে চান। কিন্তু সেই ছবি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলে ব্যোমকেশ নিয়ে এই

মুহূর্তে আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম।


আরও পড়ুন : শুরু হল 'গুমনামি'-র শুটিং

কিছুদিন আগে অরিন্দম শীল ETV ভারতকে এটাও জানিয়েছিলেন যে, তিনি একটি অন্য কাজে ব্যস্ত। সেই কাজ যে মিতিনমাসি সেটা তো জানা গেল। ছবিতে মিতিনমাসি কোয়েল এবং একটি অন্য চরিত্রে দেখা যাবে বিনয় পাঠককে।

সাহিত্যিক চরিত্র হিসেবে তো বেশ জনপ্রিয় ছিল মিতিনমাসি। তবে ২০১৩ সালে সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর পর থেমে যায় এই অধ্যায়। তবে আবার সে ফিরতে চলেছে অন্যভাবে। ফলে উচ্ছ্বসিত দর্শক। যদিও সুচিত্রা ভট্টাচার্য কিন্তু চেয়েছিলেন মিতিনমাসি হোক ঋতুপর্ণাই।

Intro:খুব ইচ্ছে ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের রচিত গোয়েন্দা মিতিনমাসির চরিত্রে অভিনয় করবেন তিনি। একটি সাক্ষাৎকারে তেমনটাই আমাদের জানিয়েছিলেন ঋতুপর্ণা। কিন্তু সেই স্বাদ আপাতত আর ঘোলে মিটছে না টলিউডের এক নম্বর নায়িকার।


Body:... আর মিতিনমাসির চরিত্রটি গেল রঞ্জিত তনয়া কোয়েল মল্লিকের কাছে। অরিন্দম শীল ব্যোমকেশ বক্সী ছেড়ে এবার ছবি তৈরি করতে চলেছেন গোয়েন্দা চরিত্র মিতিনমাসির উপর। এই পুজো আসছে মিতিনমাসি। এর আগে মিতিনমাসিকে নিয়ে তেমন কোনও কাজ হয়নি বাংলা চলচ্চিত্র জগতে। সেদিক থেকে দেখতে গেলে আগ্রহ বাড়বে দর্শকের। এক অন্য গোয়েন্দা চরিত্রকে পর্দায় দেখবেন তাঁরা।

হায়দ্রাবাদে ফিল্ম ফেস্টিভ্যালে এসে ETV Bharatকে অরিন্দম শীল জানিয়েছিলেন, তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের 'মগ্ন মৈনাক' গল্পটি নিয়ে ছবি তৈরি করতে চান। কিন্তু সেই ছবি এখন তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। ফলে ব্যোমকেশ নিয়ে এই মুহূর্তে আগ্রহ প্রকাশ করছেন না অরিন্দম।




Conclusion:...তাই মিতিনমাসি। কিছুদিন আগে অরিন্দম শীল ETV Bharatকে জানিয়েছিলেন তিনি একটি অন্য কাজে ব্যস্ত। সেই কাজ যে মিতিনমাসি তা জানা গেল। ছবিতে মিতিনমাসি কোয়েল এবং একটি অনন্য চরিত্রে দেখা যাবে বিনয় পাঠককে।
Last Updated : May 29, 2019, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.