ETV Bharat / sitara

পুজোয় হল পাচ্ছে না বাংলা ছবি, অবস্থা ফেরাতে EIMPA-কে চিঠি নবান্নর

author img

By

Published : Sep 26, 2019, 7:24 PM IST

পুজোর সময় রবীন্দ্রসদনেও প্রদর্শনী হতে পারে বাংলা ছবির । তবে কোন ছবি কতটা হল পাচ্ছে তা জানা যাবে আগামী শুক্রবার ।

ছবি

কলকাতা : এ বছর পুজোয় মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি । কিন্তু, হল পাওয়া নিয়ে দেখা দিয়েছে সমস্যা । কারণ বাংলা ছবিগুলির পাশাপাশি মুক্তি পাচ্ছে দুটি বিগ বাজেটের হিন্দি ও একটি ইংরেজি ছবি । এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন দেব ও অরিন্দম শীল । বিষয়টি জানা মাত্রই সব হল মালিকদের কাছে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয় । তাতে লেখা হয়, পুজোর সময় বাংলা ছবিকে বেশি প্রাধান্য দিতে হবে ।

পুজোয় মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি 'গুমনামী', 'সত্যান্বেষী ব্যোমকেশ', 'মিতিনমাসি' এবং 'পাসওয়ার্ড'। সেই সঙ্গে মুক্তি পাচ্ছে দুটি হিন্দি ছবি 'ওয়ার' ও 'সে রা নরসিমা রেড্ডি' এবং একটি ইংরেজি ছবি 'জোকার'। কিন্তু, প্রাইম টাইমে কোনও বাংলা ছবিকে জায়গা দিতে রাজি হননি হল মালিকরা । এই পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান টলিউডের একটি প্রতিনিধি দল ।

গতকাল নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট করেন দেব । এরপর মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠান। বিষয়টি জানার পরই রাজ্য সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বলেন, হল মালিকরা অন্য ভাষার ছবিকে প্রাধান্য দিতেই পারেন । কিন্তু, বাংলা ছবিকে যেন কোনওভাবেই প্রাইম টাইম শো থেকে বঞ্চিত করা না হয় । হল মালিকরা যাতে হিন্দি-বাংলা ছবির মধ্যে হল ভাগের ক্ষেত্রে সমানুপাত বজায় রাখেন সেই নির্দেশও দেওয়া হয় ।

আজ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েসনকে (EIMPA) চিঠি দেন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সুদীপ ঘোষ । জানিয়ে দেন, পুজোর সময় যেহেতু একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে , তাই বাংলা সিনেমা শিল্প, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিয়ে বাংলা ছবিকে প্রাইম টাইম শো'তে জায়গা দিতে হবে।

তাছাড়া পুজোর সময় রবীন্দ্রসদনেও প্রদর্শনী হতে পারে বাংলা ছবির । তবে কোন ছবি কতটা হল পাচ্ছে তা জানা যাবে আগামী শুক্রবার ।

কলকাতা : এ বছর পুজোয় মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি । কিন্তু, হল পাওয়া নিয়ে দেখা দিয়েছে সমস্যা । কারণ বাংলা ছবিগুলির পাশাপাশি মুক্তি পাচ্ছে দুটি বিগ বাজেটের হিন্দি ও একটি ইংরেজি ছবি । এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন দেব ও অরিন্দম শীল । বিষয়টি জানা মাত্রই সব হল মালিকদের কাছে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয় । তাতে লেখা হয়, পুজোর সময় বাংলা ছবিকে বেশি প্রাধান্য দিতে হবে ।

পুজোয় মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি 'গুমনামী', 'সত্যান্বেষী ব্যোমকেশ', 'মিতিনমাসি' এবং 'পাসওয়ার্ড'। সেই সঙ্গে মুক্তি পাচ্ছে দুটি হিন্দি ছবি 'ওয়ার' ও 'সে রা নরসিমা রেড্ডি' এবং একটি ইংরেজি ছবি 'জোকার'। কিন্তু, প্রাইম টাইমে কোনও বাংলা ছবিকে জায়গা দিতে রাজি হননি হল মালিকরা । এই পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান টলিউডের একটি প্রতিনিধি দল ।

