ভোপাল (মধ্যপ্রদেশ), 28 জানুয়ারি: অন্তর্বাস নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (FIR lodged against Actress Shweta Tewari)৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷
কী নিয়ে বিতর্ক ?
শিগগিরই আসছে শ্বেতা তিওয়ারি (Actress Shweta Tewari controversial statement on God) নতুন ওয়েব সিরিজ ৷ সেখানে তিনি ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে রোহিত রায় ও সৌরভ রাজ জৈনকে ৷ সেই সিরিজের প্রচারে ভোপালে গিয়েছিলেন শ্বেতা ৷ সেখানে সাংবাদিক সম্মেলনে তাঁর একটি মন্তব্যের ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে ৷ সেখানে অভিনেত্রী বলছেন, "আমার ব্রায়ের মাপ নিচ্ছেন ভগবান (God is taking the measurements for my bra)৷"
জানা গিয়েছে, ফ্যাশন সম্পর্কিত ওয়েব সিরিজের প্রচারেই ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলন ৷ মহাভারত খ্যাত সৌরভ জৈন, যিনি কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁকে আপকামিং সিরিজে দেখা যাবে 'ব্রা ফিটার'-এর ভূমিকায় ৷ সাংবাদিকদের সামনে সৌরভের প্রসঙ্গে বলতে গিয়ে রসিকতা করে ওই মন্তব্য করেন শ্বেতা ৷
- — Dr Narottam Mishra (@drnarottammisra) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Dr Narottam Mishra (@drnarottammisra) January 27, 2022
">— Dr Narottam Mishra (@drnarottammisra) January 27, 2022
আরও পড়ুন: Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর
রসিকতার সুরে এই মন্তব্য করলেও শ্বেতার (Shweta Tiwari news) মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ এই মন্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেন অনেকে ৷ বিতর্কিত মন্তব্যের জন্য অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ তিনি বলেন, ‘‘অভিনেত্রীর মন্তব্য খুবই আপত্তিকর ৷ হিন্দু ভগবানকে অপমান করা হলে তা কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না ৷’’ ভোপাল পুলিশ কমিশনার মাকরান্দ দেউসকরকে অভিযোগ খতিয়ে দেখে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতেও নির্দেশ দিয়েছিলেন নরোত্তম মিশ্র ৷ এরপরই এফআইআর দায়ের করা হল শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে ৷
আরও পড়ুন: ছেলেকে ফেলে রেখে বিদেশে, প্রাক্তন স্বামীর অভিযোগের জবাব দিলেন শ্বেতা