গতকাল নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট করেন দেব । এরপর মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠান। বিষয়টি জানার পরই রাজ্য সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বলেন, হল মালিকরা অন্য ভাষার ছবিকে প্রাধান্য দিতেই পারেন । কিন্তু, বাংলা ছবিকে যেন কোনওভাবেই প্রাইম টাইম শো থেকে বঞ্চিত করা না হয় । হল মালিকরা যাতে হিন্দি-বাংলা ছবির মধ্যে হল ভাগের ক্ষেত্রে সমানুপাত বজায় রাখেন সেই নির্দেশও দেওয়া হয় ।

আজ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েসনকে (EIMPA) চিঠি দেন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সুদীপ ঘোষ । জানিয়ে দেন, পুজোর সময় যেহেতু একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে , তাই বাংলা সিনেমা শিল্প, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিয়ে বাংলা ছবিকে প্রাইম টাইম শো'তে জায়গা দিতে হবে।

তাছাড়া পুজোর সময় রবীন্দ্রসদনেও প্রদর্শনী হতে পারে বাংলা ছবির । তবে কোন ছবি কতটা হল পাচ্ছে তা জানা যাবে আগামী শুক্রবার ।

Intro:দেবের উদ্যোগে পুজোয় মুক্তিপ্রাপ্ত চারটি বাংলা ছবি সিনেমা হলে প্রাইম টাইমে জায়গা পেল


আমিত চক্রবর্তী,কলকাতা: গতবছর দুর্গাপূজার সময় থেকেই বাংলা সিনেমা হল পাওয়া নিয়ে একটা সমস্যা কথা শোনা যাচ্ছিল। দুর্গাপূজো যেহেতু ছুটির সময় লোকে ঘুরে বেরিয়ে খাওয়া-দাওয়া করে দিনের কিছু সময় কাটিয়ে দেয় তাই ছবির প্রযোজক-পরিচালক, অভিনেতা অভিনেতারাও চান এই সময় তাদের ছবি দর্শকদের সামনে নিয়ে আসতে। এ বছর ও তার অন্যথা হচ্ছে না। এবছর দুর্গাপূজাতে চারটি বড় বাজেটের বাংলা ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে ঋত্বিক রোশনের হিন্দি ছবি ওয়র,হলিউডি ছবি জোকার ও তেলুগু ছবি সাইরা নরসিমহা রেড্ডি। কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল মালিকরা বাংলা ছবিকে প্রাইম টাইম এর জায়গা দিতে রাজি নয়। তার কারণ তারা প্রথম থেকেই ধরে নিচ্ছে যে বাংলা ছবি গুলো খুব একটা ভালো ব্যবসা করতে পারবে না। আর এই বিষয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন এ দেব,প্রসেনজিৎ শ্রীজিৎ মুখার্জী সহ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা।

গতকাল প্রযোজক তথা অভিনেতা দেব নিজের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেন এবং তিনি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চান বাংলা সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকারের তরফ থেকে যেন এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানা মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দেন যেন রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত মাল্টিপ্লেক্স সিনেমা হল মালিকদের নির্দেশ যাওয়া হয় পুজোর সময় যেন বাংলা সিনেমা কে প্রাধান্য দেওয়া হয়। ফল মালিকরা অন্যান্য ভাষার ছবি কে প্রাধান্য দিতে পারে কিন্তু কোনভাবেই যেন বাংলা সিনেমা প্রাইম টাইম শো থেকে বঞ্চিত না হয়।

আর এই বিষয়ে আজ ইনফরমেশন এন্ড কালচারাল ফিন্যান্স ডিপার্টমেন্ট এর অ্যাডিশনাল সেক্রেটারি সুদীপ ঘোষ,ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস কে লিখিত চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন,যে পুজোর সময় যেহেতু একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে তাই,বাংলা সিনেমা শিল্প, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিয়ে বাংলা ছবি কে প্রাইম টাইম শো তে জায়গা দিতে হবে। আর এই বিষয় ইম্পা কে নির্দেশ দেওয়া হয়েছে, যে তারা যেন হল মালিকদেরকে এ বিষয়ে রাজ্য সরকারের মনোভাব সম্পর্কে অবহিত করে দেন। এবং এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করল সে বিষয়ে রাজ্য সরকারকে অবহিত করতে বলা হয়েছে।


Body:স্টিল কফি


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.